সোমবার, ২৮ জুন, ২০১০

এক ব্লগীয় কবির কথা, যিনি ভেবেছিলেন আমি একটা মেয়ে, আর আমার কবিতায় বিনয়-গদগদ মন্তব্য করেছিলেন

এক ব্লগীয় কবির কথা, যিনি ভেবেছিলেন আমি একটা মেয়ে, আর আমার কবিতায় বিনয়-গদগদ মন্তব্য করেছিলেন
২৮ শে জুন, ২০১০ দুপুর ২:১৩



ভাবতে খুবই অবাক লাগে যে, তিনি আমাকে মেয়ে ভেবেছিলেন, আর আমার তুচ্ছাতিতুচ্ছ প্রথম কবিতাটি পড়ে বলেছিলেন, 'খুবই চমৎকার কবিতা। পড়ে আরাম পাইলাম। ভালো থাকবেন।' তাঁর কবিতায় আমি একটা মন্তব্য করেছিলাম। তিনি খুশিতে ডগমগ হয়ে বলেছিলেন, 'আপনার নামটা খুবই সুন্দর।' এরপর আমার প্রতিটা কবিতায় তিনি লোলুপীয় ও তৈলাক্ত মন্তব্য ঝাড়তেন, আমি মনে মনে মুচকি হাসতাম তাঁর আবালীয় কীর্তি দেখে।

কিন্তু হায়, তিনি কিভাবে যেন জেনে গেলেন আমি একজন সপুংশক পুরুষ। এরপর কতো কবিতা পোস্ট করলাম, তাঁর কোনো মন্তব্যই আর কোনোদিন পেলাম না:(:(

আজও তাঁকে দেখলে হেসে কুটি কুটি হই:):):)



সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১০ দুপুর ২:১৩




এডিট করুন | ড্রাফট করুন | মুছে ফেলুন


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল



১. ১৭ ই মে, ২০১০ রাত ১০:২৯

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: হা হা হা
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১০:৩৩

লেখক বলেছেন: বেশি হাসতে পারবো না, ওভার-ইটিং হয়ে গেছে আজ:(:(
মুছে ফেলুন


২. ১৭ ই মে, ২০১০ রাত ১০:৩০

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ;)কে সে!! জাতি জানতে চাইতে পারে...
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১০:৩৩

লেখক বলেছেন: তিনি একজন মিনমিনে কবি:(:(
মুছে ফেলুন


৩. ১৭ ই মে, ২০১০ রাত ১০:৩৯

আসকওয়ানমি বলেছেন: লেখক বলেছেন: তিনি একজন মিনমিনে কবি:(:...

হি হি হি..... ভাই কবি কয় প্রকার ???
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১০:৪৪

লেখক বলেছেন: মিনমিনের উলটোটা হলো সাবলীল। যাঁর কবিতায় কোনো চড়াই-উৎরাই নেই, সব কবিতাই মনে হয় একই কবিতা, একই সুরের; বিষয়বৈচিত্রহীন এমন কবিকেই মিনমিনে কবি বলা হয়ে থাকে।
মুছে ফেলুন


৪. ১৭ ই মে, ২০১০ রাত ১০:৪০

নতুনছেলে বলেছেন: জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ;)কে সে!! জাতি জানতে চাইতে পারে...
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১০:৪৯

লেখক বলেছেন: জাতির সামনে একদিন তাঁর স্বরূপ উন্মোচিত হয়ে পড়লে তিনি বিব্রতবোধ করবেন না বলেই ধারণা; কারণ, এটা তাঁর একটা খাসালত মনে হচ্ছে।
মুছে ফেলুন


৫. ১৭ ই মে, ২০১০ রাত ১০:৪১

পারভেজ আলম বলেছেন: জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ;)কে সে!! জাতি জানতে চাইতে পারে...
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১০:৫১

লেখক বলেছেন: জাতি তাঁকে চিনুক, আমিও চাই:):)
মুছে ফেলুন


৬. ১৭ ই মে, ২০১০ রাত ১০:৪২

এরশাদ বাদশা বলেছেন: পুরা নামটা না দ্যান, কিছু হিন্টস দিতে পারেন। ব্লগাররা খুঁইজা বাইর করুক।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:০২

লেখক বলেছেন: আমি যখন লগ-ইন করি, তিনি তখন অনলাইন ছিলেন। ধারণা করা যায় যে তিনি লগ্‌ড-আউট হয়ে আমার ব্লগে দেয়া তাঁর মন্তব্যগুলো খুঁজে খুঁজে এরূপ ভণ্ডামি কোথায় করেছেন তা বের করার চেষ্টা করছেন এখন:):):)
মুছে ফেলুন


৭. ১৭ ই মে, ২০১০ রাত ১০:৪৯

মুরাদ-ইচছামানুষ বলেছেন: উনি তো রোমান্টিক কবি...........................। :#) :#) :#)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:০৫

লেখক বলেছেন: বস্তুত আমি একজন মিনমিনে কবির কথাই বলছি:)
মুছে ফেলুন


৮. ১৭ ই মে, ২০১০ রাত ১০:৫৩

মঈনউদ্দিন বলেছেন: বলেছেন: জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ;)কে সে!! জাতি জানতে চাইতে পারে...
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:০৮

লেখক বলেছেন: জাতি তাঁকে চিনে ফেললে জাতি লজ্জা পাবে, তিনি লজ্জা পাবার মতো কবিই নন:)
মুছে ফেলুন


৯. ১৭ ই মে, ২০১০ রাত ১০:৫৫

ব্যাধ বলেছেন: জীবনানন্দদাশের ছায়া বলেছেন: কে সে!! জাতি জানতে চাইতে পারে.........
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:১৫

লেখক বলেছেন: বলতে খুবই লজ্জা পাই যে!:):)
মুছে ফেলুন


১০. ১৭ ই মে, ২০১০ রাত ১০:৫৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: :D :D :D
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:১৯

লেখক বলেছেন: হাসার মতো অবস্থা নাই:(:(
মুছে ফেলুন


১১. ১৭ ই মে, ২০১০ রাত ১১:০৩

স্বাধীন জামিল বলেছেন: আমি দুঃখ পাই, আমি মরমাহত হই, যখন দেখি কারও আশা ভঙ্গ হয়... /:) ............ ;) :P
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:২১

লেখক বলেছেন: হা হা হা হা হা। আসলে আমরা সবাই নারীদের কাছে হিরো আর মহাপুরুষ হতে চেষ্টা করি:)
মুছে ফেলুন


১২. ১৭ ই মে, ২০১০ রাত ১১:০৫

বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:

----

লুল কবি'র হৃদয় নিয়ে তুমি খেলেছো খেলা....... :):):)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:২৩

লেখক বলেছেন: ছড়ার লাইনটা ভালো হয়েছে:)
মুছে ফেলুন


১৩. ১৭ ই মে, ২০১০ রাত ১১:০৬

বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:
-

উনি কি দেশী কবি না বিদেশে বাসবাসকারী....??
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:২৪

লেখক বলেছেন: এটা জানা নেই:(
মুছে ফেলুন


১৪. ১৭ ই মে, ২০১০ রাত ১১:১৫

তাশমিয়া বলেছেন: আগে যেসব কবিতায় প্রশংসা করেছিল সেগুলোর কোনোটার লিংক দেন। :-/
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:২৫

লেখক বলেছেন: তাঁর নামের দুটি অংশ আছে:)
মুছে ফেলুন


১৫. ১৭ ই মে, ২০১০ রাত ১১:১৫

এরশাদ বাদশা বলেছেন: লেখক বলেছেন: আমি যখন লগ-ইন করি, তিনি তখন অনলাইন ছিলেন। ধারণা করা যায় যে তিনি লগ্‌ড-আউট হয়ে আমার ব্লগে দেয়া তাঁর মন্তব্যগুলো খুঁজে খুঁজে এরূপ ভণ্ডামি কোথায় করেছেন তা বের করার চেষ্টা করছেন এখন:):):)

এইডা হিন্টস হইলোনা, আরো পাজলড করে দিলেন।

১৩ নং কমেন্ট এর উত্তর দ্যান, ওইটাই হিন্টস।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:২৭

লেখক বলেছেন: তাঁর নামের অক্ষরগুলো বর্গীয় বর্ণের অন্তর্ভুক্ত:)
মুছে ফেলুন


১৬. ১৭ ই মে, ২০১০ রাত ১১:১৭

এরশাদ বাদশা বলেছেন: লেখক বলেছেন: জাতি তাঁকে চিনে ফেললে জাতি লজ্জা পাবে, তিনি লজ্জা পাবার মতো কবিই নন:)

তাহলে আর সমস্যা কি, বলে দিলেই পারেন। তবে আপনি গেইম খেলতে চাইলে হিন্টস দিতে পারেন। শদুয়েক কমেন্ট আসার পরই না হয় ভেদ খুললেন।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:৩১

লেখক বলেছেন: আমি গেইম খেলছি না; একজন কবির স্বরূপ বর্ণনা করছি মাত্র:):) যিনি ইহা করেছেন, তিনি জানেন যে তিনিই ইহা করেছেন:):)
মুছে ফেলুন


১৭. ১৭ ই মে, ২০১০ রাত ১১:১৮

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: পাবলিকরে একটা লিংক দিলে ভাল হইতোনা?? ব্লগের কবিকুল আজ দ্বিধাগ্রস্ত কার দিকে উঠলো সন্দেহের তীর :-/ :-/ :P
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:৩৪

লেখক বলেছেন: আপনি এ্যাট র‌্যানডম ৫জন মহিলা আর ৫জন পুরুষ কবির ব্লগে যান। মন্তব্যকারীদের একটা লিস্ট করুন। তৈলমর্দনের কোনো নমুনা পেলে তাও নোট করুন। :):)
মুছে ফেলুন


১৮. ১৭ ই মে, ২০১০ রাত ১১:১৯

পাপী ০০৭ বলেছেন: কেডায় আফা?;)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:৩৯

লেখক বলেছেন: নামটার জন্যই এতোটা যুদ্ধ:):)
মুছে ফেলুন


১৯. ১৭ ই মে, ২০১০ রাত ১১:২০

এরশাদ বাদশা বলেছেন: লুল কবিরা কিন্তু ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে....খ্যাক।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:৪২

লেখক বলেছেন: লুল না হলে কবি হওয়া যায় না। কেউ কেউ এ-ও বলতে পারেন যে, লুলরাই কবি হবার যোগ্যতা রাখেন। মেয়েদের ব্লগে এজন্যই আমার বিনয় গলে পড়ে:):)
মুছে ফেলুন


২০. ১৭ ই মে, ২০১০ রাত ১১:২২

স্পেলবাইন্ডার বলেছেন: আমি শুধু একজনকেই পেলাম! কিন্তু তার মন্তব্যে আপনার এই পোস্টের ভাষ্যমত আহামরি লুলামির চিহ্ন নাই।
তিলকে তাল করছেন মনে হল.....
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:৪৫

লেখক বলেছেন: কাজটা কাঁচা করেছি বলে মনে হয় না:(:( তাঁর কোনো মন্তব্যঅলা পোস্ট ওপেন রাখি নি:):) অনেকেই হয়তো হাঁফ ছেড়ে বাঁচলেন:):)
মুছে ফেলুন


২১. ১৭ ই মে, ২০১০ রাত ১১:২৪

তাশমিয়া বলেছেন: সত্যি কাহিনী হলে লিংক দেন। :-/
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:৪৬

লেখক বলেছেন: কাহিনী সত্য। লিংক দেব না, সেটাও সত্য:):)
মুছে ফেলুন


২২. ১৭ ই মে, ২০১০ রাত ১১:২৬

এরশাদ বাদশা বলেছেন: আমি কবিদের একটা লিস্ট দেবার চেষ্টা করি---



* শায়মা
* অরুদ্ধ সকাল
* sondohin
* মোসতাকিম রাহী
* খেরোপাতা
* অমিত চক্রবর্তী
* সায়েম মুন
* ফারিহান মাহমুদ
* হাসান মাহবুব
* আহমদ ময়েজ
* বাবুল হোসেইন
* পাহাড়ের কান্না
* আবু মকসুদ
* কাজল রশীদ
* নিউটন
* মেঘ শুণ্য দিন
* স্বপ্নখামারী
* অজন্তা তাজরীন
* আশিক রেজা
* নির্ঝর নৈঃশব্দ্য
* ডট কম ০০৯
*কালপুরুষ
* মতিউর রহমান সাগর
*ফাহাদ চৌধুরি
*

** ব্লগাররা আপডেট করতে পারেন।

তালিকাটা মতিউর রহমান সাগরের ব্লগ থেকে নেয়া। আমি দুতিনজনের নাম যোগ করেছি।

জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:৪৯

লেখক বলেছেন: লিস্টের নামগুলো দেখে ভালো লাগছে। তবে ব্লগে কবিদের সংখ্যা এর চেয়ে কয়েক গুণ বেশি:):) লিস্ট বড় করতে হবে যে!!!:):)
মুছে ফেলুন


২৩. ১৭ ই মে, ২০১০ রাত ১১:২৭

বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:
-

একজনের নাম "ম" দিয়ে শুরু........???

আরেক জনের নাম "কা" দিয়ে শুরু......???

ইয়েস-নো কিছু একটা হিন্টস দেন....... :):):)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:৫২

লেখক বলেছেন: তাঁর নামের আদ্যক্ষর ক-বর্গীয় নয়, ভুল বুঝেছেন। ইনি আমাকে ছেলে জেনেই আমার পোস্টে মন্তব্য করে থাকেন:):) ক থেকে ম- তাঁর নামের আদ্যাক্ষর:):)
মুছে ফেলুন


২৪. ১৭ ই মে, ২০১০ রাত ১১:২৮

বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:
-

@এরশাদ বাদশা:


মিসকিন বাদ পড়লো ক্যামতে.....??
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:৫২

লেখক বলেছেন: তাইতো!!!!:(:(:(
মুছে ফেলুন


২৫. ১৭ ই মে, ২০১০ রাত ১১:২৯

পাপী ০০৭ বলেছেন: রণক্লান্তের কথা ধরে কা মনে হলো বলো দুঃখিত।:)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:৫৩

লেখক বলেছেন: দুঃখিত:):)
মুছে ফেলুন


২৬. ১৭ ই মে, ২০১০ রাত ১১:৩২

আমি মদন বলেছেন: এদের ভেতর কেউ হবে। আসলে আমাদের কবিদের সবারই একই অবস্থা। কি সব ফুল পাখি ঘাস আর নীল আকাশ বলে খালি।

ফয়সল অভি "" বলেছেন: কবির জন্য শুভ কামনা রইল ।
০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:০৮
লেখক বলেছেন: আপনার জন্যও শুভ কামনা।

২. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১৩
বোহেমিয়ান কথকতা বলেছেন: ওদের কাম ই তো ছোটা ছুটি ।
০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১৭
লেখক বলেছেন: ওদের কাম ই তো ছোটা ছুটি মানুষের কাম কী রকম?
শুভেচ্ছা থাকলো।

৩. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১৬
রথে চেপে এলাম বলেছেন:
ছুটতে ছুটতে
ক্লান্তি কি আসে না!!!
বিস্রাম নিতে
কখনো কি বসে না!!!
০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৩
লেখক বলেছেন:
ছুটতে ছুটতে
ক্লান্তি কি আসে না!!!
বিস্রাম নিতে
কখনো কি বসে না!!!


***
আপনারটা চমৎকার হয়েছে।
৪. ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩০
সেলিনা শিরীন শিকদার বলেছেন: শুভ কামনা
০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩২
লেখক বলেছেন: আসসালামু আলাইকুম।

৫. ১২ ই অক্টোবর, ২০০৯ সকাল ৮:২১
লালসালু বলেছেন: শুভ কামনা
২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:২৫
লেখক বলেছেন: ধন্যবাদ।

৬. ১২ ই অক্টোবর, ২০০৯ সকাল ৮:৩৬
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: বাহ! দারুন।
২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:২৫
লেখক বলেছেন: ধন্যবাদ।

৭. ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১:১১
কৃষ্ণ তরুণ বলেছেন: বেশ তো!
২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:২৫
লেখক বলেছেন: ধন্যবাদ।

আহমদ ময়েজ বলেছেন:
আপনার ছন্দ ভালো। অনেক ভারী শব্দের ঘাড় মটকে ছন্দের ভেতর নিয়ে এসেছেন। চমৎকার।
==================
আমার এখন কঙ্কালসার গাছে
হিমবায়ু, আর দুঃখ ফুটে আছে।
==================
দুঃখ ফুটে আছে
দুঃখ ফুটে আছে
দুঃখ ফুটে আছে

চিরমঙ্গলার্থে...
০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ৮:১৮
লেখক বলেছেন: আপনার মন্তব্যে প্রচুর অনুপ্রাণিত হলাম। ভালো থাকুন কবি।

২. ০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ৮:৪১
বাঁশির সুর বলেছেন: ভালো লাগলো।
০৩ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮
লেখক বলেছেন: ধন্যবাদ।

৩. ০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ৯:৫২
কালপুরুষ বলেছেন: খুব ভাল লাগলো। চমৎকার শব্দ বিন্যাস।
০৩ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯
লেখক বলেছেন: অনেক কৃতজ্ঞতা।

৪. ০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩৮
হাসান মাহবুব বলেছেন: ++
০৩ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৩
লেখক বলেছেন: ধন্যবাদ।

বদুল্লাহ আল মনসুর বলেছেন: সুন্দর কবিতা..
১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৮
লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৩
জামাল ঊদ্দিন বলেছেন: ++
GP কি করসে দেখছেন?
গ্রামীনফোন

(আমি normal এ । তাই জানাতে কমেন্ট টা লিখেছি। )
১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৯
লেখক বলেছেন: আমি মাসে ৮৫০ টাকা প্লাস ১৫% ভ্যাট দিচ্ছি, পি-টু। আমার এখন কী হবে/হচ্ছে?

৩. ১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১৩
সায়েম মুন বলেছেন: ভাল
২৩ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
লেখক বলেছেন: ধন্যবাদ।


মতিউর রহমান সাগর বলেছেন: অনেক ভালোলাগা জানিয়ে গেলাম...
ঘাসের গাছের ফুলের গন্ধ ছড়িয়ে দিলেন যেন+++
০৩ রা মে, ২০১০ রাত ৮:২২
লেখক বলেছেন: ধন্যবাদ কবি। কেমন আছেন?

২. ০৩ রা মে, ২০১০ বিকাল ৫:৩২
শায়মা বলেছেন: কিছু কিছু ঘাস আছে, আর তার অমোঘ ঘ্রাণ, যা তুমি চেনো নি
আমাদের আড়িয়াল বিলের ধারে একবার ঘুরে যেও, আপামণি
এখানে একরাশ জীবন সজীব আগামীর গল্প লেখে- নাম তার সঞ্জীবনী


আপামনির নাম কি ?


কোন আপামনিকে ডাকেন?
০৩ রা মে, ২০১০ রাত ৮:৩৮
লেখক বলেছেন: যতোদূর জানা যায়, আপামণির কোনো নাম নেই; অথচ সকল নামের গভীরে তিনি বাস করেন; আমরা তাঁর কোনো ঠিকানা জানি না, 'ঘরে ঘরে তাঁর ঘর আছে'; নভোনিবহের তারার ভিড়ে তাঁকে দেখবেন, সোঁদা ফুলের গনগনে গন্ধ তাঁর নিরঞ্জন শরীরে। তিনি এক তুমুল বিপুল রূপস্বরা; সহজেই ধরা দেন, অথচ আজন্ম দূরবর্তী অধরা।

৩. ০৩ রা মে, ২০১০ বিকাল ৫:৪১
আফরোজা সোমা বলেছেন: কিছু কিছু ঘাস আছে, আর তার অমোঘ ঘ্রাণ, যা তুমি চেনো নি
আমাদের আড়িয়াল বিলের ধারে একবার ঘুরে যেও, আপামণি
এখানে একরাশ জীবন সজীব আগামীর গল্প লেখে- নাম তার সঞ্জীবনী

শেষ তিনটা লাইন ভালো লাগলো।
০৩ রা মে, ২০১০ রাত ৮:৩৯
লেখক বলেছেন: ধন্যবাদ ম্যাডাম।

৪. ০৩ রা মে, ২০১০ সন্ধ্যা ৬:০৩
শিরীষ বলেছেন: সবুজ কবিতা।
০৩ রা মে, ২০১০ রাত ৮:৪০
লেখক বলেছেন: ধন্যবাদ শিরীষ।

৫. ০৩ রা মে, ২০১০ সন্ধ্যা ৬:০৭
শামীম শরীফ সুষম বলেছেন: অসাধারণ লিখেছেন , সরাসরি প্রিয়তে

আপনার জন্য কিছু +
০৩ রা মে, ২০১০ রাত ৮:৪০
লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ শামীম শরীফ সুষম।

৬. ০৩ রা মে, ২০১০ সন্ধ্যা ৬:১৭
কালপুরুষ বলেছেন: ভাল লাগলো।

সবুজ ঘাসের অবুঝ ঘ্রাণ
তাতেই জুড়ায় আমার প্রাণ।
০৩ রা মে, ২০১০ রাত ৮:৪২
লেখক বলেছেন:

সবুজ ঘাসের অবুঝ ঘ্রাণ
তাতেই জুড়ায় আমার প্রাণ।


আমার কথাটা বলে ফেললেন! চমৎকার দু লাইন। ধন্যবাদ।

৭. ০৩ রা মে, ২০১০ সন্ধ্যা ৬:৪৯
সায়েম মুন বলেছেন:
বেশ ভাল লাগল।।

শুধু আপামনিকে বলেছেন কেন?
ভাইয়ারা কি কোন দোষ করেছে
০৩ রা মে, ২০১০ রাত ৮:৫১
লেখক বলেছেন: ভাইয়াদের কোনো দোষ নেই, অসম্ভব গুণ আছে; আমার অনেক কালের ঋণ আছে ভাইয়াদের কাছে

৮. ০৩ রা মে, ২০১০ সন্ধ্যা ৬:৫১
নিমা বলেছেন:
কিছু কিছু ঘাস আছে, তার ঘ্রাণ ফুলের ঘ্রাণের মতো নয়
অথচ সেই ঘ্রাণের স্পর্শে এমন একটা অনুভূতি হয়, আর একগোছা
বুকের সাথে জড়িয়ে নিলে অভিনব একটা বোধন জন্ম ল.........।
ভাল লাগলো
০৩ রা মে, ২০১০ রাত ৮:৫২
লেখক বলেছেন: ধন্যবাদ নিমা।

৯. ০৫ ই মে, ২০১০ রাত ১:২২
অপ্‌সরা বলেছেন:
পাতাবাহার পাতার কথা শুনেছি,
কোনো কোনো ফুলের চাইতেও বাহার তাহার বেশী।
গন্ধবাহার ঘাস দেখিনি আমি ,
বোধন যাহার নিলে হৃদয় ঘেষি।


উঠোন ধারের জংলীকচু, পুইএর পাতা, মাচান বাগান কলমীলতায় ঘেরা
যেথায় তুমি জীবন দেখো , সবুজ মাখো, অষ্টপ্রহর ভাবনা গাঁথো,
ইচ্ছে করে ফিরতে সেথায়, হয়না আমার ফেরা।

এমনি হয়, ঘ্রাণেরা হারায়, জীবন পথের এটাই নিয়ম এটাই কানুন,
উদার জমিন পথ খুলে দেয় , বাতাসেরা ভাবনা ওড়ায়
পক্ষীসারস ভাবনা আঁকে, চণ্চুতে তার অতীত ডাকে,চপল পায়ে মনকে পোড়ায়।

গন্ধবাহার ঘাস আমি দেখিনি ,অমোঘ তার ঘ্রাণ চিনিনি
একদিন ঠিক উড়ে যাবো তোমার সেই আড়িয়াল বিলের ধারে ভাইয়ামনি,

পাখায় মেখে নেবো, একরাশ জীবন সজীব আগামীর গল্প লেখা সুধা সঞ্জীবনী
০৫ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:১৯
লেখক বলেছেন: অপূর্ব! অপূর্ব! মুগ্ধতায় ভাষা হারিয়ে ফেললাম। অনেক সুন্দর লিখেছেন।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:৫৪

লেখক বলেছেন: দুঃখিত' বলা ছাড়া আর কিছু বলতে পারলাম না বলে দুঃখিত:(:(:(
মুছে ফেলুন


২৭. ১৭ ই মে, ২০১০ রাত ১১:৩২

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: বাদশা আমারে গোনায় ধর্লেন্না :( :| :(( :(( :(( /:)

এই লিংকের ২নাম্বার কমেন্ট খেয়াল করেন :-0 :``>> :``>>
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:৫৬

লেখক বলেছেন: ধূর মিয়া, আপনি তো আমার এই পোস্ট থেকে কমেন্ট চুরি করে আমার আরেক পোস্টে ছাড়ছেন:):) আপনাকে মাইনাস-
মুছে ফেলুন


২৮. ১৭ ই মে, ২০১০ রাত ১১:৩৪

এরশাদ বাদশা বলেছেন: @ বিদ্রোহী - কার কথা বলছেন? আপনি তো কোবতে লেখেন না!!!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:৫৮

লেখক বলেছেন: কে নাকি বাদ পড়েছে!!!!!!!!!!:):)
মুছে ফেলুন


২৯. ১৭ ই মে, ২০১০ রাত ১১:৩৪

গুরুজী বলেছেন: আমি বুঝবার পারছি, কিন্তু কমু না।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১২:১০

লেখক বলেছেন: আপনি খুব বিচক্ষণ, গুরুজি:):)
মুছে ফেলুন


৩০. ১৭ ই মে, ২০১০ রাত ১১:৩৬

এরশাদ বাদশা বলেছেন: @জীবু স্যার-- তালিকাটা ইন্সট্যান্টলি তৈরী করা। আমি তো বলেই দিয়েছি ব্লগাররা আপডেট করতে পারবেন। স্যারি তবুও।

আর তরতাজা কমেন্ট মাইরা লুলদের কাতারে শামিল হইতে চাহেন বাহে??

লুল হওয়া অতো সোজা না।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১২:১৪

লেখক বলেছেন: কীর্তিমানরাই লুল হতে পারেন। সবাই আবার কীর্তিমান হতে পারেন না, তাই লুল হওয়া অনেক ভাগ্যের ব্যাপার:):)
মুছে ফেলুন


৩১. ১৭ ই মে, ২০১০ রাত ১১:৩৭

বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:
----

যাক শেষমেষ কবি জাতির সামনে নিজের কমেন্টের লি;ন্ক সহ "আত্ন সমর্পন" করেছেন.......... :):):):):)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১২:১৫

লেখক বলেছেন: নাহ্‌, হয় নাই:(:(
মুছে ফেলুন


৩২. ১৭ ই মে, ২০১০ রাত ১১:৩৯

এরশাদ বাদশা বলেছেন: তালিকায় আমার পছন্দের কবিই বাদ পড়চে--- পাপী০০৭
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১২:১৬

লেখক বলেছেন: শি, আই মিন পাপী০০৭, ইজ এ গ্রেট পয়েট:):)
মুছে ফেলুন


৩৩. ১৭ ই মে, ২০১০ রাত ১১:৪১

এরশাদ বাদশা বলেছেন: @আমি মদন-- আপনে একটা প্রজেক্ট হাতে নিতে পারেন। নামটা আমিই দেই। এক্সক্লুসিভ কমেন্টস অফ লোলজ- লুলসাইক্লোপিডিয়া!!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১২:১৭

লেখক বলেছেন: ভেরি গুড আইডিয়া:):)
মুছে ফেলুন


৩৪. ১৭ ই মে, ২০১০ রাত ১১:৪৩

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

;) :#) :#) :#) :D আমাগোর সবারই ঘিলুতে গ্রে-ম্যাটারের পরিমান বাড়ানো উচিৎ। সেইসাথে চোখে দেখা ও তার ক্রিটিকাল এনাইলাইসিস বা রিজনিং-এরও।

বাদশা, ধুর মিয়া ফান্কইরা কইলাম আর আপনে সিরিয়াস হইয়া গেলেন। আমি কবি হিসাবে কখনোই জনগনের স্বীকৃতি পামুনা :( :(( :(( :((
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১২:১৯

লেখক বলেছেন: কবি হিসাবে আমার স্বীকৃতি গ্রহণ করুন:):)
মুছে ফেলুন


৩৫. ১৭ ই মে, ২০১০ রাত ১১:৫১

বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:
-

এরশাদ বাদশা বলেছেন:

@ বিদ্রোহী - কার কথা বলছেন? আপনি তো কোবতে লেখেন না!!!



--------->>

হে হে হে....., কোবতে লিখুন্যাগো মত নাম দেইখাই লুল ফালাইন্যাগো দলে আমি না....... :):):)

পোস্টে লুলীর ছবি বা প্রোপিক না দেইখা আমি একফোটা লুলও ফালাইনা.........!!!!!!!!!!!

লুল এত সস্তা না....... :):):):):)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১২:২০

লেখক বলেছেন: আপনার কবিতা পড়বার ইচ্ছা আছে:):)
মুছে ফেলুন


৩৬. ১৭ ই মে, ২০১০ রাত ১১:৫৩

পাপী ০০৭ বলেছেন: আল্লায় বাঁচায়ছে।আমি কমেন্টাই নাই।

তয় সবুজাফারে খেয়ালে রাখপানে।

@বাদশা ভাই.. মোডা কালো কইরা নাম কওনে লইজ্জা পাইলাম।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১২:২৯

লেখক বলেছেন: হয় নাই:):)
মুছে ফেলুন


৩৭. ১৭ ই মে, ২০১০ রাত ১১:৫৭

ড্র্রাকুলা বলেছেন: আহা...বেচারা...:P
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১২:২৯

লেখক বলেছেন: আহা:(:(
মুছে ফেলুন


৩৮. ১৭ ই মে, ২০১০ রাত ১১:৫৭

অয়ন031 বলেছেন: ভাগ্যিস আপনি মেয়ে হন নাই । হইলে আজ হয়তো তাহার সহিত মোবাইলে বা ডেটিং এ ব্যস্ত থাকিতেন, কিম্বা তাহার আশায় সাজিয়া গুজিয়া জানালায় বসিয়া দিন গুজরান করিতেন,আর জাতি অনেক ভাল ভাল কবিতা হইতে বঞ্চিত হইত।আপনি লিখিয়া যান।দুষ্ট লোকের মিষ্ট কথায় ভুলিবেননা।আপনার কবিতা অতিশয় সুন্দর হইতেছে। জাতির মনে আজ বড় ভয় পাছে আপনি যে পুরুষ তাহা নিজেই ভুলিয়া যান, কবিদের যা ভুলো মন!!!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১২:৩২

লেখক বলেছেন: হা হা হা হা হা। হাসতে হাসতে পাগল হয়ে গেলাম:):)
মুছে ফেলুন


৩৯. ১৮ ই মে, ২০১০ রাত ১২:০০

এরশাদ বাদশা বলেছেন: পোস্টে লুলীর ছবি বা প্রোপিক না দেইখা আমি একফোটা লুলও ফালাইনা.........!!!!!!!!!!!

মিঞা, আপনেই তো সস্তা। লুল ধরার কমন ফাঁদ তো ওইটাই। সাইয়া ব্লগাররা চকচইক্যা একখান মাইয়ার ফটুক লাগায়া দ্যায়, আর ওমনি কুবিরা কুবিতা রচনা কর্তে থাহেন। প্রশংসার জোয়ারে ভাসায়া দ্যান। ;) ;)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১২:৩৩

লেখক বলেছেন: ছবি দেখলেই নতুন কবিতা প্রসব হয়:)
মুছে ফেলুন


৪০. ১৮ ই মে, ২০১০ রাত ১২:৩০

ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: হি হি হি।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১২:৩৩

লেখক বলেছেন: হাহাহাহাহাহা
মুছে ফেলুন


৪১. ১৮ ই মে, ২০১০ রাত ১২:৪০

এরশাদ বাদশা বলেছেন: হামা কইলো, আপনে বলে ফিফা???
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৪

লেখক বলেছেন: ফিফা মানে বুঝলাম না:(:(:(
মুছে ফেলুন


৪২. ১৮ ই মে, ২০১০ রাত ১২:৪৫

বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:


-

লেখক বলেছেন: আপনার কবিতা পড়বার ইচ্ছা আছে....।



-------->> কোবতে টোবতে দিয়া প্যান প্যানানি করার পুলা আমি না|

আমার নীতি ডাইরেক্ট একশন......!!

ধর তক্তা মারমু পেরেক........... :):):)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৫০

লেখক বলেছেন: ডাইরেক্ট এ্যাকশন আমিও চিরকাল ভালোবাসি:):)
মুছে ফেলুন


৪৩. ১৮ ই মে, ২০১০ রাত ১২:৪৬

পাপী ০০৭ বলেছেন: সবুজাফা,আমি শী হইলাম ক্যামনে?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: আপু:):):) শী হওয়া কোনো ব্যাপার না:):)
মুছে ফেলুন


৪৪. ১৮ ই মে, ২০১০ রাত ১২:৫৩

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: @বাদশা, কে কারে চেনে ;)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৫৩

লেখক বলেছেন: আমি চিনি গো চিনি তাহারে:):):)
মুছে ফেলুন


৪৫. ১৮ ই মে, ২০১০ রাত ১২:৫৫

এরশাদ বাদশা বলেছেন: @জীবু- কতা হাচা। যেমন আপনেরে আমরা অহনো চিনবার পার্লাম না। কি সুন্দর দুইটা কাম একলগে চালাইতেছেন!!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৫৩

লেখক বলেছেন: কনফিউশনে পড়ে গেলাম যে!!!!:):):)
মুছে ফেলুন


৪৬. ১৮ ই মে, ২০১০ রাত ১:৩৫

শেখ আমিনুল ইসলাম বলেছেন: জীবনানন্দদাশের ছায়া বলেছেন: কে সে!! জাতি জানতে চাইতে পারে.........
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৫৫

লেখক বলেছেন: জাতি তাঁকে কিভাবে চিনবে, পরিচয় না জানালে?:):):)
মুছে ফেলুন


৪৭. ১৮ ই মে, ২০১০ রাত ১:৪৫

দ্যা ডক্টর বলেছেন: ক্যামেরা, ল্যান্স/ এইসটিসি টাচ/ আইফোন চাইয়া দেখতেন....
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৫৬

লেখক বলেছেন: দারুণ আইডিয়া তো!!!!:):):)
মুছে ফেলুন


৪৮. ১৮ ই মে, ২০১০ রাত ৩:৫৮

টানজিমা বলেছেন:
খাইছে আমারে........এইবার বুঝি ধরাই খাইলাম.....:(:( :P
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: পালাবার পথ নাই:(:(:(:(:(
মুছে ফেলুন


৪৯. ১৮ ই মে, ২০১০ ভোর ৪:০০

শাওন ইমতিয়াজ বলেছেন: :D :D :D
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৫৮

লেখক বলেছেন: ;););)
মুছে ফেলুন


৫০. ১৮ ই মে, ২০১০ সকাল ১০:৩৪

সান্তনু অাহেমদ বলেছেন: এটাই সমস্যা। তাড়নার নাগপাশ থেকে আমরা বেরুতে পারি না। ফলে, কবিতায় আমি, তুমি, তুমি, আমিতে ঘুরে ফিরেই আমাদের বিচরণ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ৮:০০

লেখক বলেছেন: যতো গভীর দর্শনই হোক, আমি-তুমি ছাড়া কোনো কবিতাই হয় না:):):) সেটা অবশ্য অন্য প্রসঙ্গ:):)
মুছে ফেলুন


৫১. ১৮ ই মে, ২০১০ বিকাল ৪:২৪

এরশাদ বাদশা বলেছেন: আরো একজন কবির নাম লিস্টে অ্যাড হইবো। কানাডার কবি-- আশরাফ মাহমুদ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ৮:১০

লেখক বলেছেন: আমার মতে, ব্লগের সবচেয়ে প্রতিভাবান ও শক্তিধর কবি তিনি। আমি তাঁর কবিতার ফ্যান।
মুছে ফেলুন


৫২. ১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৯

অপ্‌সরা বলেছেন: আমাকেও কবি বানিয়ে দিলো ????

হাসছি পোস্ট পড়ে ভাইয়া।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ৮:১৬

লেখক বলেছেন: আপনার কোনো কবিতা বা ছড়িতা পড়েছি বলে মনে পড়ে না:):):) তবে আপনার গানের হাত খুব মজবুত, তা বলা যায়:):)


চিআচিপচিনি কাএকাতো হাঅহাসহাতহার্ক রাকেরান?
:):):):)
মুছে ফেলুন


৫৩. ১৮ ই মে, ২০১০ রাত ১০:০০

ডলুপূত্র বলেছেন: সম্ভবত ইনি??????

বৈরী হাওয়া বলেছেন: খুবই চমৎকার কবিতা। পড়ে আরাম পেলাম। ভালো থাকবেন।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১০:১৩

লেখক বলেছেন: বৈরী হাওয়া আবার কে?:):)
মুছে ফেলুন


৫৪. ১৮ ই মে, ২০১০ রাত ১০:১৫

এরশাদ বাদশা বলেছেন: ফিফা হইলো বিশ্ব ফুটবলের পরিচালক সংস্থা।

আশ্চর্য, আপনে এইটাও জানেন না?? :P :P ;)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১০:৩৫

লেখক বলেছেন: আপনি আমার জ্ঞানের পরিধি অনেকখানি বাড়িয়ে দিলেন। বিশাল পুকুরের পাড়ে দাঁড়িয়ে মনে হচ্ছে, আজও আমি মাত্র এক বালতি পানির সমান জ্ঞান আহরণ করতে পারি নি। আপনাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না:):)


মুছে ফেলুন


৫৫. ১৮ ই মে, ২০১০ রাত ১০:৩১

আমি ছাড়া সবাই ভাল বলেছেন: প্রাক্তন আফুনি :) লুলুগো পিছনে এমতে লাগলেন কেনু?

এই অধমও লুলুগো পিছনে আছি বহুত দিন ধইরা

গরীবখানায় দাওয়ান না দিয়া পারলাম না ;)

Click This Link
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১০:৩৭

লেখক বলেছেন: আপু:) আমি লুলদের পেছনে লাগি নি, কেবল তাঁদেরকে একটু উৎসাহ দিচ্ছি, এই আর কী:):)
মুছে ফেলুন


৫৬. ১৮ ই মে, ২০১০ রাত ১০:৩৭

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

ব্যাপারস না ! এইটাতো আদিকাল থেইকা হইয়া আসতেছে ! মানে ব্লগের আদিকাল ! :)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১০:৪০

লেখক বলেছেন: জি আপু:) এটা মোটেও কোনো ব্যাপারস না:):) আর এ ব্যাপারটা ছাড়া তো অন্য কোনো ব্যাপারসও থাকতে পারে না, তাই না আপু? :):):)
মুছে ফেলুন


৫৭. ১৮ ই মে, ২০১০ রাত ১০:৫৭

শামীম শরীফ সুষম বলেছেন: ধরি ,

বাংলাদেশের কাকের সংখ্যা x
তাহলে কবির সংখ্যা = x+y

লুল কবির সংখ্যা = 3x(x+y)

সেই কবি , z = ?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১১:০০

লেখক বলেছেন: ওটা বের করার পবিত্র দায়িত্ব আপনাকে দিলাম:):)
মুছে ফেলুন


৫৮. ১৮ ই মে, ২০১০ রাত ১০:৫৮

নতুনছেলে বলেছেন: আপনার কমেন্টের স্টাইল দেখলেই বুজা যায় আপনি আপু না ভাইয়া । আঙ্কেল বা আন্টিও হতে পারেন :P :P । আর যদি আপনি ভাইয়া বা আঙ্কেল হয়ে থাকেন তবে আপনার মাঝে আপু বা আন্টির গুণাবলী রয়েছে যা আপনার কমেন্ট স্টাইল দেখলে বুজা যায়।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১১:০৩

লেখক বলেছেন: আপু, প্রথমে বললেন আমার কমেন্টের স্টাইল দেখলেই বোঝা যায় আমি আপু না, ভাইয়া। শেষ বাক্যে বললেন, আর যদি আপনি ভাইয়া বা আঙ্কেল হয়ে থাকেন তবে আপনার মাঝে আপু বা আন্টির গুণাবলী রয়েছে যা আপনার কমেন্ট স্টাইল দেখলে বুজা যায়। দুটি বাক্য পরস্পরবিরোধী লিখে ফেললেন যে:):):)

যাক, আমাকে নিয়ে গবেষণা হচ্ছে দেখে ভালো লাগলো।
মুছে ফেলুন


৫৯. ১৮ ই মে, ২০১০ রাত ১১:০২

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: এত তেনা পেচাইতেছেন ক্যান?

কাউরে বেইজ্জতি করতে চাইলে কইরা ফালান। আপ্নেরে তো কেউ বাইন্ধা রাখে নাই। অযথা অরুচিকর একটা বিষয় নিয়া তেনা প্যাচানি ভাল্লাগে না।

আর এতই যখন খারাপ লাগে তারে ব্লক করেন নাই ক্যান?
অথবা আপ্নের মনের কথা তারে ডাইরেক্ট কইলেই পারতেন। তা ন কইরা আলাদা পুস্ট দিয়া মাইনষেরে বেইজ্জতি করার চেষ্টা করতাছেন।

আপ্নের মানসিকতা ভালো লাগল না।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১১:০৮

লেখক বলেছেন: ওয়াও:):):) গট ইয়্যু আউট অব হেড:):) প্লিজ লার্ন সাম হিউমার:( ইয়্যু আর ফার এ ব্যাকবেঞ্চার, ম্যান:):)
মুছে ফেলুন


৬০. ১৮ ই মে, ২০১০ রাত ১১:০৫

এরশাদ বাদশা বলেছেন: @দূরন্ত- মন্তব্যের সংখ্যা ২০০র ঘর পেরুলেই তিনি ওই কবির নাম প্রকাশ করবনে, তার আগে নয়।

হামা তো এই আপ্পিরে ফিফা কয়!!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১১:১২

লেখক বলেছেন: আরে ধূর, আপনি কী যে বলেন, আপু:):)
মুছে ফেলুন


৬১. ১৮ ই মে, ২০১০ রাত ১১:০৮

স্পেলবাইন্ডার বলেছেন:

দুরন্ত স্বপ্নচারীর উপরের কমেন্টের সাথে একমত।

@ লেখক

আপনার নিজের চেহারা আগে আয়নায় দেখেন।
অযথা একটা ফালতু বিষয় নিয়ে তেনা প‌্যাচানো দেখলে বিরক্ত লাগে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৬২. ১৮ ই মে, ২০১০ রাত ১১:১২

নতুনছেলে বলেছেন: আপনার কমেন্টের স্টাইল দেখলেই বুজা যায় আপনি আপু না ভাইয়া ।
তার মানে হল আপনি আপু।

আর যদি আপনি ভাইয়া হয়ে থাকেন তবে আপনার মাঝে আপু বা আন্টির গুণাবলী রয়েছে যা আপনার কমেন্ট স্টাইল দেখলে বুজা যায়।
বাইচান্স আমার যদি ভুল হয়েও থকে যে আপনি ভাইয়া সে ক্ষেত্রে লাস্টের লাইনটি প্রযোজ্য

এখানে তো পরস্পর বিরোধী কিছু দেখছি না ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১১:১৪

লেখক বলেছেন: ওকে ওকে:):) কাল বলবো:)
মুছে ফেলুন


১৯ শে মে, ২০১০ সকাল ৯:১২

লেখক বলেছেন: আপনার কমেন্টের স্টাইল দেখলেই বুজা যায় আপনি আপু না ভাইয়া ।
তার মানে হল আপনি আপু। তার মানে হল আপনি আপু। ... এমন কথা আগুনেও ভিজে না, পানিতেও পোড়ে না:):):) আপনি বলছেন, আমার কমেন্ট দেখলেই বোঝা যায় আমি একজন পুরুষ মানুষ (ভাইয়া); কমেন্টের পুরুষালি বৈশিষ্ট্য দেখেই আপনার এ ধারণা হয়েছে; আর যদি আপনি ভাইয়া হয়ে থাকেন তবে আপনার মাঝে আপু বা আন্টির গুণাবলী রয়েছে যা আপনার কমেন্ট স্টাইল দেখলে বুজা যায়। এ ফুলিশ স্টেটমেন্ট!!! পুরুষালি গুণাবলি দেখে আমাকে ভাইয়া ঠাওরালেন, আবার ভাইয়া হয়ে থাকলে তাতে মেয়েলি গুণাবলি কিভাবে আসে? কথা একটু বুঝেশুনে বলা উচিৎ না, কী বলেন, ম্যাডাম?
মুছে ফেলুন


৬৩. ১৮ ই মে, ২০১০ রাত ১১:১৭

এরশাদ বাদশা বলেছেন: আগে ১টা মাইনসাও ছিলোনা। এখন অলরেডি ৪ টা হয়ে গেছে। সহৃদয় ব্লগাররা নেক নেজর দিলে আরো বাড়তে থাকবো। আর ত্যানা না প্যাচাইয়া বইলা দ্যান। আর নাইলে অফ যান।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১১:২০

লেখক বলেছেন: বাদশা ভাই, ত্যানা পেঁচালাম কোথায়? কেউ যদি মাইনাস দিয়ে শান্তি পায়, দিক না:):) শান্তি গ্রহণের কতো পদ্ধতি আছে:):)
মুছে ফেলুন


৬৪. ১৯ শে মে, ২০১০ রাত ১২:৩৪

উন মানুষ বলেছেন: জীবনে আপনি কোনদিন লুল ফেলেন নি? কোনদিন না? কারো অজান্তেও না?

আপনি জীবনে যত পাপ করছেন গোপনে (একবার নিজের দিকে তাকায় দেখেন), সেই সব অপ্রকাশিত পাপ নিয়ে আপনারে কেউ ঝুলাইলে তখন কেমন লাগবে আপনার?

আমি পাপীর পক্ষে না। কিন্তু তাই বলে "কইয়া দিলাম" "কইয়া দিলাম" টাইপ আচরন করে ব্লাকমেইলিং এর পক্ষেও না। আপনি স্ট্রেইট বলেন আপনার অভিযোগ কি? তাইলেই তো হয়।

এইটা এমন কোন বিষয় না যে আপনি এইভাবে ব্যাপারটা প্রকাশ করবেন। লুল ধরার মহান দায়িত্ব বিধাতা আপনারে দিছে আপনি সাইয়্যাগিরি করে আপনার দায়িত্ব পালন করেন। আপনারে এই মহান দায়িত্ব পালনএ কেউ আটকাইতাছে না। বাট এই ম্যাটার নিয়ে রিপোস্টও মারতে হয়?

বুঝলাম না। আপনি কি তারে ব্লাকমেইল করে কিছু আদায় এর ট্রাই করছেন? তাই তো মনে হচ্ছে।

মাইনাস। ও রিপোর্টেড।

কারনঃ ব্লাকমেইলিং এর প্রচেষ্টা।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ রাত ১২:৩৯

লেখক বলেছেন: আমি কোন্‌ কমেন্টে ঐ কবির নাম বলতে চেয়েছি? তাঁর নাম বলা গেলে তো শুরুতেই বলতাম:):)
মুছে ফেলুন


৬৫. ১৯ শে মে, ২০১০ রাত ১২:৫০

উন মানুষ বলেছেন: তাই? ৫,৬,১৪,১৫,২৩ নং কমেন্টে তাহলে আপনি কি করেছেন? আপনি নাম যদি নাই বলবেন হিন্টস কেন দিচ্ছেন?

বুঝলাম। এটা তাহলে তাকে একটা ভয় দেখানোর চেষ্টা। "বললাম" "এই বলে দিলাম" "বলে দিলাম কিন্তু" ................... এই টাইপ এর। নাকি?

আপনি বলেছেন, "তাঁর নাম বলা গেলে তো শুরুতেই বলতাম"। ওকে। নাইস। আপনি তার নাম বলবেন না। মেনে নিলাম।

তাহলে আপনি এই পোস্ট রিপোস্টও করছেন কেন? তাহলে তো আমার ধারনাই ঠিক, আপনি তাকে ভয় দেখিয়ে ব্লাকমেইল করার ট্রাই করছেন।


অফটপিকঃ একজন ছেলে তার বান্ধবীর সাথে প্রেমের অভিনয় করে গোপন মুহুর্তের ছবি ধারন করে তাকেও নিশ্চয়ই এইভাবে ব্লাকমেইল করে, "বললাম" "এই বলে দিলাম" "বলে দিলাম কিন্তু" ---- এই জাতীয় ভাষায়।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ রাত ১২:৫৪

লেখক বলেছেন: আপনার সেন্‌স অব হিউমার খুব উঁচু মানের:)
মুছে ফেলুন


৬৬. ১৯ শে মে, ২০১০ রাত ১২:৫৩

নাজমুল আহমেদ বলেছেন: বালছাল লইয়া এত ত্যানা না প্যাচাইলেও চলে
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ রাত ১২:৫৪

লেখক বলেছেন: হ্যালো কবি, কেমন আছেন? :):)
মুছে ফেলুন


৬৭. ১৯ শে মে, ২০১০ রাত ১:০১

নাজমুল আহমেদ বলেছেন: আপ্নি ভুল নাম্বারে ডায়াল করেছেন। অনুগ্রহ পূর্বক সঠিক নাম্বার জেনে আবার ডায়াল করুন
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ সকাল ৯:৩৬

লেখক বলেছেন: সব লোকেই কবি; ভুল নাম্বারটাও একজন কবির নাম্বারই বটে:)
মুছে ফেলুন


৬৮. ১৯ শে মে, ২০১০ রাত ২:০২

টানজিমা বলেছেন: চিআচিপচিনি কাএকাতো হাঅহাসহাতহার্ক রাকেরান? :|
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ সকাল ৯:৩৭

লেখক বলেছেন: হাহাহাহাহাহাহা
মুছে ফেলুন


৬৯. ১৯ শে মে, ২০১০ রাত ২:১২

জিকসেস বলেছেন: ও এইটা পোলা। এইখানে তাইলে আর কাম নাই।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ সকাল ৯:৩৭

লেখক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
মুছে ফেলুন


৭০. ১৯ শে মে, ২০১০ রাত ৩:৪১

উন মানুষ বলেছেন: @তানজিমাঃ আপনি এত অসতর্ক কেন? ;) ;)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ সকাল ৯:৩৮

লেখক বলেছেন: পথেঘাটে চলার কালে সতর্কতাই আপনাকে নিরাপত্তা দেবে। তাই সতর্ক থাকুন:):)
মুছে ফেলুন


৭১. ১৯ শে মে, ২০১০ ভোর ৪:১৭

অ্যামাটার বলেছেন: @নাহিদ ভাইঃ কূল। দেয়ার'জ নাথিং টু বি সো সিরিয়াস। মজা লাগতেছে:)
@বাদশা ভাই, রণক্লান্ত, জীবনানন্দ; আমি কিন্তু সিরিয়াস। লেখকরে অনুরোধ করি, ব্রেইন স্টর্মিং কোনও একটা হিন্ট দিতে, আপনাগো আগেই ধরতে পারব, আশা রাখি।

উপরে কমেন্টকারীদের মাঝে একজনের কিন্তু এই ব্যারাম টা আছে, তিনি চোরের মন পুলিশ পুলিশ বইলা একটা কঠোর কিন্তু সন্ত্রস্থ মন্তব্য করে গেছেন। হিন্টঃ এই পোষ্টে তার একটাই মন্তব্য, অবশ্য কখনও কখনও একাই গোটা পঞ্চাশেক মন্তব্য করেন;)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ সকাল ৯:৪৪

লেখক বলেছেন: কিছু হিন্ট : তিনি লুলকবি হিসাবে পরিচিত নন; তাঁর অতোটা পরিচিতিও নেই ব্লগে; তবে সাধারণের চেয়ে একটু ভালো কবিতা লেখেন, এবং কবিতাগুলো মিনমিনে, অর্থাৎ কোনো বৈচিত্র্য নেই, তাঁর সব কবিতাই একই কবিতা মনে হয়।

কিন্তু স্বভাবদোষেই মনে হয় তিনি আমাকে নারী ঠাওরে অন্তরঙ্গ হতে চেয়েছিলেন। যেসব কবিতায় তিনি কমেন্ট করেছিলেন আমি 'নারী' থাকা অবস্থায়, পরে তার চেয়ে ভালো কবিতায়ও তাঁকে আর দেখা যায় নি:):)

এবার খুঁজে নিন:):):)

কঠিন না কাজটা?
মুছে ফেলুন


৭২. ১৯ শে মে, ২০১০ ভোর ৪:৩৬

এরশাদ বাদশা বলেছেন: @অ্যামাটার- ধূরো ভাই, শেষ রাইতে আসছেন আবার খুচাইতে!!!!

আপনি কাকে মিন করছেন ধরতে পারিনাই। কারো নাম নিতে চাইনা, বইলা দ্যান। নাকি আপনিও পোস্ট দাতার মতো ড্রামা করবেন?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ সকাল ৯:৪৫

লেখক বলেছেন: কুল কুল কুল:):):)
মুছে ফেলুন


৭৩. ১৯ শে মে, ২০১০ ভোর ৪:৪৯

অ্যামাটার বলেছেন: ওকে বাদশা ভাই, ড্রামা না। একটা মন্তব্য তো আমারও আছে, তাইলে আমি নিজেই:)

যাকগা, আমি কিন্তুক এই আসলেই চোর ধরার ব্যাপারে হালকা সিরিকাস। লেখক কিছু হিন্ট দিতে পারে;
১) তার নিক টা কি ছদ্ম নামের, নাকি আকিকা করানো?
২) তিনি কি ইতিপূর্বে লুল অভিযোগে ব্যাপক কিংবা স্বল্প মাত্রায় আলোচিত/নিন্দিত?
৩) তার নিকের বয়েস কত? দুই বছরের বেশী না কম?

আমার প্রাথমিক সন্দেহের তালিকায় তাবৎ আদম সন্তান আছে, কেবল তিনজনেরে রাখছি না।,
১) দরিদ্র ইলিয়াস, ২) কালপুরুষ দা ৩) আপনি যেটা বললেন, আশরাফ ভাই।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: হিন্ট আগেই দিয়েছি। তবে আপনার লিস্টের কবিরা সবাই আমার খুব প্রিয়।
মুছে ফেলুন


৭৪. ১৯ শে মে, ২০১০ ভোর ৪:৫৩

এরশাদ বাদশা বলেছেন: এই সবুজ অঙ্গনরে হিন্টস দিতে বললে আরো দুইদিন পিছাইবো ডেইট। দরকার নাই হিন্টস এর। সরাসরি কইলে কইবো, নাইলে নাই।

জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ সকাল ৯:৪৭

লেখক বলেছেন: হিন্টস দিয়েছি। গেস করুন এখন।
মুছে ফেলুন


৭৫. ১৯ শে মে, ২০১০ ভোর ৪:৫৬

এরশাদ বাদশা বলেছেন: আর আমি আশরাফ ভাইয়ের নাম কইছি সেটা আপনেরে কে বললো। উপরে ব্লগের কবিদের একটা তালিকা দিছিলাম। সেইটাতে আশরাফ ভাই বাদ পড়ছিলেন। তাই তার নাম যোগ করতে বলছিলাম।

আর আমি আপ্পির ব্লগ ঘুরছি আইজ। নাম বাইর করার লাইগ্যা। একটা মন্তব্যই পাইছি উল্লেখ করার মতো। কিন্তু সেইটা লুল হিসেবে ধরা যায়না। এই আপ্পি যেমন কইলো- বিনয়ে গদগদ হইয়া মন্তব্য, সেরম কিছুনা। ওইডা কালপুরুষদার মন্তব্য।

জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: খামোখাই ঘুরলেন:( এবং ঘুরবেন যে অনকেই সেটা জানতাম, তাই ওটা আর ওপেন রাখা হয় নি:(:(:(
মুছে ফেলুন


৭৬. ১৯ শে মে, ২০১০ ভোর ৫:০০

অ্যামাটার বলেছেন: ওপস...ভুল বোঝাবুঝি। কিন্তু এখন তো মনে হইতেছে আপ্পিই ব্লাইন্ড খেলতেছেB:-)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: নাহ্‌:(
মুছে ফেলুন


৭৭. ১৯ শে মে, ২০১০ ভোর ৫:০১

এরশাদ বাদশা বলেছেন: হামা বললো- আপ্পি নাকি ফিফা!!! @ অ্যামাটার ;)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ সকাল ১১:০৯

লেখক বলেছেন: এটা অবশ্য আমার জানা নাই:)
মুছে ফেলুন


৭৮. ১৯ শে মে, ২০১০ ভোর ৫:২৫

কঠিনলজিক বলেছেন: একটা কথা কই এই নিরীহ পোস্ট হিট হইল কেলা? লুলের খোঁজে নাকি সকল সাধুর অন্তরে ঘুমিয়ে আছে তার লুলা ?
আমিই বা কেন আইলাম ?
বড়ই চিন্তার বিষয় B:-)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ সকাল ১১:১৯

লেখক বলেছেন: চিন্তায় ফেলে দিলেন:(
মুছে ফেলুন


৭৯. ১৯ শে মে, ২০১০ সকাল ১১:০০

সবাক বলেছেন:
বিশ্বাস করেন দাদা, ওই কবি আমি না :(
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ সকাল ১১:২১

লেখক বলেছেন: আমিও শতভাগ নিশ্চিত এ ব্যাপারে:):)
মুছে ফেলুন


৮০. ১৯ শে মে, ২০১০ সকাল ১১:০৯

ডট কম ০০৯ বলেছেন: সকল কবিদেরকে আপনি কাঠগড়ায় দাড় করাইয়া খুব মজা লইতাছেন পোলা না মাইয়া সেইডা সেক্স এর সময় দরকার তাছাড়া তো লাগে না।

ফটাফট কবির নাম বলেন
নইলে চুপ থাকেন।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ সকাল ১১:২৫

লেখক বলেছেন: সকল কবিই কি ছেলেদের ব্লগ না পড়ে কেবল মেয়েদের ব্লগ পড়েন? :):):):) আপনাকে তো সবার ব্লগই পড়তে দেখি:):) যাঁর কথা বলেছি তিনি আমাকে যদ্দিন মেয়ে ভাবতেন ততোদিন আমার কবিতা পড়তেন, ছেলে জেনে ফেলার পর কেবল গতকাল এসে এই পোস্টটা দেখে লজ্জা পেয়ে নীরবে চলে গেছেন, কোনো মন্তব্য না রেখেই:):) আর, তাঁকে অনলাইন দেখলেই কেবল হাসি পায়:):):)
মুছে ফেলুন


৮১. ১৯ শে মে, ২০১০ সকাল ১১:১২

তাজা কলম বলেছেন: ব্লগীয় লুল নিয়ে মাঠ পর্যায়ে গবেষণা হওয়া জরুরী। আমি একবার শুরু করেছিলাম, সময়াভাবে শেষ করতে পারিনি। পড়ে দেখতে পারেন-

লুল-এর উৎস অনুসন্ধানে-
Click This Link
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: হাহাহাহাহা:):) জনাব, ওটা আমি যথাসময়ে পড়ে মন্তব্যও করেছিলাম:):)

যিনি নারীপুরুষ সবার ব্লগেই নিরপেক্ষভাবে মন্তব্য করেন সমান হারে, তিনি একজন ব্যালানস্‌ড ব্লগার।

যিনি যিনি নারীপুরুষ সবার ব্লগেই মন্তব্য করেন, তবে নারীদের ছাইভষ্ম লেখাকেও অতি উচ্চমার্গের লেখা বলে ড্রামের পর ড্রাম তেল ঢালতে থাকেন, অথচ পুরুষ ব্লগারের লেখায় মাইনাস সহ নেগেটিভ কমেন্ট করেন, তিনি একজন সাধারণ লুল।


যিনি কেবল নারী ব্লগারের ব্লগেই ঘোরাঘুরি করেন, মন্তব্য করেন, এবং নারীদের ছাইভষ্ম লেখাকেও অতি উচ্চমার্গের লেখা বলে ড্রামের পর ড্রাম তেল ঢালতে থাকেন, তিনি একজন চরম লুল।

যিনি কেবল নারী ব্লগারের ব্লগেই ঘোরাঘুরি করেন, মন্তব্য করেন, তবে নারীদের ছাইভষ্ম লেখাকে যেমন ছাইভষ্ম বলতে দ্বিধাবোধ করেন না, আবার ভালো লেখারও মূল্যায়ন করেন, তিনি একজন সাহসী লুল।

আরও নানা ধরণের লুল থেকে থাকবেন:)

এবার নিজের পরিচয় খুঁজে দেখা যাক:):):)
মুছে ফেলুন


৮২. ১৯ শে মে, ২০১০ দুপুর ১২:১০

অলস ছেলে বলেছেন: হ আপনি জিতসেন। জাতীয় লুল কমিটি আপনাকে ২০১০ এর সেরা লুলসার্চার পুরস্কার দিবে। এত ত্যানা পেচানি দেখে অতিষ্ঠ হয়ে মনে হলো বলি, লুলাইলে সমস্যা কি? মেয়ে হলে এদিকে আসেন আর পুলা হলে ঐদিকে যান। যেইনা বাহারি সব কবিতা, বিরল দুই একজন ছাড়া কাকের পালের বাকি সবের ধান্দা ঐ এক জায়াগতেই, ফক্সহোল।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: যেইনা বাহারি সব কবিতা, বিরল দুই একজন ছাড়া কাকের পালের বাকি সবের ধান্দা ঐ এক জায়াগতেই, ফক্সহোল।

এর চেয়ে বিশুদ্ধ কথা আর হওয়া সম্ভব না:)
মুছে ফেলুন


৮৩. ১৯ শে মে, ২০১০ দুপুর ১২:১৬

ইসমাঈলভাই বলেছেন: ওহে কবি, আপনি বরং রম্য লিখুন,,, ভালো করবেন। আত্ম প্রচার করার নতুন পদ্ধতি ভালোই লাগল। আমরা লুল কবিকেও চিনতে পারিনি... বরঞ্চ আপনার মত জেন্ডার কনফিউজড্ হয়ে যাচ্ছি।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: কেমন আছেন ইসমাঈল ভাই? কথা হয় না অনেক দিন:( ভুলে গেছেন?:(
মুছে ফেলুন


৮৪. ১৯ শে মে, ২০১০ দুপুর ১২:২৫

রেজোওয়ানা বলেছেন: এই পোষ্ট টা এর আগেও দিয়েছিলানে দেখছি /:) :|
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ দুপুর ১২:৩০

লেখক বলেছেন: কোথায়? :(
মুছে ফেলুন


৮৫. ১৯ শে মে, ২০১০ দুপুর ১২:৪৪

তেলাপোকা বলেছেন:
দেখেন ভাই, আমরা কম বেশি সবাই লুল। পুরুষরা লুল না হইয়া পারে? সে বউয়ের লগে লুলামী কিংবা গার্ল ফ্রেন্ডের লগে!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: হাহাহাহাহা:) খাসা বলেছেন:):)
মুছে ফেলুন


৮৬. ১৯ শে মে, ২০১০ দুপুর ১:১৩

ফাহাদ চৌধুরী বলেছেন: পাপী ০০৭ বলেছেন: কেডায় আফা?;)

=========================

লেখক বলেছেন: আমি যখন লগ-ইন করি, তিনি তখন অনলাইন ছিলেন। ধারণা করা যায় যে তিনি লগ্‌ড-আউট হয়ে আমার ব্লগে দেয়া তাঁর মন্তব্যগুলো খুঁজে খুঁজে এরূপ ভণ্ডামি কোথায় করেছেন তা বের করার চেষ্টা করছেন এখন:):):)

;) ;) ;)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৮৭. ১৯ শে মে, ২০১০ দুপুর ১:৪০

উন মানুষ বলেছেন: লেখক, ভেবেছিলাম মন্তব্য করব না আর কিন্তু স্পেল বাইন্ডার নামক এক ব্লগারকে ব্লক করেছেন আপনি, এটা জেনে আরেকবার ঢুকতে হল আপনার এই অসাধারন ব্লগটিতে।

আপনি মোট পোস্ট করেছেন ২৩টি। এর মধ্যে ১১ টিরই হিট ১০০ এর নিচে, ৭টির হিট ২০০ এর নিচে।

আপনার লেখা পড়ে বুঝলাম, আপনি মূলত কবিতা লিখেন ব্লকে। আপনার ২৩টি পোস্টের ১১টি কবিতা। যার ১০০ এর নিচে হিট ৮টিতে, ২০০ এর নিচে হিট ৩টিতে।

আপনার সবচাইতে হিট লেখা, বর্তমান পোস্ট। বিষয়বস্তঃ "এক ব্লগীয় কবির কথা, যিনি ভেবেছিলেন আমি একটা মেয়ে, আর আমার কবিতায় বিনয়-গদগদ মন্তব্য করেছিলেন" । হিট সংখ্যাঃ ৯৮০

পরবর্তী হিট লেখাঃ "মেয়েদের ব্লগে আমার বিনয় ঝরে পড়ে; মন্তব্য প্রকাশের কিছু ধরণ"। হিট সংখ্যাঃ ৮৮৪

উল্লেখ্য, আপনি আপনার ২৩টি পোস্টে মোট হিট পেয়েছেন, ৪৯৩৮টি। যার মধ্যে ১৮৬৪টি হিট ই এই দুটি পোস্ট এ। অর্থাৎ এই দুটি পোস্টেই আপনি হিট পেয়েছেন আপনার মোট হিটের ২৬%এরও বেশী।

অর্থাৎ, আপনি এই "লুল" টপিকটিকে আপনার হিট বাড়ানোর কৌশল হিসেবে নিয়েছেন। আপনি বুঝেছেন এই জাতীয় টপিক ছাড়া আপনার ৫০০-৬০০ হিট ছাড়ানো লেখা, লেখা সম্ভব না।

আর আমরা বলদ ব্লগাররা আপনার সেই ফাদেই পা দিয়েছি। ইনফ্যাক্ট আমি নিজেই তো সম্ভবত ১০০ এর বেশী হিট করে ফেললাম আপনার ব্লগে এত কিছু দেখতে যেয়ে।

যা হোক, ব্লগে হিট বাড়ানোর কত কৌশল ই তো আছে। আপনি না হয় নিলেন একটা। তো কি হৈছে? হিট বাড়ানোর উপায় তো একটা হতে হবে। তা সে যেভাবেই হোক।

এখন তো সন্দেহ হয় সেই যে অজানা মূলা আপনি ব্লগারদের সামনে ঝুলিয়েছেন, সেনই নিক এর মালিক আপনি নিজেই কিনা। আল্লাহই জানেন আসল কাহিনী কি!!

আমি আপনার এই জাতীয় লেখার মাধ্যমে হিট বাড়ানোর সাফল্যের উত্তরোত্তর উন্নতি কামনা করছি। এছাড়া আপনার উপায়ও মনে হয়না আছে। কিপিটআপ।

আরেকটা কথা, ৬৮নং কমেন্টে টানজিমা নামক ব্লগার সাংকেতিক ভাষায় একটা কথা বলতে চেয়েছেন, যেটি ৭০নং কমেন্টে আমি বুঝতে পেরে লিখে দিয়েছি। কথাটা আপনাকে উদ্দেশ্য করে আমার বলা না।

@অ্যামাটার............. হাসলাম বেরাদার। আর কিছু বললাম না। যা বলার আগের ২টি মন্তব্যে বলেছি। বাকিটুকু এই মন্তব্যে কমপ্লিট দিলাম।

@লেখক, দয়া করে বলবেন কি স্পেলবাইন্ডারকে কেন ব্যান করেছেন? না পিছলাইয়া উত্তরটা দেন।


জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন



Link to Somewherein Blog

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন