সোমবার, ১৬ মার্চ, ২০১৫

আজ সকালে, এই ঘোরের ভেতর আমি মরে যেতে চাই

কোনো কোনো সকালে ম্যাজিক থাকে,
চারদিক কেন এতো ভালো লাগে জানি না। একদঙ্গল ঢেউ
উথলে ওঠে বুক থেকে। বিপুল চাঙ্গা একটা বাতাসের ঝাপটা
সুড়সুড় ঢুকে পড়ে নাকের গভীরে।
অদ্ভুত একটা গন্ধ পৃথিবী জুড়ে ছাপিয়ে ওঠে, শৈশবে মায়ের বুকে
মুখ গুঁজে যে-স্বাদ পেয়েছিলাম, মনে হয়,
মোহন অদৃশ্যে কোথাও মা তার বিছানা বিছিয়ে বসে আছে
স্মিতহাস্যে। আমার কী যে ভালো লাগে, সংজ্ঞাতীত সেই ভালো লাগা।

আজ আমার সবকিছু ভালো লাগে। সবকিছু সাংঘাতিক সুন্দর।
সবগুলো মানুষের মুখ স্বর্গীয় নির্মল। যেদিকে তাকাই,
পবিত্র শুভ্রের ফুল হাস্যমুখর। আজকের দিনটা ভয়ানক সুন্দর।
অসহ্য যন্ত্রণার মতো অগুনতি সুখে
আজ আমার বুক ভরে আছে। আজ আমি প্রাণ ভরে ভালোবাসি।
আজ আমার খুলে গেছে দরাজ হৃদয়। আজ আমি প্রাণ ভরে ভালোবাসি।

এমন অবাধ্য সুখের ভেতর আজ আমার মরে যেতে সাধ হয়।
এমন সুখের মুহূর্ত জীবনে বার বার আসে না। এখন আমি ঘোরের ভেতর।
একটু পরই, কে জানে, আমার ঘোর কেটে যাবে।
বাইরে অজস্র বিস্ফোরণ, মৃতের আহাজারি।
স্বাভাবিক মৃত্যুর লিপ্সায় মানুষের আকুলতা।
ক্ষমতার কাছে মানুষ অসহায়! মসনদের মোহে পুড়ে যায় সোনার বাংলা,
দলে দলে লাশ হয় মানুষ। ক্ষমতাবানদের টনক নড়ে না।
ক্ষমতার জন্যে তো মানুষই মরবে। তা না হলে
কীভাবে হবে ক্ষমতার জয়! স্থির লক্ষ্যে অবিচল থেকে এভাবেই তাঁরা
মানুষের লাশ গোনেন, আর নিজ নিজ জিদ ও অহমিকায়
সুদৃঢ় সতেজ হন তাঁরা।

আজ আমি মরে গেলেই ভালো।
এই যে যেখানে আমি দাঁড়িয়ে আছি, একগুচ্ছ মনোরম ফুলের পাশে,
এখানে মরে যাওয়ার মতো এমন নিরাপদ মৃত্যু কার ভাগ্যে জোটে!

৮ ফেব্রুয়ারি ২০১৫






মুক্তচিন্তা, মুক্ত আলোচনা, সাম্প্রদায়িকতা এবং ধর্মান্ধতা ও কট্টরপন্থি নাস্তিকতা : প্রেক্ষাপট – অভিজিৎ রায়ের হত্যা; আমাদের করণীয়

মুক্তচিন্তা বা মুক্ত আলোচনা এবং অপরের বিশ্বাস বা অনুভূতিতে আঘাত করা বা বিদ্রূপ করা দুটি ভিন্ন বিষয়- প্রথমটা প্রগতির পথ দেখায়, দ্বিতীয়টা উস্কানি সৃষ্টি করে এবং সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ায়। আমাদের দুর্ভাগ্য যে, আমরা এ দুটোর পার্থক্য বের করতে পারি না। আরো দুর্ভাগ্য এই যে, আমরা অনেককেই মুক্তচিন্তার ধারক-বাহক হিসাবে তাঁদের নাম ইতিহাসে ক্ষোদিত করি, কিন্তু তাঁদের কীর্তিগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে তাঁরা খুব নিম্নরুচির ও হীনমন্য ছিলেন; মুক্ত আলোচনার বদলে ব্যক্তি আক্রমণই ছিল তাঁদের বড় হাতিয়ার। এমন কাউকে আমরা মুক্ত চিন্তার ধারক-বাহক, বুদ্ধিজীবী, ইত্যাদি অভিধায় অভিহিত করতে পারি না।

আমরা কেউ পর্যাপ্ত মাত্রায় সহনশীল নই। সহনশীলতা শুধু ধর্মান্ধদের পক্ষ থেকেই প্রত্যাশিত না, প্রগতিশীলদের কাছ থেকেও সমমাত্রার সহনশীলতা কাম্য; বরং প্রগতিশীলরা যদি নিজেদের ‘ধর্মানুসারীদের’ চেয়ে শ্রেয়তর মনে করেন, তাহলে তাঁদেরই হতে হবে সহনশীলতার আইডল। আমরা যখন রেগে যাচ্ছি, তখনই হেরে যাচ্ছি, আর তখনই ভুলগুলো সৃষ্টি হতে থাকে চেইন রি-এ্যাকশনের মতো। আমার মুক্তবুদ্ধি ও যুক্তিগুলো যদি কংক্রিট হয়, তাহলে আপনার বংশপরিচয় বিকৃত করার প্রয়োজন পড়বে না। বিকৃত বা অশ্লীল ভাষা ব্যবহার করলেই যে তর্কযুদ্ধে জয়লাভ ঘটে না, তা আমরা সবাই জানি। কিন্তু মুক্ত আলোচনার নামে আমরা এসব করে থাকি। এটা হলো রাগ বা ক্ষোভ প্রকাশের সূচনা। আমি রেগে গেলে আপনার মধ্যেও সেই রাগ সংক্রমিত হতে বাধ্য। ক্রোধ মানুষকে অমানুষে পরিণত করে। অমানুষের মধ্যে কোনো মানবিকতা থাকে না।

অন্য দিকে, ‘অন্ধত্ব’ শুধু ধর্মানুসারীদের জন্যই প্রযোজ্য নয়। ‘ধর্মান্ধ’ আস্তিক যেমন আছেন, তেমনি কট্টরপন্থি নাস্তিকও রয়েছেন। ধর্মানুসারীদের যেমন উচিত ‘ধর্মান্ধতা’ পরিহার করা, তেমনি নাস্তিকদেরও উচিত নাস্তিক্যের ‘অন্ধত্ব’ থেকে বেরিয়ে আসা। উভয় পক্ষেরই উচিত পরমত-সহিষ্ণুতা প্রদর্শন করা। অপরের কথা শোনা এবং বোঝার মানসিকতা থাকতে হবে। নিজের চোখ ও কান বন্ধ করে অনর্গল নিজের বক্তব্য পেশ করতে থাকলে কোনো পক্ষই আদতে বিপরীত পক্ষের বক্তব্য বুঝতে ও মূল্যায়ন করতে সক্ষম হবেন না। সর্বোপরি, ‘আমার বক্তব্যই সঠিক’, বা ‘আমিই সঠিক’- এই ‘অন্ধত্ব’ ও গোঁড়ামি থেকে উভয় পক্ষকে বেরিয়ে আসতে হবে।

সকল হত্যার সুষ্ঠু তদন্ত হোক। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কোনো হত্যাই সমর্থনযোগ্য নয়। কিন্তু পৃথিবীতে শুধু মানুষেরই বাস না, অমানুষরাও বাস করেন। এই অমানুষরা ধর্মান্ধ কিংবা তথাকথিত মুক্তচিন্তাবিদ- দু দলেই সমভাবে বিদ্যমান। এঁদের আক্রমণাত্মক মনোভাব দূর করা না গেলে ভয়াবহ খুনাখুনি বন্ধ হবে না।

আমি এখানে আরেকটা কথা বলতে চাই ‘সাম্প্রদায়িকতা’ শব্দটা সম্পর্কে। আমার মনে হয় ‘সাম্প্রদায়িকতা’ শব্দটি শুধু ধর্মানুসারীদের নির্দেশ করলে এর ব্যবহার সঠিক প্রমাণিত হবে না। যাঁরা সংঘবদ্ধভাবে, বা একত্রে, একই মত অবলম্বনের মাধ্যমে ধর্মের বিরুদ্ধে, কিংবা আস্তিকতার বিরুদ্ধে, কিংবা অন্য কোনো সম্প্রদায়ের অন্য কোনো মতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন, তাঁরাও সাম্প্রদায়িক।

যুদ্ধাবসানের পর যে কোনো দেশ বা জাতি সেই যুদ্ধে জয় বা পরাজয়ের কারণগুলো আইডেন্টিফাই করে। পরাজয়ের কারণ বের করলেই যে রিওয়াইন্ড করে সময়ের পিছনে ফিরে গিয়ে সেই যুদ্ধে জয়লাভ করা যাবে, ব্যাপারটা তা না। তবে ভবিষ্যতে এরূপ পরাজয় এড়ানোর জন্য ওসব ‘Lessons learned’ খুব সহায়ক হবে। এজন্য আমরা মিলিটারি হিস্ট্রি পড়ে থাকি।

হুমায়ুন আজাদ ও রাজীবকে হত্যা করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি এই নির্মম হত্যার কারণগুলো খুঁজে বের করেছিলেন? দোষীদের কি প্রাপ্য শাস্তি দেয়া হয়েছিল? এই কারণগুলো খুঁজে বের করার দরকার ছিল অপরাপর লেখকদের শিক্ষার জন্য, যাতে তাঁরা ভুলগুলো (যদি থেকে থাকে) শুধরে নিতে পারেন ভবিষ্যতের জন্য। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া দরকার সম্ভাব্য বা প্রকৃত খুনিদের মধ্যে ডিটারেন্স সৃষ্টি করার জন্য, যাতে পরিণতির কথা ভেবে তারা এহেন ভয়ঙ্কর কাজে উদ্যত হবার সাহস না পায়। রাজীব বা থাবা বাবার পোস্টসমূহ পর্যালোচনা করার প্রয়োজন ছিল- তাতে ধর্মানুসারীদের জন্য উস্কানি বা উত্তেজনা সৃষ্টিকারী কোনো উপাদান ছিল কিনা, বা কোনো উগ্রতা ছিল কিনা। ‘উগ্রতা’ শব্দটাও কেবল ধর্মানুসারী আস্তিকদের জন্যই প্রযোজ্য নয়, ধর্মবিরোধী নাস্তিকদের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য।  তাঁর মতো আর কোনো ব্লগার এরকম উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন কিনা। তদ্রূপ, এসব বিতণ্ডায় ধর্মানুসারীদের পক্ষে কারা কারা সম্পৃক্ত ছিলেন? তাঁদের মধ্যেও উগ্রতা ছিল কিনা, এবং সেই উগ্রতার মাত্রা কতখানি ছিল? উভয় সম্প্রদায়ের পক্ষ থেকে প্রাণনাশের কোনো হুমকি ছিল কিনা। থেকে থাকলে তাঁদের খুঁজে বের করে তাঁদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেয়া হয়েছিল কিনা। এসব করা হলে হয়তো অভিজিৎ রায়কে এভাবে প্রাণ দিতে হতো না।  

এক নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে অভিজিৎ রায়কে প্রাণ দিতে হলো। খুনিদের শাস্তি এখন যতই হোক না কেন, মৃত অভিজিৎ রায় আর কোনোদিন পৃথিবীতে ফিরে আসবেন না। অভিজিৎ রায়ের বাবা-মা, স্ত্রী, সন্তানেরা আর কোনোদিন অভিজিৎ রায়কে বুকের কাছে পাবেন না।

কিন্তু, এই মুহূর্তে আমরা কি খানিকটা চেষ্টা করে দেখতে পারি কেন ঐ উন্মত্ত নরপশুরা এভাবে নির্মম ভাবে অভিজিৎ রায়ের প্রাণ সংহার করলো?

আমি আগেই বলে নিই, আমি এর আগে অভিজিৎ রায়ের নাম শুনি নি। তাঁর মতো একজন ট্যালেন্টেড ব্লগার, লেখক ও বিজ্ঞানীর জন্ম এই সোনার বাংলাদেশে, এ তথ্য আমার জানা ছিল না বলে আমি খুব লজ্জিত, দুঃখিত ও বিব্রত। এ নিয়ে আমার খুব আফসোস হচ্ছিল। কিন্তু পরে খুব তুচ্ছ একটা কারণ খুঁজে পেলাম, যা দিয়ে নিজেকে খানিকটা হলেও সান্ত্বনা দেয়া যায়। আমিও একজন ব্লগার, লেখক ও কবি। আমারও গোটা দশেক বই বের হয়েছে। ব্লগ ও ফেইসবুক জগতে আমার পরিচিতি নেহায়েত কম নয়। কিন্তু, সংখ্যার বিচারে আমাকেই বা ক’জনে চিনেন? অতএব, অভিজিৎ রায়কে চিনতাম না বলে আফসোস না করে তাঁর সম্পর্কে একটু অনুসন্ধান করা যাক।

ফেইসবুকে আমার টাইমলাইন দেখুন। ০১ মার্চ রাত ৮-৫১-তে আমার স্টেটাসটি ছিল এরকমঃ

***


অভিজিৎ রায়সহ যে-কোনও মানুষকে হত্যার তীব্র নিন্দা করি। তদন্ত হোক, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক
==============================

অভিজিৎ রায় সম্পর্কে কয়েকটি তথ্য জানতে চাই। দয়া করে কেউ জানালে বাধিত হবো।

> সামহোয়্যারইন ব্লগে অভিজিৎ রায়ের কোনো নিক ছিল কিনা। সেই নিকের নাম কী?

> ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিষ্টধর্ম বা অন্য কোনো ধর্ম সম্পর্কে তাঁর এমন কোনো কমেন্ট ছিল কি যা থেকে ইসলাম, হিন্দু, খ্রিষ্টান বা অন্যান্য ধর্মের মৌলবাদীরা তাঁর উপর ক্ষুব্ধ হয়ে থাকতে পারেন?

> হযরত মুহম্মদ (সঃ) সম্পর্কে কি তিনি কখনো কোনো বিরূপ মন্তব্য বা কটাক্ষ করেছেন? অন্য কোনো ধর্মের অবতারদের সম্পর্কে কি তাঁর কোনো আপত্তিকর মন্তব্য ছিল?

> যে-সব আর্টিকেল পড়ে ধর্মভীরু মানুষগণ আহত বা ক্ষুব্ধ হয়ে থাকতে পারেন তাঁর এমন কিছু আর্টিকেল পড়তে আগ্রহী। দয়া করে কেউ লিংক দিলে খুশি হবো।

আমি দুঃখিত যে, অভিজিৎ রায়ের নাম আমি আগে শুনি নি, যদিও 'মুক্তমনা' নামে একটা ব্লগ আছে তা জানতাম। এই বুদ্ধিজীবী ব্লগারের অস্বাভাবিক-অকালপ্রয়াণে শোক প্রকাশ করছি। তাঁর স্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করছি। অভিজিৎ স্বর্গবাসী হোন- এই কামনা।

***

ধরুন, আপনার সাথে আমি ‘সনেট’ নিয়ে মুক্ত আলোচনায় বসলাম। ধরুন, আমি সনেট পছন্দ করি না, সনেট লিখিও না। পক্ষান্তরে, আপনি ভালো সনেট লিখেন, সনেট ভালোও বাসেন, মাইকেল মধুসূদনকে সনেটের পথিকৃৎ বিবেচনা করেন। আমার উচিত হবে বুদ্ধিমত্তার সাথে আপনাকে বুঝিয়ে দেয়া যে, সনেট আসলে কোনো প্রকৃত কবিতার স্বাদ দেয় না; এটা একটা জটিল বিষয়ও। আপনি আমার মতামত মেনে নিবেন কী নিবেন না তা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আপনার মেনে নেয়ার অনেকখানিই নির্ভর করবে সনেট সম্পর্কে কতখানি বস্তুনিষ্ঠ বক্তব্য পেশ করছি আমি, আমার বক্তব্যে সনেটের উপর প্রকৃত মূল্যায়ন পরিস্ফুট হচ্ছে কিনা, কতখানি বোধগম্য ভাষায় আপনার কাছে আমার বক্তব্য বিধৃত করছি- এসবের উপর। কিন্তু তাই বলে আপনাকে আমি গালমন্দ করতে পারি না; অসৎ উদ্দেশ্যে মিথ্যে তথ্য দিয়ে আপনার ব্যক্তিগত জীবনকে কালিমায় ভরে দিতে পারি না। আপনার নাম, মধুসূদনের নাম, আরো যাঁরা সনেট লিখেন, তাঁদের সবার নাম বিকৃত করে অত্যন্ত কুৎসিত ভাষায় আক্রোশ প্রকাশ করতে পারি না। আপনি আপনার মা/বাবা/ভাই/বোনদের সাথে নিয়মিত ‘ইনসেস্ট সেক্স’ করেন- এসব কুৎসা দ্বারা আপনাকে ঘায়েল করার পথ বেছে নিতে পারি না। সনেট আলোচনায় এসব আসে না। মানুষ ফেরেশ্‌তা নয়- অতি সস্তা একটা কথা আমরা প্রায়শ বলে থাকি। কিন্তু কথাটা ভুল না মনে হয়। এজন্য এসব অপ্রাসংগিক বিষয়ের অবতারণায় আপনার মনে ক্রোধ ও ক্ষোভের সঞ্চার হওয়া খুব স্বাভাবিক হবে।

আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে বড় হচ্ছি। বেঁচে থাকি। কিন্তু হুমায়ুন আজাদের ‘পাক সার জমিন সাদ বাদ’ পরে আমার মনে তীব্র বিবমিষার উদ্রেক হয়েছিল। একজন মননশীল লেখক কীভাবে এ ভাষা ব্যবহার করেন? যাঁদের বিশ্বাস ঠুনকো, তাঁরা এ বই পড়ে ফুঁসে উঠবে- স্বাধীনতার পক্ষে-বিপক্ষে নির্বিশেষে।

রাজীবকেও ভালো করে চিনেছিলাম তাঁর মৃত্যুর পর। ব্লগে তাঁর লেখা কোনোদিন আমার পড়া হয় নি, তবে, আমার কোনো কোনো পোস্টে হঠাৎ হঠাৎ তাঁর ছোটখাটো কমেন্ট দেখতাম বলে ভাষা ভাষা মনে পড়ে, কিন্তু আমি নিশ্চিত নই। রাজীবের মৃত্যুর পর ফেইসবুকে তাঁর কিছু নোট আমি পড়েছিলাম। তিনি হযরত মুহম্মদ (সঃ)-কে ডাকতেন মোহাম্মক (মোহাম্মদ + আহাম্মক)। এরপর যেসব কদাকার ও আপত্তিকর ভাষায় রাসুল (সঃ)-কে গালিগালাজ করেছেন, ইসলামকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ-কটাক্ষ করেছেন, তাকে কোনোভাবেই মুক্তচিন্তা বা মুক্ত আলোচনা বলা যায় না, তা ছিল নিছক ব্যক্তি আক্রমণ ও ইসলাম বিদ্বেষ। এ থেকে মানবজাতি কী শিক্ষা গ্রহণ করতে পারে?

মানুষ খুন করা ইসলামের বিধানে নেই। যাঁরা রাজীবকে কুপিয়ে হত্যা করেছিল তাঁরা কখনো মুসলমান হতে পারে না। কিন্তু এই খুন থেকে ব্লগার বা কবিলেখকগণ কি কোনো শিক্ষা গ্রহণ করেছেন?

‘The 100: A Ranking of the Most Influential Persons in History’ বইয়ের লেখক মাইকেল হার্ট রাসুল (সঃ) সম্পর্কে বলেছেনঃ ‘My choice of Muhammad to lead the list of the world’s most influential persons may surprise some readers and may be questioned by others, but he was the only man in history who was supremely successful on both the religious and secular level.’ আমরা হয়তো মাইকেল হার্টের বুদ্ধিমত্তার স্কেল নিয়ে প্রশ্ন তুলতে পারি। সে ক্ষেত্রে তাঁর নির্বাচিত বাকি ৯৯ জন মনীষীও কিন্তু তুচ্ছ হয়ে যান। আমরা কি তাহলে বলতে পারি, আমাদের থাবা বাবা বা রাজীব মাইকেল হার্টের চেয়েও অধিক জ্ঞানবান ছিলেন?

অভিজিৎ রায়কেও কোনো মুসলমান খুন করে নি। মুসলমানরা ধর্মের নামে খুন করতে পারে না। খুনের বিধান ইসলামে নেই। আল্লাহ্‌র বিধান মতে খুন হলো কবিরা গুনাহ্‌, দেশের আইন অনুযায়ী খুন হলো একটা গর্হিত অপরাধ, যাঁর শাস্তি মৃত্যুদণ্ড।

কিন্তু অভিজিৎ রায়ের কি কোনো ভুল ছিল?

আমার স্টেটাস প্রকাশ পাবার পর কয়েকটা লিংক উঠে আসে। তাতে আমি পাই, হজরত মুহম্মদ (সঃ)-কে অভিজিৎ রায় ডাকছেন- হজরত মহাউন্মাদ। তাঁর অন্যান্য লিংক পড়ে তাঁকে জ্ঞানবান বা বুদ্ধিমান মনে হয় নি। তিনি রাসুল (সঃ) ও তাঁর বংশধরদের এবং ইসলাম-অনুসারীদের অত্যন্ত আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন। ঠিক এটাই হলো অভিজিৎ রায়ের ‘সাম্প্রদায়িক’ উস্কানি। তাঁর লিখিত/প্রকাশিত গ্রন্থের ভাষা নিশ্চয়ই এরূপ হতে পারে না বলেই আমার বিশ্বাস। তাহলে ব্লগ বা ফেইসবুকে তিনি এভাবে লিখেছেন কেন? এসব করে কি তিনি নিজেকে অতি তুচ্ছ মানুষ ও ‘সাম্প্রদায়িক’ নাস্তিকে পরিণত করেন নি? তাঁর এসব ব্লগিং থেকে মুক্তচিন্তার কোনো খোরাক পাওয়া যায় বলে মনে করি না।

অভিজিৎ সত্যিই আর কোনোদিন ফিরে আসবেন না। তাঁর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। একই সাথে, ধর্মানুসারী এবং ধর্মবিদ্বেষী সকল সাম্প্রদায়িক গোষ্ঠীকে সাম্প্রাদায়িক উত্তেজনা সৃষ্টির জন্য ধিক্কার জানাচ্ছি।

To be kind to others, be cruel to the criminals. থাবা বাবা ওরফে রাজিবের ব্লগ বা স্টেটাস-সমগ্র এবং অভিজিৎ রায়ের ‘মুক্তমনা’ ব্লগ বর্তমানে বন্ধ রয়েছে। এ বন্ধ করা থেকে নানা প্রশ্ন বা সন্দেহ সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। এ ধরনের খুনাখুনির ঘটনা যাতে পুনারবৃত্ত না হয় সেজন্য ‘মুক্ত’ চিন্তার লেখকদের জন্য করণীয় হলোঃ

ক. লেখায় প্রকৃত মুক্তচিন্তা বা উন্মুক্ত আলোচনার ছাপ থাকতে হবে, যেখানে কোনো ব্যক্তি আক্রমণ, গালিগালাজ, কোনো সম্প্রদায় বা গোষ্ঠীর প্রতি ব্যঙ্গবিদ্রূপাত্মক মনোবৃত্তি প্রকাশ না পায়। আলোচনার ভাষা মার্জিত ও ভদ্রোচিত হতে হবে।

খ. লেখকদের সহনশীল হতে হবে। অন্যের মতের সাথে আপনি একমত নাও হতে পারেন, কিন্তু অন্যের মতকে সমুন্নত রাখতে আপনার আন্তরিকতার যেন কোনো ঘাটতি না থাকে।

গ. আলোচনার উদ্দেশ্য যাতে মহত্তর কোনো সৃষ্টি বা আবিষ্কারের দিকে চালিত হয়, আলোচকদের লক্ষ্য সেটি হতে হবে।

যথাযথ কর্তৃপক্ষের উচিত হবে এসব ‘বাহাস’ মনিটর করা এবং প্রাণনাশের হুমকি, ইত্যাদি দৃষ্টিগোচর হওয়ামাত্র প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ‘মুক্তমনা’য় যাঁরা ভার্চুয়াল বাকবিতণ্ডায় লিপ্ত ছিলেন, প্রাণনাশের হুমকি ছিল- উভয় সম্প্রদায় থেকেই তাঁদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হোক। আর কোনো খুন চাই না।

সকল সাম্প্রদায়িকতা বন্ধ হোক। এভাবে আর যেন একটি খুনের ঘটনাও না ঘটে। আমাদের মুক্ত আলোচনা থেকে যেন দেশ ও জাতির জন্য কল্যাণকর কিছু উঠে আসে। আমরা যেন অন্ধকার থেকে বেরিয়ে আলোর দিকে ধাবিত হই। কামনা ও প্রত্যাশা এটুকুই।


পুনশ্চ

বিভিন্ন ব্লগেও মনিটরিঙের ব্যবস্থা থাকা জরুরি হয়ে পড়ছে। এরকম খুন-হত্যার ভয়ভীতি, উত্তেজনা ও আতঙ্ক সৃষ্টিকারী ব্লগপোস্টগুলোর লেখককে ব্লগ কর্তৃপক্ষ কর্তৃক সতর্কীকরণের ব্যবস্থা থাকা উচিত। আলোচনা মাত্রা অতিক্রম করামাত্র ব্লগপোস্ট ডিলিট করা উচিত হবে। এখানেই শেষ নয়; সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত হবে এসব তথ্য আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা। যেসব বিষয় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে, সেসব ব্লগপোস্ট নিষিদ্ধ করাই সমীচীন হবে। আর কোনো ব্লগ যদি এসব উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যেই পরিচালনা করা হয়ে থাকে, তাহলে সরকারের উচিত হবে তা অনতিবিলম্বে বন্ধ করে দেয়া।

ফেইসবুকে এরূপ মনিট্রিঙের ব্যবস্থা বর্তমানে বিদ্যমান আছে বলে আমি জানি। যেসব ফ্যানপেইজ ও গ্রুপ এসব উত্তেজনা উস্কে দেয়, সেগুলো বন্ধ করে দেয়া উচিত হবে। আবারো মনে করিয়ে দিচ্ছি- শুধু ধর্মানুসারীদের ব্লগপোস্ট বা ফেইসবুক গ্রুপই নয়, উত্তেজনা সৃষ্টিকারী নাস্তিক বা অন্য যে-কোনো সম্প্রদায়ের পোস্ট বা ব্লগই বন্ধ বা ব্যান করে দেয়া উত্তম হবে।  



***

পাঠকদের মতামতসহ সামহোয়্যারইন ব্লগে মূল পোস্ট




সোমবার, ২৮ জুন, ২০১০

ব্লগে উৎপাদিত প্রচলিত ছড়াসমগ্র :):):)

ব্লগে উৎপাদিত প্রচলিত ছড়াসমগ্র :):):)
২৩ শে জুন, ২০১০ রাত ৩:৪৮
শেয়ার করুন: [Add to digg] [Add to FURL] [Add to blinklist] [Add to reddit] [Add to Technorati] [Add to YahooMyWeb] [Add to Co.mments] [Add to NewsVine] Facebook [new feature]

১. রুমানা বৈশাখীকে
কিরে, কেমন আছিস? আর যে খবর নিলি না?
এমন স্বার্থপর কেউ হয়? বল্ তো কে আমি?
পারলে বন্ধ হবে দুষ্টামি
তোকে দেবো এক কেজি দই সেলামি।
বল্ তাহলে : কে আমি?
মার্চ ২০০৭

২. কুহকিনী
একদা প্রেম ছিল তুফানে ও ঘরের শিকড়ে
এখন সে কুহকিনী, জানি না কোথায়, কী করে
অক্টোবর ২০০৮

৩. বীনাবাঈয়ের টাসকি খাওয়া
একটা তুড়িতে ধরা খায় টাসকি
এবার বল্ না, আর তুই চাস কী!

কম কি দেখেছিস ঘুঘুর ফাঁদটাঁদ
ওসবে থুথুয় গুরুর যমচাঁদ

ভালো রে বীনাবাঈ ভালো তো সব্বাই
আড়ালে আবডালে কে দেখে খাই খাই!

ঘাড় তো মটকেছি, বেদনা পাস কি?
একটা তুড়িতে খাবি তুই টাসকি
টাসকি টাসকি
টাসকি টাসকি!
৯ নভেম্বর ২০০৮

৪. একজন খাদকের কথা
দেখুন তার কী করুণ হাসি
খায় সে নিত্য পোলাও খাসি
হঠাৎ যদিবা খিদে চলে আসে
সেই তরাসে ঘুমায় না সে!
৩০ জানুয়ারি ২০০৯

৫. ব্যাক-আপ
এখন ব্যাক-আপ কম্পুতে রাখি
আর এখনও স্ত্রীর হাতেই খাইদাই
উদয়াস্ত কাজে ব্যস্ত থাকি
হাঁটতে হাঁটতে একটু ঘুমাই।
৫ মার্চ ২০০৯

৬. অপ্সরার পুতুল
হাত খসে দাঁড়ালো পুতুল;
চোখ হলো, ভুরু হলো, হলো তার একগোছা চুল।
আহারে কাঠের চামচ, ফুটন্ত সালুন-জলে পুড়িবে না আর;
কী দারুণ মানিয়েছে একসারি অপ্সরা ও পরীর মাঝার।
১৬ মার্চ ২০০৯

৭. তনুজা ভট্টাচার্য্যরে ‘পারস্পরিক’ কবিতা পড়ে
মধুর বিতণ্ডা বটে, জলসায় জানালেন অকপটে
বিপুলাসূয়া এহেন ঝাড়িঝুড়ি
আর কারো ভালে যদি জোটে
তার সনে আমিও সন্ধি করি।
৩০ মার্চ ২০০৯

৮. লাবণ্য প্রভা গল্পকারের কবিতা পড়ে
কোথায় যে চলে গেলাম, অতলান্ত গহ্বরে, চিকন বেদনার সুর ছড়িয়ে পড়ে, অনেক দূরের বিরান তেপান্তরে।
৩০ মার্চ ২০০৯

৯. আসুন, একটা গান গাই
আসুন একটা গান গাই
আমার গরুর দুঃখ নাই
তাই আকাশে পা তুলে লাফাই
আসুন একটা গান গাই

হাতি ইঁদুরের গর্ত খোঁজে
তেলাপোকার লাথির ভয়ে
বাঘ ও সিংহ ছুটে পালায়
খেকশেয়ালের চড় খেয়ে
কী যমানা দেখছি রে ভাই
আসুন একটা গান গাই

লাগাম ছেড়ে কথা বলে
আগাম গালি খাচ্ছে লোকে
মায়াকান্নায় চোখ শুকিয়ে
এখন পানি নাই যে চোখে
কী যমানা দেখছি রে ভাই
আসুন একটা গান গাই

এখন অনেক রাত হয়েছে
চলুন তবে বাত্তি নিভাই
সে কাজ আমি করবো এখন
আপনারা যা করেন সবাই
যেমন মানুষ তেমন ভাবে
এই দুনিয়ার নিয়ম এটাই
আসুন একটা গান গাই
১১ মে ২০০৯

১০. পরকীয়া নারী
আরেক জনরে সুখের জীবন দিতে
আমারে সে গেলো গো কান্দাইয়া
আমার ডাগর ডাগর চক্ষু দুইটা
ঘোলা হইল তার পন্থে চাইয়া
৬ আগস্ট ২০০৯

১১. আজ কোনো কবিতা হয় নি। অপ্সরার বেবি-এ্যালবাম দেখে,
এবং তাতে সবশেষের লাইনগুলো পড়ে যা লিখেছিলাম
সবই ভালো ছিল, খুব সাধারণ অথচ গভীর-অনন্য
শুধু শেষের কয়েকটা পঙ্‌ক্তির জন্য
একফোঁটা বেদনা গেঁথে গেলো বক্ষ-কন্দরে
এ দুঃখ-দুঃখ সুর কী করে সহিব, বলো নীল পাখি,
একবার দেখে যাও- সঙ্গোপনে- কেমনে পুড়ে যায় ক্রন্দসী আঁখি।
২৯ আগস্ট ২০০৯

১২. দ্বিপদিনী
কোন্ বয়েতি শেখালি তুই মেয়ে
প্রেমের ঘাটে ঘোলের পানি খেয়ে?
১৩ অক্টোবর ২০০৯ দুপুর ২:১৯

১৩. পিতৃভূম
কে লিখেছে কে লিখেছে
এই চিঠিটা কার?
এমন সাহস কার হয়েছে
লিখতে ‘ভিটা ছাড়?’

আমরা করি গেরস্থালি
নিজের জমি চাষ
নিজের ঘরে কামলা খাটি
নিজের ক্রীতদাস

বাপদাদাদের এই ভিটেতে
চৌদ্দ পুরুষ খাঁটি
সামনে দাঁড়াও, বৈরী তোমার
বুকের উপর হাঁটি
৩০ অক্টোবর ২০০৯ রাত ১২:০৫


১৪. থলের বেড়াল
এবার আমার থলের বেড়াল
বেরিয়ে গেলো বুঝি
কোথায় গেলো, কোথায় গেলো
কোণাকাঞ্চি খুঁজি

কেউ জানালো, গাঁয়ের হাঁটে
ঘুরছে সারাবেলা
কেউ জানালো, উদোম মাঠে
জমিয়েছে খুব খেলা

নাচতে বেজায় শখ নাকি তার
কিন্তু ব্যাপার হলো
উঠোনটা যে বাঁকা ভীষণ
নাচবে কোথায়, বলো!

এমনি অনেক তামাশা সে
দেখায় ভারি রোজ
আমার সাধের থলের বেড়াল
কোথায় করি খোঁজ!
২ নভেম্বর ২০০৯ রাত ৮:১৭

১৫. সফদার ডাক্তার
হোসনে আরার একটা অতি প্রিয় ছড়া ‘সফদার ডাক্তার’, যা বাল্যকালে আমাদের পাঠ্যসূচিতে ছিল; খুব মজা পেতাম ছড়াটি পড়ে; এবার নিচের ছড়াটি পড়ুন আর স্মৃতির সাথে মিলিয়ে নিন

সফদার ডাক্তার মাথা ভরা চুল তার
খিদে পেলে ভাত খায় গিলিয়া
ছিঁড়ে গেলে কী উপায় এই ভয়ে রাস্তায়
হাঁটে জুতা বগলেতে তুলিয়া

প্রিয় তার টকশো, মহিষের মাংস
অটবির ছিমছাম খাটিয়া
সাঁচা কথা কয় সে, কারণটা এই যে
খায় নাকি ফ্রুটিকা সে চাটিয়া

সফদার ডাক্তার ইয়া বোঁচা নাক তার
শুলে শুধু দেখা যায় ভুঁড়ি খান
কিপটে সে আদৌ নয়, এই তার সদা ভয়-
ঘরে বুঝি এলো কোনো মেজবান
৩০ নভেম্বর ২০০৯ রাত ২:৫১

১৬
বয়স কেবল বেড়েই চলে-
মন বোঝে না ওসব ছুঁতো!
মন মজে রয় রঙ্গরসে
মন কখনো হয় কি বুড়ো?
৪ মার্চ ২০১০ রাত ১:৫১

১৭
বয়স আমার তিন কুড়ি তিন
খাই সন্দেশ, মণ্ডামিঠাই
বাউকুল আর মিষ্টি তেঁতুল
এরচে’ স্বাদের আর কিছু নাই
৪ মার্চ ২০১০ রাত ১:৫৬

১৮. মেয়েকপালে ছেলে
ছেলের কপাল মন্দ কপাল
জোটে না তার মেয়ে
এ দুঃখে তার দিন কাটে হায়
খেয়ে, বা না খেয়ে

সুন্দরীদের চুলের খোঁপায়
দেয় বারে বার হানা
একটা-দুটো জোটেও যদি
খুঁড়ো, না হয় কানা
৪ মার্চ ২০১০ বিকাল ৫:৩০

১৯
আমার বাড়ি অবশেষে
এলেন সদাশয়া!
মেঘ না চেয়েই বৃষ্টি পেলাম
এ আপনার দয়া।

জলের দেশে পরীর দেশে
পদ্মলোচন হাসে
গোপনে তার পায়ের চিহ্ন
আমার চোখে ভাসে।
৪ মার্চ ২০১০ সন্ধ্যা ৬:১৬

২০
গাজরশশা খাই না, তবে
ঘোড়ার মতো বুটচানা খাই
বউ তেঁতুলের চাটনি দিলে
বউয়ের কথাও যাই ভুলে ভাই
সব্জি হলো ঘাসের মতোন
ওসব বাপু গরুর খাবার
বউ রাঁধিলে উচ্ছে ভাজি
আমি একাই করি সাবাড়

শরীর আমার শুকনো কাঠি
জলপানে বিষ- এ ভাব দেখাই
রুটিনমাফিক তিনবেলা তাই
বউয়ের হাতের কানমলা খাই

এখন যদি স্মরণ করান
গোসল করার কেচ্ছা বলে
ডুবসাঁতারে তলিয়ে যাবো
আষাঢ় মাসের খালের জলে

রোগবালাইয়ের কী আর বলি
নীরোগ থাকাই বড্ড অসুখ
তাই আপনার সোনার মুখে
ফুলচন্দন পড়ুক পড়ুক

এবং ধরুন হলিউডের
চোখধাঁধানো রংবাহারি
নয় আমাদের। ওসব কেবল
অপ্সরীদের মানায় ভারি

ভুলেও তুমি ভুল করো না
আমায় কিছু বুদ্ধি দিতে
সুযোগ মতো ডিম ফুটাবো
তোমার পরামর্শটিতে

সবশেষে ভাই একটি কথা
করছি স্বীকার অকপটে
আপনি খাসা লেখেন ছড়া
মালুম হলো আজকে বটে
৪ মার্চ ২০১০ রাত ৮:০৫

২১
আজকে তুমি জোয়ান আছো
কাল কী হবে, জানো?
বড়াই রেখে অবিনশ্বর
সত্যটাকে মানো
৪ মার্চ ২০১০ রাত ৮:২০

২২
হায় হায় হচ্ছে টা কী?
ভাবছো আমায় কবি নাকি?
কেমন করে স্রোতের মতো
ছাড়ছো ছড়া অবিরত?

এবার তুমি থামো
নিচের তলায় যাবো এখন
ডাকছে আমার বউ

হাসছো কেন, বেবি?
ছন্দে বেজায় অমিল পেয়ে?
নাকি অন্য কিছু?

এই দেখো না ছন্দ তোমার
মিল-অমিলের লাউ
আমি গেলাম নিচের তলায়
তুমি কচু খাও
৪ মার্চ ২০১০ রাত ৯:৩৯

২৩
নিচের তলায় যেয়ে দেখি-
ফারিহানের কাণ্ড এ কী!
গোঁ ধরেছে মায়ের কাছে
ফ্রিজের ভেতর যা যা আছে-
চকবার জ্যুস পেপসি ফ্রুটো
কোন-আইসক্রিম একটা-দুটো
সবকিছু তার চাই-
সবই আছে, কিন্তু আহা
কোন্-আইসক্রিম নাই!
ছোট্ট লাবিব পাগলা, জেদি
নেয় না কিছুই মেনে-
বলে, আমার কোন্-আইসক্রিম
এক্ষুণি দাও এনে।

হাটবাজারের দোকানবিতান
আটটাতে যায় বন্ধ হয়ে
কোথায় যে পাই কোন্-আইসক্রিম
রাত বারোটার পর সময়ে।

গাড়ি ডাকো, পোশাক পরো
জলদি করো জলদি করো
অমনি লাবিব লাফিয়ে ওঠে
মুখে হাসির ঝিলিক ফোটে

তারপরে কী হলো-
হাটের সকল কোন্-আইসক্রিম
ফুরিয়ে গেছে বেশ কিছুদিন
অবশেষে কী আর করা, বলো-
বাজার থেকে ফারিহানের বউটি
কেনা হলো।
৪ মার্চ ২০১০ রাত ১১:৩৫

২৪
তিন পাগলের জমছে মেলা
খেলছে ওরা দারুণ খেলা
সেই খেলাটি খেলতে গেলে
ধপাস ধপাস ল্যাংটি খেলে
নারীর মাথায় টাক হবে আর
পুরুষ পাবে নারীর বাহার
তখন কী যে হবে!
দারুণ মজার মানুষগুলো
হাসির কথায় উঠবে কেঁদে
দুঃখ পেলে নাচবে সবে
আনন্দ-উৎসবে।
৪ মার্চ ২০১০ রাত ১১:৪৯

২৫
কোথাও একটু ভুল হয়ে গেছে
তাই আমাদের ভুল বুঝেছেন
ঝগড়াঝাটির কোনো কথা নয়
কেবল কিছুটা ভাববিনিময়
ছড়ায় ছড়ায় মনের কথাটি
করিতেছি লেনদেন।
সদাশয় মহাশয়-
এবার আপনি বুঝেছেন নিশ্চয়।
৫ মার্চ ২০১০ সকাল ১০:০২

২৬
ঠিক ধরেছো ঠিক ধরেছো
বাবুর ছিল খিদে
পেটের খিদে সারে নাকো
সুন্দরী বউ দিয়ে।
আমরা কি আর অতো বুঝি
সরল সাদাসিধে-
পেটের জ্বালা না মিটিয়ে
দিয়ে ছিলাম বিয়ে।
৫ মার্চ ২০১০ সকাল ১০:১২

২৭
আপনার সাথে দেখি পুরোপুরি মিলে যায়
ছড়া লিখিবার খেলা অদ্ভুত মজাদার
নাওয়া-খাওয়া ভুলে গিয়ে এ খেলাটি খেলা যায়
শুধু ভয়- বউ যদি তেড়ে আসে পেটাবার।
৫ মার্চ ২০১০ সকাল ১০:৩৪

২৮
বউশাসিত পুরুষসমাজ বউয়ের ভয়ে ত্রস্ত
বউয়ের ঠেলা সামাল দিতে সাহস লাগে মস্ত
আমার বড় বুকের পাটা, সাহস দেখাই কম কম
উল্টো বউয়ের মুগুর খেয়ে বন্ধ যদি হয় দম

তোমরা এমন ভুল করো না লড়তে বউয়ের সঙ্গে
এমন মধুর শিক্ষা পাবে, বুঝবে অঙ্গে অঙ্গে
৫ মার্চ ২০১০ রাত ১১:২৮

২৯
এই যে ভীষণ ধাঁধায় দিলেন ফেলে-
আপনি এবং আমি কি নই অভিন্ন এক ছেলে?
তাইতো দেখি আপনি-আমি যাই লিখি না কেন-
সব মিলে যায়- কথাগুলো একজনেরই যেন।
৫ মার্চ ২০১০ সকাল ১০:৫২

৩০
সে আমারে প্রেম দেয় অবিরল স্রোতে
আমি তারে বেঁধে রাখি সংবিধান মতে।
৫ মার্চ ২০১০ সকাল ১১:২৫


৩১. ভাগ্যরেখা

কুঁড়ের রাজা স্বপ্ন দেখে দেশের রাজা হবে-
রাজত্ব কি গাছে ধরে? কে দেখেছে, কবে?
একটা কিছু গেলেই হলো পেটের ভেতর দানা
আমি কি হে অজর জীবন পাবো? - না না না না
যে কটা দিন বাঁচতে পারি বাঁচার জন্য খেয়ে
যেটুকু কাজ করতে পারি তাই ভালো সবচেয়ে
পেটের দানা ফলবে হাতে, বীজ বুনেছো তাতে?
হাতের ’পরে ভাগ্যরেখা নাও গড়ে নিজ হাতে
১৭ মার্চ ২০১০ সন্ধ্যা ৬:০৮


৩২. মজার খাদক
এমন খাদক কোথাও খুঁজে পাবেন নাকো আপা
পোলাওকোর্মা খান না তিনি, প্রিয় তার দই-মাঠা
তিনি খান ভালো খেজুর গুঁড়ের পাটিসাপটা ও ভাঁপা
নাসিকা ডুবিয়ে তিনবেলা খান আঁটার রুটি ও পাঠা

এতো এতো খেয়ে পরাণ ভরে না, আরও কিছু খেতে চান
কোথা পাবো ছাই, সাবাড় হয়েছে দুনিয়ার মেনু সবই
সাধ হয় যদি দেখিতে তাহারে, আমারে একটু জানান
এমএমএস করে পাঠিয়ে দেবো পাসপোর্ট সাইজ ছবি
১৭ মার্চ ২০১০ ভোর ৬:২৯

৩৩. ধূরন্ধর মেয়েপুরুষ
আচ্ছা আপু, দুষ্টু লোকে তোমায় কেন ‘বোন’ ভাবে?
এমন আজব সম্বোধনের বিচার হবে কোন্ ভাবে?
আমরা পুরুষ নারীর কাছেই টইটুম্বুর রস খুঁজি
তোমার তেমন ইচ্ছে ভারি, ধরছো নারীর রূপ বুঝি!
রাগ করো না, রাগ করো না, লক্ষ্মীমণি ভাই, কী বোন
আমরা এমন অনেকেই ধূরন্ধর ও অসজ্জন।
১৭ মার্চ ২০১০ সন্ধ্যা ৭:৪০


৩৪. তোমার ইচ্ছে
আমার এখন ইচ্ছে করে নদীর ধারে বসতে
তোমার দেয়া কঠিনতম অঙ্কগুলো কষতে।
আমার আরও ইচ্ছে করে নদীর ঢেউয়ে নাবতে
কাঁথার তলে পিদিম জ্বেলে তোমার কথা ভাবতে।
এমন কতো ইচ্ছে আমার নদীর জলে ভাসছে
তাতে তোমার কত্তোটুকু যাচ্ছে, কিম্ব আসছে!
১৭ মার্চ ২০১০ রাত ৮:০০


৩৫. মেয়েদের এককলা
কেমনতরো বললে কথা
জমবে বুকের অস্থিরতা
এসব তোমার জানা
আমার কেবল ইচ্ছে করে
তোমার কোমল নাকটি ধরে
আদর করে দুইগালেতে
চড় মারি দুই খানা

হাসছো যে খুব বড়!
উলটো না হয় তুমিই আমায়
মারো এমনতরো!

নারীর হাতের নরম চড়ে
জানো তুমি, কী আছে সুখ?
জানবে তুমি কেমন করে
তুমি তো আর নও হে পুরুষ!
১৭ মার্চ ২০১০ রাত ১০:০৭

৩৬. ঘুর্ণন
মাথার উপর লাটিম ঘোরে
মাটির উপর পা
মনের ভেতর ঘুরছে সেজন
যাকে পেলাম না
২০ মার্চ ২০১০ বিকাল ৫:৪৯


৩৭. পদের বচন
তোমার আমার সবার আছে পদের বাহাদুরি
পদের উপর চাপ বেড়ে যায় বাড়লে পেটের ভুঁড়ি

অসাবধানে পথ চলে কেউ পদে হোঁচট খেলে
ব্যথায় কাতর হয় কি কভু অন্য বাড়ির ছেলে?

আমার পদে জোর কমেছে, চলার শক্তি নাই
গাধার পদে বল বেড়েছে, লাফাচ্ছে সে তাই

পদের কাব্য পড়ে বুঝি পদের হচ্ছে লোভ
পদ হারিয়ে কালুর ব্যাটা ঝাড়ছে মনের ক্ষোভ

আমরা যদিও পদের মালিক, কিন্তু জেনো ভাই
ন্যাংড়া-খুঁড়োর ভাঙ্গা পদের এক কড়ি দাম নাই

একটা খুশির খবর আছে, জানতে পেলাম সবে
আমার নাকি পদের ওজন একটু ভারী হবে।

মেপে দেখি পদের ওজন তিরিশ কেজি মোটে
মধ্যখানে যায় চেগিয়ে দেহের ভারের চোটে
২২ মার্চ ২০১০ রাত ১২:১৫


৩৮. প্রেমিকচরিত্র
আপনি মানুষ দারুণ ভালো
‘না’ বলেন না কাউকে
মূল প্রেমিকা রিজার্ভ রেখে
খেয়ে বেড়ান ফাউকে
২৩ মার্চ ২০১০ সকাল ১১:২০

৩৯. মন খারাপের ঘরে
মন খারাপের ঘরে ছিল মনপবনের বাস
একটি শণের কুটির ছিল মরা নদীর ধারে
একটি হরিণ বনের ভিতর কাঁদতো বারো মাস
একটি কথাই আমার শুধু বলার ছিল তারে

তোমরা বোঝো দুঃখবিলাস শুকনো মাঠের খড়
আমার ভিতর গুমরে ওঠে চৈত্রদিনের ঝড়
২৫ মার্চ ২০১০ রাত ১২:৪৪

৪০. ছড়ার মিল-অমিল
খাওয়ার মাঝে নাওয়ার মাঝে
হাওয়ার মাঝে গাওয়ার মাঝে
সবকিছু্তে সবখানেতে
মিল-অমিলের ছন্দ থাকে

এই কথা কেউ বলতে গেলেই
সবাই তাকে মন্দ ডাকে।
৩১ মার্চ ২০১০ রাত ১০:২৪

৪১. আজগুবি ছড়া

গুঁড়ে চিনি দুধে দধি ঘোলে মাখন মেখে
একটুখানি দেখুন চেখে কী ভয়ানক স্বাদ

ঘোড়ার উপর বসুন চেপে কিংবা হাতির পিঠে
এরপরে দিন পদ্মা পাড়ি ডিঙিতে পাল তুলে

শীতের রাতে গোসল করুন পুকুরজলে নেমে
উদোম গায়ে শুয়ে ঘরে দিন এসিটা ছেড়ে

বালু দিয়ে ঘর বানালে পাবেন বালির ঘর
কলাগাছের তক্তা দিয়ে খাট বানাবেন তবে

বইপুস্তক পড়তে গেলে চাপ বেড়ে যায় ব্রেনে
এরচে ভালো বইগুলো সব খান গুলিয়ে জলে

আপনি কি ভাই শিল্পী মানুষ? কেমন গানের হাত?
নাচের আগে গলাখানি নেবেন যেন সেধে

ঘুম না এলে কী কাজ করেন? দেখুন টেরাই করে
সিনেমাতে ঢুকলে কেমন ঘুম আসে নাক ডেকে

এসব যদি করতে পারেন, বলবে গাঁয়ের লোকে
এমনতরো বীর বাহাদুর কেউ দেখে নি আগে

না পারিলে কী আর করা, একটি মুগুর তুলে
মনের সুখে, কিংবা দুখে করুন মাথা গুঁড়ো
৫ এপ্রিল ২০১০ রাত ১০:৪৯


৪২. ম্যাডাম সুরঞ্জনা
মুগ্ধ হলাম দারুণ মজার এই ছড়াটি পড়ে
ভালোই হলো, ছড়ার লেখক পেলাম আরেক জনা
ছড়ার খেলা চলছে হেথায় বেশ কিছুদিন ধরে
আপনাকে খুব মিস করেছি ম্যাডাম সুরঞ্জনা!
৫ এপ্রিল ২০১০ রাত ১১:১২

৪৩
কবে তোমায় দেখেছিলাম
মুখটি গেছি ভুলে
বুকের ভেতর নামটি তবু
রেখেছিলাম তুলে

আবার যদি দেখা মেলে
আমার সবুজ গাঁয়
সবুজ শাড়ি পরো তুমি
আলতা দিও পায়

দিঘির পাড়ে এসো সখি
ইচ্ছে যদি জাগে
সেই কথাটি বলবো তবে
বলি নি যা আগে
২৭ এপ্রিল ২০১০ রাত ১২:৩৯

৪৪
আয় ছেলেরা আয় মেয়েরা
আমার ঘরে আয়
খেজুর রসের খির রেঁধেছে
সোনামণি মায়

আরও আছে পাটিসাপটা
ভিজনে পিঠে, খই
নারিকেলের মোয়া আছে
গোয়ালাদের দই

মা যে আমার বসে আছে
পিঠেপাকলা বেড়ে
আয়রে আমার বন্ধু সুজন
সব ভুলে, সব ছেড়ে
২৭ এপ্রিল ২০১০ রাত ১:০৭

৪৫
আমার আছে হাসনাহেনার গন্ধমাতাল রাতি
সঙ্গী হলে দেবো তোমায় নিটোল মাতামাতি
২৮ এপ্রিল ২০১০ রাত ১০:৫৭

৪৬
সবাক বলে, শায়মা
পুতুল খেলি, আয় না
শায়মা বলে সময় নাই
ডাকছে ঘরে নাত-জামাই
১ মে ২০১০ রাত ১২:৪৮

৪৭
মেঘ বলেছে যাবো যাবো
মাথলা মাথায় ধান শুকাবো
বোশেখ মাসে এসো, তোমায়
মেঘ নামানোর গান শুনাবো
১ মে ২০১০ রাত ১:৫০

৪৮
দাদুর ছড়ি লম্বা ছড়ি
আমার ছড়ি বাট্টু
তোমার ছড়ি ভাঙ্গা ছড়ি
মাঝখানেতে গিট্টু
১ মে ২০১০ রাত ১:৫৫

৪৯
সেই মেয়েটির খোঁপার ভাঁজে
জীবন নামে রোজ
পর জীবনে একটুখানি
আমার নিও খোঁজ
১ মে ২০১০ রাত ২:০৭

৫০
মা কি জানেন, তাঁর ছেলেটা এমনি করে করে
একদিন এক পরীর ফাঁদে গেছে ধরা পড়ে?
১ মে ২০১০ রাত ২:১৮

৫১
পঙ্খিরাজের পাখায় করে ভর
একদিন এক যাবো পরীর দেশে
চাও কি হতে আমার সহচর
মেঘের দেশে যেতে ভেসে ভেসে?
১ মে ২০১০ রাত ২:২৯

৫২
কেমন তুমি ছড়ার রাজা
খাও কলা আর ছোলাভাজা
আমার প্রিয় রয়না মাছ
ভরদুপুরের কদম গাছ
১ মে ২০১০ রাত ১২:৪৪

৫৩
বাঙালি মেয়েরা লেখাপড়া করে
একটা চলনসই স্বামী পাবে বলে
অনেক আগে এই কথাটা বাসী হয়ে গেছে
এখন তারা শিক্ষা নিয়ে পুরুষের সমান তালে চলে।
৬ মে ২০১০ সকাল ৮:০১

৫৪
একদা এক জঙ্গলের ধারে
এক কানাবগী গাধাকে থাপ্পড় মারে
ফৌজদারি আদালতে মামলা হলে
রায় হয় কানাবগী ফাঁস নেবে গলে

তারপর কেটে গেছে বহু বহু দিন
এই কাহিনীরও আর নেই কোনো চিন
২২ জুন ২০১০ বিকাল ৫:২২






এডিট করুন | ড্রাফট করুন | মুছে ফেলুন

* ১২ টি মন্তব্য
* ৯১ বার পঠিত,

Send to your friend Add to Your Showcase Print
আপনি রেটিং দিতে পারবেন না
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল

মেসেজ (নীচের মেসেজটি আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন
hi, i have been reading a wonderful post in http://www.somewhereinblog.net and would like to share it with you. Here is the post link http://www.somewhereinblog.net/blog/sobuj_ongon/29183169 , please visit the link and rate it if you like. :-)

নিজেকেও একটি কপি পাঠান



১. ২৩ শে জুন, ২০১০ ভোর ৪:১৬

স্বদেশ হাসনাইন বলেছেন: ++
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৩ শে জুন, ২০১০ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ।
মুছে ফেলুন


২. ২৩ শে জুন, ২০১০ দুপুর ২:০৫

শায়মা বলেছেন: লাস্টের ছড়াগুলি আমার বাড়িতে উৎপাদিত। আমার নাম নাই কেনো?:X(
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৩ শে জুন, ২০১০ বিকাল ৫:১০

লেখক বলেছেন: আপনার নাম তো দেখি সবখানেই আছে; খেয়াল করেন নি মনে হয়:(:(
মুছে ফেলুন


৩. ২৩ শে জুন, ২০১০ রাত ১০:১১

শায়মা বলেছেন: কই কই ?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৩ শে জুন, ২০১০ রাত ১০:৩১

লেখক বলেছেন: এগুলোতে কার নাম আছে, বলতে পারলে কেঁদে দেবো:):) সিকোয়েল ৪৬, ১১ ও ৬। তবে এটা ঠিক, এখানকার অধিকাংশ ছড়াই আপনার বাসায়, অথবা আমার বাসায় আপনার ষড়যন্ত্রে উৎপাদিত হয়েছিল:):) এজন্য আপনি আমার কাছে সারাজীবন ঋণী:):):)
মুছে ফেলুন


৪. ২৩ শে জুন, ২০১০ রাত ১০:১২

শায়মা বলেছেন: মার প্যাচ বুঝিনা।:(

আমি অতি স হজ সরল রমনী।:(
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৩ শে জুন, ২০১০ রাত ১০:৩৫

লেখক বলেছেন: আশা করি এবার কোনো মারপ্যাঁচ নেই:):):)
মুছে ফেলুন


৫. ২৪ শে জুন, ২০১০ রাত ৮:৫৭

শায়মা বলেছেন: হা হা হা ঠিকঠিক ঋণীঋণী
মন বলে চিনি চিনি

নই আমি রবিঠাকুরের মিনি।:)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৬ শে জুন, ২০১০ সকাল ৯:৪০

লেখক বলেছেন:

আমি চিনি গো চিনি আপনারে
ওগো বাঙালিনী
আপনি থাকেন রাজধানী শহরে
এটুকু আমি জানি:):):):)
মুছে ফেলুন


৬. ২৪ শে জুন, ২০১০ রাত ৯:১৩

নিমা বলেছেন: ওয়াও ওয়াও ওয়াও অসাধারন
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৬ শে জুন, ২০১০ সকাল ৯:৪০

লেখক বলেছেন: ওয়াও ধন্যবাদ:):)
মুছে ফেলুন

এক ব্লগীয় কবির কথা, যিনি ভেবেছিলেন আমি একটা মেয়ে, আর আমার কবিতায় বিনয়-গদগদ মন্তব্য করেছিলেন

এক ব্লগীয় কবির কথা, যিনি ভেবেছিলেন আমি একটা মেয়ে, আর আমার কবিতায় বিনয়-গদগদ মন্তব্য করেছিলেন
২৮ শে জুন, ২০১০ দুপুর ২:১৩



ভাবতে খুবই অবাক লাগে যে, তিনি আমাকে মেয়ে ভেবেছিলেন, আর আমার তুচ্ছাতিতুচ্ছ প্রথম কবিতাটি পড়ে বলেছিলেন, 'খুবই চমৎকার কবিতা। পড়ে আরাম পাইলাম। ভালো থাকবেন।' তাঁর কবিতায় আমি একটা মন্তব্য করেছিলাম। তিনি খুশিতে ডগমগ হয়ে বলেছিলেন, 'আপনার নামটা খুবই সুন্দর।' এরপর আমার প্রতিটা কবিতায় তিনি লোলুপীয় ও তৈলাক্ত মন্তব্য ঝাড়তেন, আমি মনে মনে মুচকি হাসতাম তাঁর আবালীয় কীর্তি দেখে।

কিন্তু হায়, তিনি কিভাবে যেন জেনে গেলেন আমি একজন সপুংশক পুরুষ। এরপর কতো কবিতা পোস্ট করলাম, তাঁর কোনো মন্তব্যই আর কোনোদিন পেলাম না:(:(

আজও তাঁকে দেখলে হেসে কুটি কুটি হই:):):)



সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১০ দুপুর ২:১৩




এডিট করুন | ড্রাফট করুন | মুছে ফেলুন


এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন





এই লেখার লিংক টি আপনার বন্ধুকে পাঠান বন্ধ করুন

আপনার নিজস্ব ই-মেইল ক্লায়েন্ট ব্যবহার করতে চাইলে এখানেক্লিক করুন

আপনার নাম :

আপনার ই-মেইল

আপনার বন্ধুদের ইমেইল



১. ১৭ ই মে, ২০১০ রাত ১০:২৯

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: হা হা হা
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১০:৩৩

লেখক বলেছেন: বেশি হাসতে পারবো না, ওভার-ইটিং হয়ে গেছে আজ:(:(
মুছে ফেলুন


২. ১৭ ই মে, ২০১০ রাত ১০:৩০

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ;)কে সে!! জাতি জানতে চাইতে পারে...
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১০:৩৩

লেখক বলেছেন: তিনি একজন মিনমিনে কবি:(:(
মুছে ফেলুন


৩. ১৭ ই মে, ২০১০ রাত ১০:৩৯

আসকওয়ানমি বলেছেন: লেখক বলেছেন: তিনি একজন মিনমিনে কবি:(:...

হি হি হি..... ভাই কবি কয় প্রকার ???
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১০:৪৪

লেখক বলেছেন: মিনমিনের উলটোটা হলো সাবলীল। যাঁর কবিতায় কোনো চড়াই-উৎরাই নেই, সব কবিতাই মনে হয় একই কবিতা, একই সুরের; বিষয়বৈচিত্রহীন এমন কবিকেই মিনমিনে কবি বলা হয়ে থাকে।
মুছে ফেলুন


৪. ১৭ ই মে, ২০১০ রাত ১০:৪০

নতুনছেলে বলেছেন: জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ;)কে সে!! জাতি জানতে চাইতে পারে...
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১০:৪৯

লেখক বলেছেন: জাতির সামনে একদিন তাঁর স্বরূপ উন্মোচিত হয়ে পড়লে তিনি বিব্রতবোধ করবেন না বলেই ধারণা; কারণ, এটা তাঁর একটা খাসালত মনে হচ্ছে।
মুছে ফেলুন


৫. ১৭ ই মে, ২০১০ রাত ১০:৪১

পারভেজ আলম বলেছেন: জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ;)কে সে!! জাতি জানতে চাইতে পারে...
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১০:৫১

লেখক বলেছেন: জাতি তাঁকে চিনুক, আমিও চাই:):)
মুছে ফেলুন


৬. ১৭ ই মে, ২০১০ রাত ১০:৪২

এরশাদ বাদশা বলেছেন: পুরা নামটা না দ্যান, কিছু হিন্টস দিতে পারেন। ব্লগাররা খুঁইজা বাইর করুক।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:০২

লেখক বলেছেন: আমি যখন লগ-ইন করি, তিনি তখন অনলাইন ছিলেন। ধারণা করা যায় যে তিনি লগ্‌ড-আউট হয়ে আমার ব্লগে দেয়া তাঁর মন্তব্যগুলো খুঁজে খুঁজে এরূপ ভণ্ডামি কোথায় করেছেন তা বের করার চেষ্টা করছেন এখন:):):)
মুছে ফেলুন


৭. ১৭ ই মে, ২০১০ রাত ১০:৪৯

মুরাদ-ইচছামানুষ বলেছেন: উনি তো রোমান্টিক কবি...........................। :#) :#) :#)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:০৫

লেখক বলেছেন: বস্তুত আমি একজন মিনমিনে কবির কথাই বলছি:)
মুছে ফেলুন


৮. ১৭ ই মে, ২০১০ রাত ১০:৫৩

মঈনউদ্দিন বলেছেন: বলেছেন: জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ;)কে সে!! জাতি জানতে চাইতে পারে...
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:০৮

লেখক বলেছেন: জাতি তাঁকে চিনে ফেললে জাতি লজ্জা পাবে, তিনি লজ্জা পাবার মতো কবিই নন:)
মুছে ফেলুন


৯. ১৭ ই মে, ২০১০ রাত ১০:৫৫

ব্যাধ বলেছেন: জীবনানন্দদাশের ছায়া বলেছেন: কে সে!! জাতি জানতে চাইতে পারে.........
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:১৫

লেখক বলেছেন: বলতে খুবই লজ্জা পাই যে!:):)
মুছে ফেলুন


১০. ১৭ ই মে, ২০১০ রাত ১০:৫৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: :D :D :D
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:১৯

লেখক বলেছেন: হাসার মতো অবস্থা নাই:(:(
মুছে ফেলুন


১১. ১৭ ই মে, ২০১০ রাত ১১:০৩

স্বাধীন জামিল বলেছেন: আমি দুঃখ পাই, আমি মরমাহত হই, যখন দেখি কারও আশা ভঙ্গ হয়... /:) ............ ;) :P
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:২১

লেখক বলেছেন: হা হা হা হা হা। আসলে আমরা সবাই নারীদের কাছে হিরো আর মহাপুরুষ হতে চেষ্টা করি:)
মুছে ফেলুন


১২. ১৭ ই মে, ২০১০ রাত ১১:০৫

বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:

----

লুল কবি'র হৃদয় নিয়ে তুমি খেলেছো খেলা....... :):):)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:২৩

লেখক বলেছেন: ছড়ার লাইনটা ভালো হয়েছে:)
মুছে ফেলুন


১৩. ১৭ ই মে, ২০১০ রাত ১১:০৬

বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:
-

উনি কি দেশী কবি না বিদেশে বাসবাসকারী....??
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:২৪

লেখক বলেছেন: এটা জানা নেই:(
মুছে ফেলুন


১৪. ১৭ ই মে, ২০১০ রাত ১১:১৫

তাশমিয়া বলেছেন: আগে যেসব কবিতায় প্রশংসা করেছিল সেগুলোর কোনোটার লিংক দেন। :-/
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:২৫

লেখক বলেছেন: তাঁর নামের দুটি অংশ আছে:)
মুছে ফেলুন


১৫. ১৭ ই মে, ২০১০ রাত ১১:১৫

এরশাদ বাদশা বলেছেন: লেখক বলেছেন: আমি যখন লগ-ইন করি, তিনি তখন অনলাইন ছিলেন। ধারণা করা যায় যে তিনি লগ্‌ড-আউট হয়ে আমার ব্লগে দেয়া তাঁর মন্তব্যগুলো খুঁজে খুঁজে এরূপ ভণ্ডামি কোথায় করেছেন তা বের করার চেষ্টা করছেন এখন:):):)

এইডা হিন্টস হইলোনা, আরো পাজলড করে দিলেন।

১৩ নং কমেন্ট এর উত্তর দ্যান, ওইটাই হিন্টস।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:২৭

লেখক বলেছেন: তাঁর নামের অক্ষরগুলো বর্গীয় বর্ণের অন্তর্ভুক্ত:)
মুছে ফেলুন


১৬. ১৭ ই মে, ২০১০ রাত ১১:১৭

এরশাদ বাদশা বলেছেন: লেখক বলেছেন: জাতি তাঁকে চিনে ফেললে জাতি লজ্জা পাবে, তিনি লজ্জা পাবার মতো কবিই নন:)

তাহলে আর সমস্যা কি, বলে দিলেই পারেন। তবে আপনি গেইম খেলতে চাইলে হিন্টস দিতে পারেন। শদুয়েক কমেন্ট আসার পরই না হয় ভেদ খুললেন।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:৩১

লেখক বলেছেন: আমি গেইম খেলছি না; একজন কবির স্বরূপ বর্ণনা করছি মাত্র:):) যিনি ইহা করেছেন, তিনি জানেন যে তিনিই ইহা করেছেন:):)
মুছে ফেলুন


১৭. ১৭ ই মে, ২০১০ রাত ১১:১৮

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: পাবলিকরে একটা লিংক দিলে ভাল হইতোনা?? ব্লগের কবিকুল আজ দ্বিধাগ্রস্ত কার দিকে উঠলো সন্দেহের তীর :-/ :-/ :P
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:৩৪

লেখক বলেছেন: আপনি এ্যাট র‌্যানডম ৫জন মহিলা আর ৫জন পুরুষ কবির ব্লগে যান। মন্তব্যকারীদের একটা লিস্ট করুন। তৈলমর্দনের কোনো নমুনা পেলে তাও নোট করুন। :):)
মুছে ফেলুন


১৮. ১৭ ই মে, ২০১০ রাত ১১:১৯

পাপী ০০৭ বলেছেন: কেডায় আফা?;)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:৩৯

লেখক বলেছেন: নামটার জন্যই এতোটা যুদ্ধ:):)
মুছে ফেলুন


১৯. ১৭ ই মে, ২০১০ রাত ১১:২০

এরশাদ বাদশা বলেছেন: লুল কবিরা কিন্তু ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে....খ্যাক।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:৪২

লেখক বলেছেন: লুল না হলে কবি হওয়া যায় না। কেউ কেউ এ-ও বলতে পারেন যে, লুলরাই কবি হবার যোগ্যতা রাখেন। মেয়েদের ব্লগে এজন্যই আমার বিনয় গলে পড়ে:):)
মুছে ফেলুন


২০. ১৭ ই মে, ২০১০ রাত ১১:২২

স্পেলবাইন্ডার বলেছেন: আমি শুধু একজনকেই পেলাম! কিন্তু তার মন্তব্যে আপনার এই পোস্টের ভাষ্যমত আহামরি লুলামির চিহ্ন নাই।
তিলকে তাল করছেন মনে হল.....
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:৪৫

লেখক বলেছেন: কাজটা কাঁচা করেছি বলে মনে হয় না:(:( তাঁর কোনো মন্তব্যঅলা পোস্ট ওপেন রাখি নি:):) অনেকেই হয়তো হাঁফ ছেড়ে বাঁচলেন:):)
মুছে ফেলুন


২১. ১৭ ই মে, ২০১০ রাত ১১:২৪

তাশমিয়া বলেছেন: সত্যি কাহিনী হলে লিংক দেন। :-/
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:৪৬

লেখক বলেছেন: কাহিনী সত্য। লিংক দেব না, সেটাও সত্য:):)
মুছে ফেলুন


২২. ১৭ ই মে, ২০১০ রাত ১১:২৬

এরশাদ বাদশা বলেছেন: আমি কবিদের একটা লিস্ট দেবার চেষ্টা করি---



* শায়মা
* অরুদ্ধ সকাল
* sondohin
* মোসতাকিম রাহী
* খেরোপাতা
* অমিত চক্রবর্তী
* সায়েম মুন
* ফারিহান মাহমুদ
* হাসান মাহবুব
* আহমদ ময়েজ
* বাবুল হোসেইন
* পাহাড়ের কান্না
* আবু মকসুদ
* কাজল রশীদ
* নিউটন
* মেঘ শুণ্য দিন
* স্বপ্নখামারী
* অজন্তা তাজরীন
* আশিক রেজা
* নির্ঝর নৈঃশব্দ্য
* ডট কম ০০৯
*কালপুরুষ
* মতিউর রহমান সাগর
*ফাহাদ চৌধুরি
*

** ব্লগাররা আপডেট করতে পারেন।

তালিকাটা মতিউর রহমান সাগরের ব্লগ থেকে নেয়া। আমি দুতিনজনের নাম যোগ করেছি।

জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:৪৯

লেখক বলেছেন: লিস্টের নামগুলো দেখে ভালো লাগছে। তবে ব্লগে কবিদের সংখ্যা এর চেয়ে কয়েক গুণ বেশি:):) লিস্ট বড় করতে হবে যে!!!:):)
মুছে ফেলুন


২৩. ১৭ ই মে, ২০১০ রাত ১১:২৭

বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:
-

একজনের নাম "ম" দিয়ে শুরু........???

আরেক জনের নাম "কা" দিয়ে শুরু......???

ইয়েস-নো কিছু একটা হিন্টস দেন....... :):):)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:৫২

লেখক বলেছেন: তাঁর নামের আদ্যক্ষর ক-বর্গীয় নয়, ভুল বুঝেছেন। ইনি আমাকে ছেলে জেনেই আমার পোস্টে মন্তব্য করে থাকেন:):) ক থেকে ম- তাঁর নামের আদ্যাক্ষর:):)
মুছে ফেলুন


২৪. ১৭ ই মে, ২০১০ রাত ১১:২৮

বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:
-

@এরশাদ বাদশা:


মিসকিন বাদ পড়লো ক্যামতে.....??
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:৫২

লেখক বলেছেন: তাইতো!!!!:(:(:(
মুছে ফেলুন


২৫. ১৭ ই মে, ২০১০ রাত ১১:২৯

পাপী ০০৭ বলেছেন: রণক্লান্তের কথা ধরে কা মনে হলো বলো দুঃখিত।:)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:৫৩

লেখক বলেছেন: দুঃখিত:):)
মুছে ফেলুন


২৬. ১৭ ই মে, ২০১০ রাত ১১:৩২

আমি মদন বলেছেন: এদের ভেতর কেউ হবে। আসলে আমাদের কবিদের সবারই একই অবস্থা। কি সব ফুল পাখি ঘাস আর নীল আকাশ বলে খালি।

ফয়সল অভি "" বলেছেন: কবির জন্য শুভ কামনা রইল ।
০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:০৮
লেখক বলেছেন: আপনার জন্যও শুভ কামনা।

২. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১৩
বোহেমিয়ান কথকতা বলেছেন: ওদের কাম ই তো ছোটা ছুটি ।
০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১৭
লেখক বলেছেন: ওদের কাম ই তো ছোটা ছুটি মানুষের কাম কী রকম?
শুভেচ্ছা থাকলো।

৩. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১৬
রথে চেপে এলাম বলেছেন:
ছুটতে ছুটতে
ক্লান্তি কি আসে না!!!
বিস্রাম নিতে
কখনো কি বসে না!!!
০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৩
লেখক বলেছেন:
ছুটতে ছুটতে
ক্লান্তি কি আসে না!!!
বিস্রাম নিতে
কখনো কি বসে না!!!


***
আপনারটা চমৎকার হয়েছে।
৪. ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩০
সেলিনা শিরীন শিকদার বলেছেন: শুভ কামনা
০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩২
লেখক বলেছেন: আসসালামু আলাইকুম।

৫. ১২ ই অক্টোবর, ২০০৯ সকাল ৮:২১
লালসালু বলেছেন: শুভ কামনা
২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:২৫
লেখক বলেছেন: ধন্যবাদ।

৬. ১২ ই অক্টোবর, ২০০৯ সকাল ৮:৩৬
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: বাহ! দারুন।
২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:২৫
লেখক বলেছেন: ধন্যবাদ।

৭. ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১:১১
কৃষ্ণ তরুণ বলেছেন: বেশ তো!
২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:২৫
লেখক বলেছেন: ধন্যবাদ।

আহমদ ময়েজ বলেছেন:
আপনার ছন্দ ভালো। অনেক ভারী শব্দের ঘাড় মটকে ছন্দের ভেতর নিয়ে এসেছেন। চমৎকার।
==================
আমার এখন কঙ্কালসার গাছে
হিমবায়ু, আর দুঃখ ফুটে আছে।
==================
দুঃখ ফুটে আছে
দুঃখ ফুটে আছে
দুঃখ ফুটে আছে

চিরমঙ্গলার্থে...
০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ৮:১৮
লেখক বলেছেন: আপনার মন্তব্যে প্রচুর অনুপ্রাণিত হলাম। ভালো থাকুন কবি।

২. ০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ৮:৪১
বাঁশির সুর বলেছেন: ভালো লাগলো।
০৩ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮
লেখক বলেছেন: ধন্যবাদ।

৩. ০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ৯:৫২
কালপুরুষ বলেছেন: খুব ভাল লাগলো। চমৎকার শব্দ বিন্যাস।
০৩ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯
লেখক বলেছেন: অনেক কৃতজ্ঞতা।

৪. ০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩৮
হাসান মাহবুব বলেছেন: ++
০৩ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৩
লেখক বলেছেন: ধন্যবাদ।

বদুল্লাহ আল মনসুর বলেছেন: সুন্দর কবিতা..
১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৮
লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৩
জামাল ঊদ্দিন বলেছেন: ++
GP কি করসে দেখছেন?
গ্রামীনফোন

(আমি normal এ । তাই জানাতে কমেন্ট টা লিখেছি। )
১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৪৯
লেখক বলেছেন: আমি মাসে ৮৫০ টাকা প্লাস ১৫% ভ্যাট দিচ্ছি, পি-টু। আমার এখন কী হবে/হচ্ছে?

৩. ১৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১৩
সায়েম মুন বলেছেন: ভাল
২৩ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
লেখক বলেছেন: ধন্যবাদ।


মতিউর রহমান সাগর বলেছেন: অনেক ভালোলাগা জানিয়ে গেলাম...
ঘাসের গাছের ফুলের গন্ধ ছড়িয়ে দিলেন যেন+++
০৩ রা মে, ২০১০ রাত ৮:২২
লেখক বলেছেন: ধন্যবাদ কবি। কেমন আছেন?

২. ০৩ রা মে, ২০১০ বিকাল ৫:৩২
শায়মা বলেছেন: কিছু কিছু ঘাস আছে, আর তার অমোঘ ঘ্রাণ, যা তুমি চেনো নি
আমাদের আড়িয়াল বিলের ধারে একবার ঘুরে যেও, আপামণি
এখানে একরাশ জীবন সজীব আগামীর গল্প লেখে- নাম তার সঞ্জীবনী


আপামনির নাম কি ?


কোন আপামনিকে ডাকেন?
০৩ রা মে, ২০১০ রাত ৮:৩৮
লেখক বলেছেন: যতোদূর জানা যায়, আপামণির কোনো নাম নেই; অথচ সকল নামের গভীরে তিনি বাস করেন; আমরা তাঁর কোনো ঠিকানা জানি না, 'ঘরে ঘরে তাঁর ঘর আছে'; নভোনিবহের তারার ভিড়ে তাঁকে দেখবেন, সোঁদা ফুলের গনগনে গন্ধ তাঁর নিরঞ্জন শরীরে। তিনি এক তুমুল বিপুল রূপস্বরা; সহজেই ধরা দেন, অথচ আজন্ম দূরবর্তী অধরা।

৩. ০৩ রা মে, ২০১০ বিকাল ৫:৪১
আফরোজা সোমা বলেছেন: কিছু কিছু ঘাস আছে, আর তার অমোঘ ঘ্রাণ, যা তুমি চেনো নি
আমাদের আড়িয়াল বিলের ধারে একবার ঘুরে যেও, আপামণি
এখানে একরাশ জীবন সজীব আগামীর গল্প লেখে- নাম তার সঞ্জীবনী

শেষ তিনটা লাইন ভালো লাগলো।
০৩ রা মে, ২০১০ রাত ৮:৩৯
লেখক বলেছেন: ধন্যবাদ ম্যাডাম।

৪. ০৩ রা মে, ২০১০ সন্ধ্যা ৬:০৩
শিরীষ বলেছেন: সবুজ কবিতা।
০৩ রা মে, ২০১০ রাত ৮:৪০
লেখক বলেছেন: ধন্যবাদ শিরীষ।

৫. ০৩ রা মে, ২০১০ সন্ধ্যা ৬:০৭
শামীম শরীফ সুষম বলেছেন: অসাধারণ লিখেছেন , সরাসরি প্রিয়তে

আপনার জন্য কিছু +
০৩ রা মে, ২০১০ রাত ৮:৪০
লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ শামীম শরীফ সুষম।

৬. ০৩ রা মে, ২০১০ সন্ধ্যা ৬:১৭
কালপুরুষ বলেছেন: ভাল লাগলো।

সবুজ ঘাসের অবুঝ ঘ্রাণ
তাতেই জুড়ায় আমার প্রাণ।
০৩ রা মে, ২০১০ রাত ৮:৪২
লেখক বলেছেন:

সবুজ ঘাসের অবুঝ ঘ্রাণ
তাতেই জুড়ায় আমার প্রাণ।


আমার কথাটা বলে ফেললেন! চমৎকার দু লাইন। ধন্যবাদ।

৭. ০৩ রা মে, ২০১০ সন্ধ্যা ৬:৪৯
সায়েম মুন বলেছেন:
বেশ ভাল লাগল।।

শুধু আপামনিকে বলেছেন কেন?
ভাইয়ারা কি কোন দোষ করেছে
০৩ রা মে, ২০১০ রাত ৮:৫১
লেখক বলেছেন: ভাইয়াদের কোনো দোষ নেই, অসম্ভব গুণ আছে; আমার অনেক কালের ঋণ আছে ভাইয়াদের কাছে

৮. ০৩ রা মে, ২০১০ সন্ধ্যা ৬:৫১
নিমা বলেছেন:
কিছু কিছু ঘাস আছে, তার ঘ্রাণ ফুলের ঘ্রাণের মতো নয়
অথচ সেই ঘ্রাণের স্পর্শে এমন একটা অনুভূতি হয়, আর একগোছা
বুকের সাথে জড়িয়ে নিলে অভিনব একটা বোধন জন্ম ল.........।
ভাল লাগলো
০৩ রা মে, ২০১০ রাত ৮:৫২
লেখক বলেছেন: ধন্যবাদ নিমা।

৯. ০৫ ই মে, ২০১০ রাত ১:২২
অপ্‌সরা বলেছেন:
পাতাবাহার পাতার কথা শুনেছি,
কোনো কোনো ফুলের চাইতেও বাহার তাহার বেশী।
গন্ধবাহার ঘাস দেখিনি আমি ,
বোধন যাহার নিলে হৃদয় ঘেষি।


উঠোন ধারের জংলীকচু, পুইএর পাতা, মাচান বাগান কলমীলতায় ঘেরা
যেথায় তুমি জীবন দেখো , সবুজ মাখো, অষ্টপ্রহর ভাবনা গাঁথো,
ইচ্ছে করে ফিরতে সেথায়, হয়না আমার ফেরা।

এমনি হয়, ঘ্রাণেরা হারায়, জীবন পথের এটাই নিয়ম এটাই কানুন,
উদার জমিন পথ খুলে দেয় , বাতাসেরা ভাবনা ওড়ায়
পক্ষীসারস ভাবনা আঁকে, চণ্চুতে তার অতীত ডাকে,চপল পায়ে মনকে পোড়ায়।

গন্ধবাহার ঘাস আমি দেখিনি ,অমোঘ তার ঘ্রাণ চিনিনি
একদিন ঠিক উড়ে যাবো তোমার সেই আড়িয়াল বিলের ধারে ভাইয়ামনি,

পাখায় মেখে নেবো, একরাশ জীবন সজীব আগামীর গল্প লেখা সুধা সঞ্জীবনী
০৫ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:১৯
লেখক বলেছেন: অপূর্ব! অপূর্ব! মুগ্ধতায় ভাষা হারিয়ে ফেললাম। অনেক সুন্দর লিখেছেন।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:৫৪

লেখক বলেছেন: দুঃখিত' বলা ছাড়া আর কিছু বলতে পারলাম না বলে দুঃখিত:(:(:(
মুছে ফেলুন


২৭. ১৭ ই মে, ২০১০ রাত ১১:৩২

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: বাদশা আমারে গোনায় ধর্লেন্না :( :| :(( :(( :(( /:)

এই লিংকের ২নাম্বার কমেন্ট খেয়াল করেন :-0 :``>> :``>>
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:৫৬

লেখক বলেছেন: ধূর মিয়া, আপনি তো আমার এই পোস্ট থেকে কমেন্ট চুরি করে আমার আরেক পোস্টে ছাড়ছেন:):) আপনাকে মাইনাস-
মুছে ফেলুন


২৮. ১৭ ই মে, ২০১০ রাত ১১:৩৪

এরশাদ বাদশা বলেছেন: @ বিদ্রোহী - কার কথা বলছেন? আপনি তো কোবতে লেখেন না!!!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৭ ই মে, ২০১০ রাত ১১:৫৮

লেখক বলেছেন: কে নাকি বাদ পড়েছে!!!!!!!!!!:):)
মুছে ফেলুন


২৯. ১৭ ই মে, ২০১০ রাত ১১:৩৪

গুরুজী বলেছেন: আমি বুঝবার পারছি, কিন্তু কমু না।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১২:১০

লেখক বলেছেন: আপনি খুব বিচক্ষণ, গুরুজি:):)
মুছে ফেলুন


৩০. ১৭ ই মে, ২০১০ রাত ১১:৩৬

এরশাদ বাদশা বলেছেন: @জীবু স্যার-- তালিকাটা ইন্সট্যান্টলি তৈরী করা। আমি তো বলেই দিয়েছি ব্লগাররা আপডেট করতে পারবেন। স্যারি তবুও।

আর তরতাজা কমেন্ট মাইরা লুলদের কাতারে শামিল হইতে চাহেন বাহে??

লুল হওয়া অতো সোজা না।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১২:১৪

লেখক বলেছেন: কীর্তিমানরাই লুল হতে পারেন। সবাই আবার কীর্তিমান হতে পারেন না, তাই লুল হওয়া অনেক ভাগ্যের ব্যাপার:):)
মুছে ফেলুন


৩১. ১৭ ই মে, ২০১০ রাত ১১:৩৭

বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:
----

যাক শেষমেষ কবি জাতির সামনে নিজের কমেন্টের লি;ন্ক সহ "আত্ন সমর্পন" করেছেন.......... :):):):):)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১২:১৫

লেখক বলেছেন: নাহ্‌, হয় নাই:(:(
মুছে ফেলুন


৩২. ১৭ ই মে, ২০১০ রাত ১১:৩৯

এরশাদ বাদশা বলেছেন: তালিকায় আমার পছন্দের কবিই বাদ পড়চে--- পাপী০০৭
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১২:১৬

লেখক বলেছেন: শি, আই মিন পাপী০০৭, ইজ এ গ্রেট পয়েট:):)
মুছে ফেলুন


৩৩. ১৭ ই মে, ২০১০ রাত ১১:৪১

এরশাদ বাদশা বলেছেন: @আমি মদন-- আপনে একটা প্রজেক্ট হাতে নিতে পারেন। নামটা আমিই দেই। এক্সক্লুসিভ কমেন্টস অফ লোলজ- লুলসাইক্লোপিডিয়া!!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১২:১৭

লেখক বলেছেন: ভেরি গুড আইডিয়া:):)
মুছে ফেলুন


৩৪. ১৭ ই মে, ২০১০ রাত ১১:৪৩

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:

;) :#) :#) :#) :D আমাগোর সবারই ঘিলুতে গ্রে-ম্যাটারের পরিমান বাড়ানো উচিৎ। সেইসাথে চোখে দেখা ও তার ক্রিটিকাল এনাইলাইসিস বা রিজনিং-এরও।

বাদশা, ধুর মিয়া ফান্কইরা কইলাম আর আপনে সিরিয়াস হইয়া গেলেন। আমি কবি হিসাবে কখনোই জনগনের স্বীকৃতি পামুনা :( :(( :(( :((
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১২:১৯

লেখক বলেছেন: কবি হিসাবে আমার স্বীকৃতি গ্রহণ করুন:):)
মুছে ফেলুন


৩৫. ১৭ ই মে, ২০১০ রাত ১১:৫১

বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:
-

এরশাদ বাদশা বলেছেন:

@ বিদ্রোহী - কার কথা বলছেন? আপনি তো কোবতে লেখেন না!!!



--------->>

হে হে হে....., কোবতে লিখুন্যাগো মত নাম দেইখাই লুল ফালাইন্যাগো দলে আমি না....... :):):)

পোস্টে লুলীর ছবি বা প্রোপিক না দেইখা আমি একফোটা লুলও ফালাইনা.........!!!!!!!!!!!

লুল এত সস্তা না....... :):):):):)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১২:২০

লেখক বলেছেন: আপনার কবিতা পড়বার ইচ্ছা আছে:):)
মুছে ফেলুন


৩৬. ১৭ ই মে, ২০১০ রাত ১১:৫৩

পাপী ০০৭ বলেছেন: আল্লায় বাঁচায়ছে।আমি কমেন্টাই নাই।

তয় সবুজাফারে খেয়ালে রাখপানে।

@বাদশা ভাই.. মোডা কালো কইরা নাম কওনে লইজ্জা পাইলাম।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১২:২৯

লেখক বলেছেন: হয় নাই:):)
মুছে ফেলুন


৩৭. ১৭ ই মে, ২০১০ রাত ১১:৫৭

ড্র্রাকুলা বলেছেন: আহা...বেচারা...:P
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১২:২৯

লেখক বলেছেন: আহা:(:(
মুছে ফেলুন


৩৮. ১৭ ই মে, ২০১০ রাত ১১:৫৭

অয়ন031 বলেছেন: ভাগ্যিস আপনি মেয়ে হন নাই । হইলে আজ হয়তো তাহার সহিত মোবাইলে বা ডেটিং এ ব্যস্ত থাকিতেন, কিম্বা তাহার আশায় সাজিয়া গুজিয়া জানালায় বসিয়া দিন গুজরান করিতেন,আর জাতি অনেক ভাল ভাল কবিতা হইতে বঞ্চিত হইত।আপনি লিখিয়া যান।দুষ্ট লোকের মিষ্ট কথায় ভুলিবেননা।আপনার কবিতা অতিশয় সুন্দর হইতেছে। জাতির মনে আজ বড় ভয় পাছে আপনি যে পুরুষ তাহা নিজেই ভুলিয়া যান, কবিদের যা ভুলো মন!!!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১২:৩২

লেখক বলেছেন: হা হা হা হা হা। হাসতে হাসতে পাগল হয়ে গেলাম:):)
মুছে ফেলুন


৩৯. ১৮ ই মে, ২০১০ রাত ১২:০০

এরশাদ বাদশা বলেছেন: পোস্টে লুলীর ছবি বা প্রোপিক না দেইখা আমি একফোটা লুলও ফালাইনা.........!!!!!!!!!!!

মিঞা, আপনেই তো সস্তা। লুল ধরার কমন ফাঁদ তো ওইটাই। সাইয়া ব্লগাররা চকচইক্যা একখান মাইয়ার ফটুক লাগায়া দ্যায়, আর ওমনি কুবিরা কুবিতা রচনা কর্তে থাহেন। প্রশংসার জোয়ারে ভাসায়া দ্যান। ;) ;)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১২:৩৩

লেখক বলেছেন: ছবি দেখলেই নতুন কবিতা প্রসব হয়:)
মুছে ফেলুন


৪০. ১৮ ই মে, ২০১০ রাত ১২:৩০

ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: হি হি হি।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১২:৩৩

লেখক বলেছেন: হাহাহাহাহাহা
মুছে ফেলুন


৪১. ১৮ ই মে, ২০১০ রাত ১২:৪০

এরশাদ বাদশা বলেছেন: হামা কইলো, আপনে বলে ফিফা???
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৪

লেখক বলেছেন: ফিফা মানে বুঝলাম না:(:(:(
মুছে ফেলুন


৪২. ১৮ ই মে, ২০১০ রাত ১২:৪৫

বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:


-

লেখক বলেছেন: আপনার কবিতা পড়বার ইচ্ছা আছে....।



-------->> কোবতে টোবতে দিয়া প্যান প্যানানি করার পুলা আমি না|

আমার নীতি ডাইরেক্ট একশন......!!

ধর তক্তা মারমু পেরেক........... :):):)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৫০

লেখক বলেছেন: ডাইরেক্ট এ্যাকশন আমিও চিরকাল ভালোবাসি:):)
মুছে ফেলুন


৪৩. ১৮ ই মে, ২০১০ রাত ১২:৪৬

পাপী ০০৭ বলেছেন: সবুজাফা,আমি শী হইলাম ক্যামনে?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: আপু:):):) শী হওয়া কোনো ব্যাপার না:):)
মুছে ফেলুন


৪৪. ১৮ ই মে, ২০১০ রাত ১২:৫৩

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: @বাদশা, কে কারে চেনে ;)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৫৩

লেখক বলেছেন: আমি চিনি গো চিনি তাহারে:):):)
মুছে ফেলুন


৪৫. ১৮ ই মে, ২০১০ রাত ১২:৫৫

এরশাদ বাদশা বলেছেন: @জীবু- কতা হাচা। যেমন আপনেরে আমরা অহনো চিনবার পার্লাম না। কি সুন্দর দুইটা কাম একলগে চালাইতেছেন!!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৫৩

লেখক বলেছেন: কনফিউশনে পড়ে গেলাম যে!!!!:):):)
মুছে ফেলুন


৪৬. ১৮ ই মে, ২০১০ রাত ১:৩৫

শেখ আমিনুল ইসলাম বলেছেন: জীবনানন্দদাশের ছায়া বলেছেন: কে সে!! জাতি জানতে চাইতে পারে.........
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৫৫

লেখক বলেছেন: জাতি তাঁকে কিভাবে চিনবে, পরিচয় না জানালে?:):):)
মুছে ফেলুন


৪৭. ১৮ ই মে, ২০১০ রাত ১:৪৫

দ্যা ডক্টর বলেছেন: ক্যামেরা, ল্যান্স/ এইসটিসি টাচ/ আইফোন চাইয়া দেখতেন....
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৫৬

লেখক বলেছেন: দারুণ আইডিয়া তো!!!!:):):)
মুছে ফেলুন


৪৮. ১৮ ই মে, ২০১০ রাত ৩:৫৮

টানজিমা বলেছেন:
খাইছে আমারে........এইবার বুঝি ধরাই খাইলাম.....:(:( :P
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: পালাবার পথ নাই:(:(:(:(:(
মুছে ফেলুন


৪৯. ১৮ ই মে, ২০১০ ভোর ৪:০০

শাওন ইমতিয়াজ বলেছেন: :D :D :D
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৫৮

লেখক বলেছেন: ;););)
মুছে ফেলুন


৫০. ১৮ ই মে, ২০১০ সকাল ১০:৩৪

সান্তনু অাহেমদ বলেছেন: এটাই সমস্যা। তাড়নার নাগপাশ থেকে আমরা বেরুতে পারি না। ফলে, কবিতায় আমি, তুমি, তুমি, আমিতে ঘুরে ফিরেই আমাদের বিচরণ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ৮:০০

লেখক বলেছেন: যতো গভীর দর্শনই হোক, আমি-তুমি ছাড়া কোনো কবিতাই হয় না:):):) সেটা অবশ্য অন্য প্রসঙ্গ:):)
মুছে ফেলুন


৫১. ১৮ ই মে, ২০১০ বিকাল ৪:২৪

এরশাদ বাদশা বলেছেন: আরো একজন কবির নাম লিস্টে অ্যাড হইবো। কানাডার কবি-- আশরাফ মাহমুদ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ৮:১০

লেখক বলেছেন: আমার মতে, ব্লগের সবচেয়ে প্রতিভাবান ও শক্তিধর কবি তিনি। আমি তাঁর কবিতার ফ্যান।
মুছে ফেলুন


৫২. ১৮ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৯

অপ্‌সরা বলেছেন: আমাকেও কবি বানিয়ে দিলো ????

হাসছি পোস্ট পড়ে ভাইয়া।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ৮:১৬

লেখক বলেছেন: আপনার কোনো কবিতা বা ছড়িতা পড়েছি বলে মনে পড়ে না:):):) তবে আপনার গানের হাত খুব মজবুত, তা বলা যায়:):)


চিআচিপচিনি কাএকাতো হাঅহাসহাতহার্ক রাকেরান?
:):):):)
মুছে ফেলুন


৫৩. ১৮ ই মে, ২০১০ রাত ১০:০০

ডলুপূত্র বলেছেন: সম্ভবত ইনি??????

বৈরী হাওয়া বলেছেন: খুবই চমৎকার কবিতা। পড়ে আরাম পেলাম। ভালো থাকবেন।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১০:১৩

লেখক বলেছেন: বৈরী হাওয়া আবার কে?:):)
মুছে ফেলুন


৫৪. ১৮ ই মে, ২০১০ রাত ১০:১৫

এরশাদ বাদশা বলেছেন: ফিফা হইলো বিশ্ব ফুটবলের পরিচালক সংস্থা।

আশ্চর্য, আপনে এইটাও জানেন না?? :P :P ;)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১০:৩৫

লেখক বলেছেন: আপনি আমার জ্ঞানের পরিধি অনেকখানি বাড়িয়ে দিলেন। বিশাল পুকুরের পাড়ে দাঁড়িয়ে মনে হচ্ছে, আজও আমি মাত্র এক বালতি পানির সমান জ্ঞান আহরণ করতে পারি নি। আপনাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না:):)


মুছে ফেলুন


৫৫. ১৮ ই মে, ২০১০ রাত ১০:৩১

আমি ছাড়া সবাই ভাল বলেছেন: প্রাক্তন আফুনি :) লুলুগো পিছনে এমতে লাগলেন কেনু?

এই অধমও লুলুগো পিছনে আছি বহুত দিন ধইরা

গরীবখানায় দাওয়ান না দিয়া পারলাম না ;)

Click This Link
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১০:৩৭

লেখক বলেছেন: আপু:) আমি লুলদের পেছনে লাগি নি, কেবল তাঁদেরকে একটু উৎসাহ দিচ্ছি, এই আর কী:):)
মুছে ফেলুন


৫৬. ১৮ ই মে, ২০১০ রাত ১০:৩৭

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

ব্যাপারস না ! এইটাতো আদিকাল থেইকা হইয়া আসতেছে ! মানে ব্লগের আদিকাল ! :)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১০:৪০

লেখক বলেছেন: জি আপু:) এটা মোটেও কোনো ব্যাপারস না:):) আর এ ব্যাপারটা ছাড়া তো অন্য কোনো ব্যাপারসও থাকতে পারে না, তাই না আপু? :):):)
মুছে ফেলুন


৫৭. ১৮ ই মে, ২০১০ রাত ১০:৫৭

শামীম শরীফ সুষম বলেছেন: ধরি ,

বাংলাদেশের কাকের সংখ্যা x
তাহলে কবির সংখ্যা = x+y

লুল কবির সংখ্যা = 3x(x+y)

সেই কবি , z = ?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১১:০০

লেখক বলেছেন: ওটা বের করার পবিত্র দায়িত্ব আপনাকে দিলাম:):)
মুছে ফেলুন


৫৮. ১৮ ই মে, ২০১০ রাত ১০:৫৮

নতুনছেলে বলেছেন: আপনার কমেন্টের স্টাইল দেখলেই বুজা যায় আপনি আপু না ভাইয়া । আঙ্কেল বা আন্টিও হতে পারেন :P :P । আর যদি আপনি ভাইয়া বা আঙ্কেল হয়ে থাকেন তবে আপনার মাঝে আপু বা আন্টির গুণাবলী রয়েছে যা আপনার কমেন্ট স্টাইল দেখলে বুজা যায়।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১১:০৩

লেখক বলেছেন: আপু, প্রথমে বললেন আমার কমেন্টের স্টাইল দেখলেই বোঝা যায় আমি আপু না, ভাইয়া। শেষ বাক্যে বললেন, আর যদি আপনি ভাইয়া বা আঙ্কেল হয়ে থাকেন তবে আপনার মাঝে আপু বা আন্টির গুণাবলী রয়েছে যা আপনার কমেন্ট স্টাইল দেখলে বুজা যায়। দুটি বাক্য পরস্পরবিরোধী লিখে ফেললেন যে:):):)

যাক, আমাকে নিয়ে গবেষণা হচ্ছে দেখে ভালো লাগলো।
মুছে ফেলুন


৫৯. ১৮ ই মে, ২০১০ রাত ১১:০২

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: এত তেনা পেচাইতেছেন ক্যান?

কাউরে বেইজ্জতি করতে চাইলে কইরা ফালান। আপ্নেরে তো কেউ বাইন্ধা রাখে নাই। অযথা অরুচিকর একটা বিষয় নিয়া তেনা প্যাচানি ভাল্লাগে না।

আর এতই যখন খারাপ লাগে তারে ব্লক করেন নাই ক্যান?
অথবা আপ্নের মনের কথা তারে ডাইরেক্ট কইলেই পারতেন। তা ন কইরা আলাদা পুস্ট দিয়া মাইনষেরে বেইজ্জতি করার চেষ্টা করতাছেন।

আপ্নের মানসিকতা ভালো লাগল না।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১১:০৮

লেখক বলেছেন: ওয়াও:):):) গট ইয়্যু আউট অব হেড:):) প্লিজ লার্ন সাম হিউমার:( ইয়্যু আর ফার এ ব্যাকবেঞ্চার, ম্যান:):)
মুছে ফেলুন


৬০. ১৮ ই মে, ২০১০ রাত ১১:০৫

এরশাদ বাদশা বলেছেন: @দূরন্ত- মন্তব্যের সংখ্যা ২০০র ঘর পেরুলেই তিনি ওই কবির নাম প্রকাশ করবনে, তার আগে নয়।

হামা তো এই আপ্পিরে ফিফা কয়!!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১১:১২

লেখক বলেছেন: আরে ধূর, আপনি কী যে বলেন, আপু:):)
মুছে ফেলুন


৬১. ১৮ ই মে, ২০১০ রাত ১১:০৮

স্পেলবাইন্ডার বলেছেন:

দুরন্ত স্বপ্নচারীর উপরের কমেন্টের সাথে একমত।

@ লেখক

আপনার নিজের চেহারা আগে আয়নায় দেখেন।
অযথা একটা ফালতু বিষয় নিয়ে তেনা প‌্যাচানো দেখলে বিরক্ত লাগে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৬২. ১৮ ই মে, ২০১০ রাত ১১:১২

নতুনছেলে বলেছেন: আপনার কমেন্টের স্টাইল দেখলেই বুজা যায় আপনি আপু না ভাইয়া ।
তার মানে হল আপনি আপু।

আর যদি আপনি ভাইয়া হয়ে থাকেন তবে আপনার মাঝে আপু বা আন্টির গুণাবলী রয়েছে যা আপনার কমেন্ট স্টাইল দেখলে বুজা যায়।
বাইচান্স আমার যদি ভুল হয়েও থকে যে আপনি ভাইয়া সে ক্ষেত্রে লাস্টের লাইনটি প্রযোজ্য

এখানে তো পরস্পর বিরোধী কিছু দেখছি না ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১১:১৪

লেখক বলেছেন: ওকে ওকে:):) কাল বলবো:)
মুছে ফেলুন


১৯ শে মে, ২০১০ সকাল ৯:১২

লেখক বলেছেন: আপনার কমেন্টের স্টাইল দেখলেই বুজা যায় আপনি আপু না ভাইয়া ।
তার মানে হল আপনি আপু। তার মানে হল আপনি আপু। ... এমন কথা আগুনেও ভিজে না, পানিতেও পোড়ে না:):):) আপনি বলছেন, আমার কমেন্ট দেখলেই বোঝা যায় আমি একজন পুরুষ মানুষ (ভাইয়া); কমেন্টের পুরুষালি বৈশিষ্ট্য দেখেই আপনার এ ধারণা হয়েছে; আর যদি আপনি ভাইয়া হয়ে থাকেন তবে আপনার মাঝে আপু বা আন্টির গুণাবলী রয়েছে যা আপনার কমেন্ট স্টাইল দেখলে বুজা যায়। এ ফুলিশ স্টেটমেন্ট!!! পুরুষালি গুণাবলি দেখে আমাকে ভাইয়া ঠাওরালেন, আবার ভাইয়া হয়ে থাকলে তাতে মেয়েলি গুণাবলি কিভাবে আসে? কথা একটু বুঝেশুনে বলা উচিৎ না, কী বলেন, ম্যাডাম?
মুছে ফেলুন


৬৩. ১৮ ই মে, ২০১০ রাত ১১:১৭

এরশাদ বাদশা বলেছেন: আগে ১টা মাইনসাও ছিলোনা। এখন অলরেডি ৪ টা হয়ে গেছে। সহৃদয় ব্লগাররা নেক নেজর দিলে আরো বাড়তে থাকবো। আর ত্যানা না প্যাচাইয়া বইলা দ্যান। আর নাইলে অফ যান।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৮ ই মে, ২০১০ রাত ১১:২০

লেখক বলেছেন: বাদশা ভাই, ত্যানা পেঁচালাম কোথায়? কেউ যদি মাইনাস দিয়ে শান্তি পায়, দিক না:):) শান্তি গ্রহণের কতো পদ্ধতি আছে:):)
মুছে ফেলুন


৬৪. ১৯ শে মে, ২০১০ রাত ১২:৩৪

উন মানুষ বলেছেন: জীবনে আপনি কোনদিন লুল ফেলেন নি? কোনদিন না? কারো অজান্তেও না?

আপনি জীবনে যত পাপ করছেন গোপনে (একবার নিজের দিকে তাকায় দেখেন), সেই সব অপ্রকাশিত পাপ নিয়ে আপনারে কেউ ঝুলাইলে তখন কেমন লাগবে আপনার?

আমি পাপীর পক্ষে না। কিন্তু তাই বলে "কইয়া দিলাম" "কইয়া দিলাম" টাইপ আচরন করে ব্লাকমেইলিং এর পক্ষেও না। আপনি স্ট্রেইট বলেন আপনার অভিযোগ কি? তাইলেই তো হয়।

এইটা এমন কোন বিষয় না যে আপনি এইভাবে ব্যাপারটা প্রকাশ করবেন। লুল ধরার মহান দায়িত্ব বিধাতা আপনারে দিছে আপনি সাইয়্যাগিরি করে আপনার দায়িত্ব পালন করেন। আপনারে এই মহান দায়িত্ব পালনএ কেউ আটকাইতাছে না। বাট এই ম্যাটার নিয়ে রিপোস্টও মারতে হয়?

বুঝলাম না। আপনি কি তারে ব্লাকমেইল করে কিছু আদায় এর ট্রাই করছেন? তাই তো মনে হচ্ছে।

মাইনাস। ও রিপোর্টেড।

কারনঃ ব্লাকমেইলিং এর প্রচেষ্টা।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ রাত ১২:৩৯

লেখক বলেছেন: আমি কোন্‌ কমেন্টে ঐ কবির নাম বলতে চেয়েছি? তাঁর নাম বলা গেলে তো শুরুতেই বলতাম:):)
মুছে ফেলুন


৬৫. ১৯ শে মে, ২০১০ রাত ১২:৫০

উন মানুষ বলেছেন: তাই? ৫,৬,১৪,১৫,২৩ নং কমেন্টে তাহলে আপনি কি করেছেন? আপনি নাম যদি নাই বলবেন হিন্টস কেন দিচ্ছেন?

বুঝলাম। এটা তাহলে তাকে একটা ভয় দেখানোর চেষ্টা। "বললাম" "এই বলে দিলাম" "বলে দিলাম কিন্তু" ................... এই টাইপ এর। নাকি?

আপনি বলেছেন, "তাঁর নাম বলা গেলে তো শুরুতেই বলতাম"। ওকে। নাইস। আপনি তার নাম বলবেন না। মেনে নিলাম।

তাহলে আপনি এই পোস্ট রিপোস্টও করছেন কেন? তাহলে তো আমার ধারনাই ঠিক, আপনি তাকে ভয় দেখিয়ে ব্লাকমেইল করার ট্রাই করছেন।


অফটপিকঃ একজন ছেলে তার বান্ধবীর সাথে প্রেমের অভিনয় করে গোপন মুহুর্তের ছবি ধারন করে তাকেও নিশ্চয়ই এইভাবে ব্লাকমেইল করে, "বললাম" "এই বলে দিলাম" "বলে দিলাম কিন্তু" ---- এই জাতীয় ভাষায়।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ রাত ১২:৫৪

লেখক বলেছেন: আপনার সেন্‌স অব হিউমার খুব উঁচু মানের:)
মুছে ফেলুন


৬৬. ১৯ শে মে, ২০১০ রাত ১২:৫৩

নাজমুল আহমেদ বলেছেন: বালছাল লইয়া এত ত্যানা না প্যাচাইলেও চলে
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ রাত ১২:৫৪

লেখক বলেছেন: হ্যালো কবি, কেমন আছেন? :):)
মুছে ফেলুন


৬৭. ১৯ শে মে, ২০১০ রাত ১:০১

নাজমুল আহমেদ বলেছেন: আপ্নি ভুল নাম্বারে ডায়াল করেছেন। অনুগ্রহ পূর্বক সঠিক নাম্বার জেনে আবার ডায়াল করুন
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ সকাল ৯:৩৬

লেখক বলেছেন: সব লোকেই কবি; ভুল নাম্বারটাও একজন কবির নাম্বারই বটে:)
মুছে ফেলুন


৬৮. ১৯ শে মে, ২০১০ রাত ২:০২

টানজিমা বলেছেন: চিআচিপচিনি কাএকাতো হাঅহাসহাতহার্ক রাকেরান? :|
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ সকাল ৯:৩৭

লেখক বলেছেন: হাহাহাহাহাহাহা
মুছে ফেলুন


৬৯. ১৯ শে মে, ২০১০ রাত ২:১২

জিকসেস বলেছেন: ও এইটা পোলা। এইখানে তাইলে আর কাম নাই।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ সকাল ৯:৩৭

লেখক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
মুছে ফেলুন


৭০. ১৯ শে মে, ২০১০ রাত ৩:৪১

উন মানুষ বলেছেন: @তানজিমাঃ আপনি এত অসতর্ক কেন? ;) ;)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ সকাল ৯:৩৮

লেখক বলেছেন: পথেঘাটে চলার কালে সতর্কতাই আপনাকে নিরাপত্তা দেবে। তাই সতর্ক থাকুন:):)
মুছে ফেলুন


৭১. ১৯ শে মে, ২০১০ ভোর ৪:১৭

অ্যামাটার বলেছেন: @নাহিদ ভাইঃ কূল। দেয়ার'জ নাথিং টু বি সো সিরিয়াস। মজা লাগতেছে:)
@বাদশা ভাই, রণক্লান্ত, জীবনানন্দ; আমি কিন্তু সিরিয়াস। লেখকরে অনুরোধ করি, ব্রেইন স্টর্মিং কোনও একটা হিন্ট দিতে, আপনাগো আগেই ধরতে পারব, আশা রাখি।

উপরে কমেন্টকারীদের মাঝে একজনের কিন্তু এই ব্যারাম টা আছে, তিনি চোরের মন পুলিশ পুলিশ বইলা একটা কঠোর কিন্তু সন্ত্রস্থ মন্তব্য করে গেছেন। হিন্টঃ এই পোষ্টে তার একটাই মন্তব্য, অবশ্য কখনও কখনও একাই গোটা পঞ্চাশেক মন্তব্য করেন;)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ সকাল ৯:৪৪

লেখক বলেছেন: কিছু হিন্ট : তিনি লুলকবি হিসাবে পরিচিত নন; তাঁর অতোটা পরিচিতিও নেই ব্লগে; তবে সাধারণের চেয়ে একটু ভালো কবিতা লেখেন, এবং কবিতাগুলো মিনমিনে, অর্থাৎ কোনো বৈচিত্র্য নেই, তাঁর সব কবিতাই একই কবিতা মনে হয়।

কিন্তু স্বভাবদোষেই মনে হয় তিনি আমাকে নারী ঠাওরে অন্তরঙ্গ হতে চেয়েছিলেন। যেসব কবিতায় তিনি কমেন্ট করেছিলেন আমি 'নারী' থাকা অবস্থায়, পরে তার চেয়ে ভালো কবিতায়ও তাঁকে আর দেখা যায় নি:):)

এবার খুঁজে নিন:):):)

কঠিন না কাজটা?
মুছে ফেলুন


৭২. ১৯ শে মে, ২০১০ ভোর ৪:৩৬

এরশাদ বাদশা বলেছেন: @অ্যামাটার- ধূরো ভাই, শেষ রাইতে আসছেন আবার খুচাইতে!!!!

আপনি কাকে মিন করছেন ধরতে পারিনাই। কারো নাম নিতে চাইনা, বইলা দ্যান। নাকি আপনিও পোস্ট দাতার মতো ড্রামা করবেন?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ সকাল ৯:৪৫

লেখক বলেছেন: কুল কুল কুল:):):)
মুছে ফেলুন


৭৩. ১৯ শে মে, ২০১০ ভোর ৪:৪৯

অ্যামাটার বলেছেন: ওকে বাদশা ভাই, ড্রামা না। একটা মন্তব্য তো আমারও আছে, তাইলে আমি নিজেই:)

যাকগা, আমি কিন্তুক এই আসলেই চোর ধরার ব্যাপারে হালকা সিরিকাস। লেখক কিছু হিন্ট দিতে পারে;
১) তার নিক টা কি ছদ্ম নামের, নাকি আকিকা করানো?
২) তিনি কি ইতিপূর্বে লুল অভিযোগে ব্যাপক কিংবা স্বল্প মাত্রায় আলোচিত/নিন্দিত?
৩) তার নিকের বয়েস কত? দুই বছরের বেশী না কম?

আমার প্রাথমিক সন্দেহের তালিকায় তাবৎ আদম সন্তান আছে, কেবল তিনজনেরে রাখছি না।,
১) দরিদ্র ইলিয়াস, ২) কালপুরুষ দা ৩) আপনি যেটা বললেন, আশরাফ ভাই।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: হিন্ট আগেই দিয়েছি। তবে আপনার লিস্টের কবিরা সবাই আমার খুব প্রিয়।
মুছে ফেলুন


৭৪. ১৯ শে মে, ২০১০ ভোর ৪:৫৩

এরশাদ বাদশা বলেছেন: এই সবুজ অঙ্গনরে হিন্টস দিতে বললে আরো দুইদিন পিছাইবো ডেইট। দরকার নাই হিন্টস এর। সরাসরি কইলে কইবো, নাইলে নাই।

জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ সকাল ৯:৪৭

লেখক বলেছেন: হিন্টস দিয়েছি। গেস করুন এখন।
মুছে ফেলুন


৭৫. ১৯ শে মে, ২০১০ ভোর ৪:৫৬

এরশাদ বাদশা বলেছেন: আর আমি আশরাফ ভাইয়ের নাম কইছি সেটা আপনেরে কে বললো। উপরে ব্লগের কবিদের একটা তালিকা দিছিলাম। সেইটাতে আশরাফ ভাই বাদ পড়ছিলেন। তাই তার নাম যোগ করতে বলছিলাম।

আর আমি আপ্পির ব্লগ ঘুরছি আইজ। নাম বাইর করার লাইগ্যা। একটা মন্তব্যই পাইছি উল্লেখ করার মতো। কিন্তু সেইটা লুল হিসেবে ধরা যায়না। এই আপ্পি যেমন কইলো- বিনয়ে গদগদ হইয়া মন্তব্য, সেরম কিছুনা। ওইডা কালপুরুষদার মন্তব্য।

জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: খামোখাই ঘুরলেন:( এবং ঘুরবেন যে অনকেই সেটা জানতাম, তাই ওটা আর ওপেন রাখা হয় নি:(:(:(
মুছে ফেলুন


৭৬. ১৯ শে মে, ২০১০ ভোর ৫:০০

অ্যামাটার বলেছেন: ওপস...ভুল বোঝাবুঝি। কিন্তু এখন তো মনে হইতেছে আপ্পিই ব্লাইন্ড খেলতেছেB:-)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: নাহ্‌:(
মুছে ফেলুন


৭৭. ১৯ শে মে, ২০১০ ভোর ৫:০১

এরশাদ বাদশা বলেছেন: হামা বললো- আপ্পি নাকি ফিফা!!! @ অ্যামাটার ;)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ সকাল ১১:০৯

লেখক বলেছেন: এটা অবশ্য আমার জানা নাই:)
মুছে ফেলুন


৭৮. ১৯ শে মে, ২০১০ ভোর ৫:২৫

কঠিনলজিক বলেছেন: একটা কথা কই এই নিরীহ পোস্ট হিট হইল কেলা? লুলের খোঁজে নাকি সকল সাধুর অন্তরে ঘুমিয়ে আছে তার লুলা ?
আমিই বা কেন আইলাম ?
বড়ই চিন্তার বিষয় B:-)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ সকাল ১১:১৯

লেখক বলেছেন: চিন্তায় ফেলে দিলেন:(
মুছে ফেলুন


৭৯. ১৯ শে মে, ২০১০ সকাল ১১:০০

সবাক বলেছেন:
বিশ্বাস করেন দাদা, ওই কবি আমি না :(
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ সকাল ১১:২১

লেখক বলেছেন: আমিও শতভাগ নিশ্চিত এ ব্যাপারে:):)
মুছে ফেলুন


৮০. ১৯ শে মে, ২০১০ সকাল ১১:০৯

ডট কম ০০৯ বলেছেন: সকল কবিদেরকে আপনি কাঠগড়ায় দাড় করাইয়া খুব মজা লইতাছেন পোলা না মাইয়া সেইডা সেক্স এর সময় দরকার তাছাড়া তো লাগে না।

ফটাফট কবির নাম বলেন
নইলে চুপ থাকেন।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ সকাল ১১:২৫

লেখক বলেছেন: সকল কবিই কি ছেলেদের ব্লগ না পড়ে কেবল মেয়েদের ব্লগ পড়েন? :):):):) আপনাকে তো সবার ব্লগই পড়তে দেখি:):) যাঁর কথা বলেছি তিনি আমাকে যদ্দিন মেয়ে ভাবতেন ততোদিন আমার কবিতা পড়তেন, ছেলে জেনে ফেলার পর কেবল গতকাল এসে এই পোস্টটা দেখে লজ্জা পেয়ে নীরবে চলে গেছেন, কোনো মন্তব্য না রেখেই:):) আর, তাঁকে অনলাইন দেখলেই কেবল হাসি পায়:):):)
মুছে ফেলুন


৮১. ১৯ শে মে, ২০১০ সকাল ১১:১২

তাজা কলম বলেছেন: ব্লগীয় লুল নিয়ে মাঠ পর্যায়ে গবেষণা হওয়া জরুরী। আমি একবার শুরু করেছিলাম, সময়াভাবে শেষ করতে পারিনি। পড়ে দেখতে পারেন-

লুল-এর উৎস অনুসন্ধানে-
Click This Link
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: হাহাহাহাহা:):) জনাব, ওটা আমি যথাসময়ে পড়ে মন্তব্যও করেছিলাম:):)

যিনি নারীপুরুষ সবার ব্লগেই নিরপেক্ষভাবে মন্তব্য করেন সমান হারে, তিনি একজন ব্যালানস্‌ড ব্লগার।

যিনি যিনি নারীপুরুষ সবার ব্লগেই মন্তব্য করেন, তবে নারীদের ছাইভষ্ম লেখাকেও অতি উচ্চমার্গের লেখা বলে ড্রামের পর ড্রাম তেল ঢালতে থাকেন, অথচ পুরুষ ব্লগারের লেখায় মাইনাস সহ নেগেটিভ কমেন্ট করেন, তিনি একজন সাধারণ লুল।


যিনি কেবল নারী ব্লগারের ব্লগেই ঘোরাঘুরি করেন, মন্তব্য করেন, এবং নারীদের ছাইভষ্ম লেখাকেও অতি উচ্চমার্গের লেখা বলে ড্রামের পর ড্রাম তেল ঢালতে থাকেন, তিনি একজন চরম লুল।

যিনি কেবল নারী ব্লগারের ব্লগেই ঘোরাঘুরি করেন, মন্তব্য করেন, তবে নারীদের ছাইভষ্ম লেখাকে যেমন ছাইভষ্ম বলতে দ্বিধাবোধ করেন না, আবার ভালো লেখারও মূল্যায়ন করেন, তিনি একজন সাহসী লুল।

আরও নানা ধরণের লুল থেকে থাকবেন:)

এবার নিজের পরিচয় খুঁজে দেখা যাক:):):)
মুছে ফেলুন


৮২. ১৯ শে মে, ২০১০ দুপুর ১২:১০

অলস ছেলে বলেছেন: হ আপনি জিতসেন। জাতীয় লুল কমিটি আপনাকে ২০১০ এর সেরা লুলসার্চার পুরস্কার দিবে। এত ত্যানা পেচানি দেখে অতিষ্ঠ হয়ে মনে হলো বলি, লুলাইলে সমস্যা কি? মেয়ে হলে এদিকে আসেন আর পুলা হলে ঐদিকে যান। যেইনা বাহারি সব কবিতা, বিরল দুই একজন ছাড়া কাকের পালের বাকি সবের ধান্দা ঐ এক জায়াগতেই, ফক্সহোল।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: যেইনা বাহারি সব কবিতা, বিরল দুই একজন ছাড়া কাকের পালের বাকি সবের ধান্দা ঐ এক জায়াগতেই, ফক্সহোল।

এর চেয়ে বিশুদ্ধ কথা আর হওয়া সম্ভব না:)
মুছে ফেলুন


৮৩. ১৯ শে মে, ২০১০ দুপুর ১২:১৬

ইসমাঈলভাই বলেছেন: ওহে কবি, আপনি বরং রম্য লিখুন,,, ভালো করবেন। আত্ম প্রচার করার নতুন পদ্ধতি ভালোই লাগল। আমরা লুল কবিকেও চিনতে পারিনি... বরঞ্চ আপনার মত জেন্ডার কনফিউজড্ হয়ে যাচ্ছি।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: কেমন আছেন ইসমাঈল ভাই? কথা হয় না অনেক দিন:( ভুলে গেছেন?:(
মুছে ফেলুন


৮৪. ১৯ শে মে, ২০১০ দুপুর ১২:২৫

রেজোওয়ানা বলেছেন: এই পোষ্ট টা এর আগেও দিয়েছিলানে দেখছি /:) :|
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ দুপুর ১২:৩০

লেখক বলেছেন: কোথায়? :(
মুছে ফেলুন


৮৫. ১৯ শে মে, ২০১০ দুপুর ১২:৪৪

তেলাপোকা বলেছেন:
দেখেন ভাই, আমরা কম বেশি সবাই লুল। পুরুষরা লুল না হইয়া পারে? সে বউয়ের লগে লুলামী কিংবা গার্ল ফ্রেন্ডের লগে!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে মে, ২০১০ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: হাহাহাহাহা:) খাসা বলেছেন:):)
মুছে ফেলুন


৮৬. ১৯ শে মে, ২০১০ দুপুর ১:১৩

ফাহাদ চৌধুরী বলেছেন: পাপী ০০৭ বলেছেন: কেডায় আফা?;)

=========================

লেখক বলেছেন: আমি যখন লগ-ইন করি, তিনি তখন অনলাইন ছিলেন। ধারণা করা যায় যে তিনি লগ্‌ড-আউট হয়ে আমার ব্লগে দেয়া তাঁর মন্তব্যগুলো খুঁজে খুঁজে এরূপ ভণ্ডামি কোথায় করেছেন তা বের করার চেষ্টা করছেন এখন:):):)

;) ;) ;)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৮৭. ১৯ শে মে, ২০১০ দুপুর ১:৪০

উন মানুষ বলেছেন: লেখক, ভেবেছিলাম মন্তব্য করব না আর কিন্তু স্পেল বাইন্ডার নামক এক ব্লগারকে ব্লক করেছেন আপনি, এটা জেনে আরেকবার ঢুকতে হল আপনার এই অসাধারন ব্লগটিতে।

আপনি মোট পোস্ট করেছেন ২৩টি। এর মধ্যে ১১ টিরই হিট ১০০ এর নিচে, ৭টির হিট ২০০ এর নিচে।

আপনার লেখা পড়ে বুঝলাম, আপনি মূলত কবিতা লিখেন ব্লকে। আপনার ২৩টি পোস্টের ১১টি কবিতা। যার ১০০ এর নিচে হিট ৮টিতে, ২০০ এর নিচে হিট ৩টিতে।

আপনার সবচাইতে হিট লেখা, বর্তমান পোস্ট। বিষয়বস্তঃ "এক ব্লগীয় কবির কথা, যিনি ভেবেছিলেন আমি একটা মেয়ে, আর আমার কবিতায় বিনয়-গদগদ মন্তব্য করেছিলেন" । হিট সংখ্যাঃ ৯৮০

পরবর্তী হিট লেখাঃ "মেয়েদের ব্লগে আমার বিনয় ঝরে পড়ে; মন্তব্য প্রকাশের কিছু ধরণ"। হিট সংখ্যাঃ ৮৮৪

উল্লেখ্য, আপনি আপনার ২৩টি পোস্টে মোট হিট পেয়েছেন, ৪৯৩৮টি। যার মধ্যে ১৮৬৪টি হিট ই এই দুটি পোস্ট এ। অর্থাৎ এই দুটি পোস্টেই আপনি হিট পেয়েছেন আপনার মোট হিটের ২৬%এরও বেশী।

অর্থাৎ, আপনি এই "লুল" টপিকটিকে আপনার হিট বাড়ানোর কৌশল হিসেবে নিয়েছেন। আপনি বুঝেছেন এই জাতীয় টপিক ছাড়া আপনার ৫০০-৬০০ হিট ছাড়ানো লেখা, লেখা সম্ভব না।

আর আমরা বলদ ব্লগাররা আপনার সেই ফাদেই পা দিয়েছি। ইনফ্যাক্ট আমি নিজেই তো সম্ভবত ১০০ এর বেশী হিট করে ফেললাম আপনার ব্লগে এত কিছু দেখতে যেয়ে।

যা হোক, ব্লগে হিট বাড়ানোর কত কৌশল ই তো আছে। আপনি না হয় নিলেন একটা। তো কি হৈছে? হিট বাড়ানোর উপায় তো একটা হতে হবে। তা সে যেভাবেই হোক।

এখন তো সন্দেহ হয় সেই যে অজানা মূলা আপনি ব্লগারদের সামনে ঝুলিয়েছেন, সেনই নিক এর মালিক আপনি নিজেই কিনা। আল্লাহই জানেন আসল কাহিনী কি!!

আমি আপনার এই জাতীয় লেখার মাধ্যমে হিট বাড়ানোর সাফল্যের উত্তরোত্তর উন্নতি কামনা করছি। এছাড়া আপনার উপায়ও মনে হয়না আছে। কিপিটআপ।

আরেকটা কথা, ৬৮নং কমেন্টে টানজিমা নামক ব্লগার সাংকেতিক ভাষায় একটা কথা বলতে চেয়েছেন, যেটি ৭০নং কমেন্টে আমি বুঝতে পেরে লিখে দিয়েছি। কথাটা আপনাকে উদ্দেশ্য করে আমার বলা না।

@অ্যামাটার............. হাসলাম বেরাদার। আর কিছু বললাম না। যা বলার আগের ২টি মন্তব্যে বলেছি। বাকিটুকু এই মন্তব্যে কমপ্লিট দিলাম।

@লেখক, দয়া করে বলবেন কি স্পেলবাইন্ডারকে কেন ব্যান করেছেন? না পিছলাইয়া উত্তরটা দেন।


জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন



Link to Somewherein Blog

রবিবার, ২৭ জুন, ২০১০

বিশ্বকাপ ফুটবলে এ পর্যন্ত অর্জিত ফলাফল ও দলগুলোর অবস্থান; শেষ ১৬-তে সম্ভাব্য দলগুলো, এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন দলটি

বিশ্বকাপ ফুটবলে এ পর্যন্ত অর্জিত ফলাফল ও দলগুলোর অবস্থান; শেষ ১৬-তে সম্ভাব্য দলগুলো, এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন দলটি
১৯ শে জুন, ২০১০ ভোর ৪:০২


আজ পর্যন্ত খেলার ফলাফলের ভিত্তিতে দলগুলোর অবস্থান নিম্নরূপ :

গ্রুপ এ

উরুগুয়ে খেলা ২ জয় ১ হার ০ ড্র ১ পয়েন্ট ৪
মেক্সিকো খেলা ২ জয় ১ হার ০ ড্র ১ পয়েন্ট ৪
ফ্রান্স খেলা ২ জয় ০ ড্র ১ হার ১ পয়েন্ট ১
সাউথ আফ্রিকা খেলা ২ জয় ০ ড্র ১ হার ১ পয়েন্ট

এই গ্রুপে উরুগুয়ে-মেক্সিকো এবং ফ্রান্স-সাউথ আফ্রিকার খেলা বাকি আছে। উরুগুয়ে-মেক্সিকো খেলা ড্র হলে এ দু দলই পরের রাউন্ডে যাবে। এ ম্যাচের পরাজিত দল, আর সাউথ আফ্রিকা-ফ্রান্সের খেলায় ফ্রান্স বিজয়ী হলে দু দলের পয়েন্ট সমান হবে। কিন্তু গোল ব্যবধানে ফ্রান্স অনেক পিছিয়ে আছে; সাউথ আফ্রিকার অবস্থাও এমনই। সব বিবেচনায় পরের রাউন্ডে উরুগুয়ে আর মেক্সিকো যাবে বলে আমার ধারণা।


গ্রুপ বি

আর্জেন্টিনা খেলা ২ জয় ২ ড্র ০ হার ০ পয়েন্ট ৬
দঃ কোরিয়া খেলা ২ জয় ১ ড্র ০ হার ১ পয়েন্ট ৩
গ্রিস খেলা ২ জয় ১ ড্র ০ হার ১ পয়েন্ট ৩
নাইজেরিয়া খেলা ২ জয় ০ ড্র ০ হার ০ পয়েন্ট ০

আর্জেন্টিনা-গ্রিসের খেলায় আর্জেন্টিনা জিতলে, দঃ কোরিয়া-নাইজেরিয়ার খেলায় নাইজেরিয়া জিতলে, দঃ কোরিয়া, গ্রিস আর নাইজেরিয়ার পয়েন্ট সমান হবে। গোল ব্যবধানে নাইজেরিয়া সবার পেছনে; এশিয়ার দঃ কোরিয়া নাইজেরিয়াকে হারানো গ্রিসকে পরাজিত করবে বলে আমার ধারণা। পরের রাউন্ডে আর্জেন্টিনার সাথে দঃ কোরিয়াই যাচ্ছে।


গ্রুপ সি

স্লোভেনিয়া খেলা ২ জয় ১ ড্র ১ হার ০ পয়েন্ট ৪
ইউএসএ খেলা ২ জয় ০ ড্র ২ হার ০ পয়েন্ট ২
ইংল্যান্ড খেলা ২ জয় ০ ড্র ২ হার ০ পয়েন্ট ২
আলজেরিয়া খেলা ২ জয় ০ ড্র ১ হার ১ পয়েন্ট ১

ইংল্যান্ড স্লোভেনিয়াকে এবং ইউএসএ আলজেরিয়াকে হারিয়ে ইংল্যান্ড ও ইউএসএ পরের রাউন্ডে যাবে। ২ গোলে পিছিয়ে থেকেও সমতা অর্জন আমেরিকাকে উজ্জীবিত রাখবে পরের ম্যাচে জেতার জন্য।


গ্রুপ ডি

জার্মানি খেলা ২ জয় ১ ড্র ০ হার ১ পয়েন্ট ৩
ঘনা খেলা ২ জয় ১ ড্র ০ হার ১ পয়েন্ট ৩
সার্বিয়া খেলা ২ জয় ১ ড্র ০ হার ১ পয়েন্ট ৩
অস্ট্রেলিয়া খেলা ১ জয় ০ ড্র ০ হার ১ পয়েন্ট ০

ঘানা এই গ্রুপের দুর্বলতম দল অস্ট্রেলিয়ার কাছে জিতবে, জার্মানির সাথে হারলেও ঘানার পয়েন্ট হবে ৬। সার্বিয়াও অস্ট্রেলিয়াকে হারিয়ে ৬ পয়েন্ট অর্জন করবে। ঘানা ও সার্বিয়ার পয়েন্ট সমান হলে গোল ব্যবধান ভূমিকা নেবে; ঘানা এগিয়ে। আমার ধারণা জার্মানি আর ঘানাই পরের রাউন্ডে যাবে।


গ্রুপ ই

নেদরাল্যান্ড খেলা ১ জয় ১ ড্র ০ হার ০ পয়েন্ট ৩
জাপান খেলা ১ জয় ১ ড্র ০ হার ০ পয়েন্ট ৩
ক্যামেরুন খেলা ১ জয় ০ ড্র ০ হার ১ পয়েন্ট ০
ডেনমার্ক খেলা ১ জয় ০ ড্র ০ হার ১ পয়েন্ট ০

এখনো সবার ২টি করে খেলা বাকি। তবে মনে হচ্ছে নেদারল্যান্ড আর জাপান পরের রাউন্ডে যাবে।


গ্রুপ এফ
প্যারাগুয়ে খেলা ১ জয় ০ ড্র ১ হার ০ পয়েন্ট ১
ইটালি খেলা ১ জয় ০ ড্র ১ হার ০ পয়েন্ট ১
নিউজিল্যান্ড খেলা ১ জয় ০ ড্র ১ হার ০ পয়েন্ট ১
স্লোভাকিয়া খেলা ১ জয় ০ ড্র ১ হার ০ পয়েন্ট ১

এখানেও সবার ২টি করে খেলা বাকি। মনে হচ্ছে ইটালি আর প্যারাগুয়ে পরের রাউন্ডে যাবে।


গ্রুপ জি
ব্রাজিল খেলা ১ জয় ১ ড্র ০ হার ০ পয়েন্ট ৩
আইভরি কোস্ট খেলা ১ জয় ০ ড্র ১ হার ০ পয়েন্ট ১
পর্তুগাল খেলা ১ জয় ০ ড্র ১ হার ০ পয়েন্ট ১
উঃ কোরিয়া খেলা ১ জয় ০ ড্র ০ হার ১ পয়েন্ট ০

ব্রাজিল আর আইভরি কোস্টের জন্য আমার ভোট থাকলো।


গ্রুপ এইচ
চিলি খেলা ১ জয় ১ ড্র ০ হার ০ পয়েন্ট ৩
সুইজারল্যান্ড খেলা ১ জয় ১ ড্র ০ হার ০ পয়েন্ট ৩
হন্ডুরাস খেলা ১ জয় ০ ড্র ০ হার ১ পয়েন্ট ০
স্পেন খেলা ১ জয় ০ ড্র ০ হার ১ পয়েন্ট ০


অঘটন সত্ত্বেও স্পেন শেষ পর্যন্ত পরের রাউন্ডে যাবে, আর যাবে সুইজারল্যান্ড।



২য় রাউন্ডে সম্ভাব্য মুখোমুখি


উরুগুয়ে-দঃ কোরিয়া

ইউএসএ-ঘানা

নেদারল্যান্ড-প্যারাগুয়ে

ব্রাজিল-স্পেন

আর্জেন্টিনা-মেক্সিকো

ইংল্যান্ড-জার্মানি

ইটালি-জাপান

সুইজারল্যান্ড-আইভরি কোস্ট


সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল

উরুগুয়ে-ঘানা

আর্জেন্টিনা-জার্মানি

নেদারল্যান্ড-ব্রাজিল

ইটালি-আইভরি কোস্ট


সম্ভাব্য সেমিফাইনাল

জার্মানি-ঘানা

ব্রাজিল-ইটালি


তাহলে ফাইনালে

ইটালি-জার্মানি


চ্যাম্পিয়ন : জার্মানি





প্রকাশ করা হয়েছে: খেলাধুলা বিভাগে । সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১০ ভোর ৪:০২


* ১৮ টি মন্তব্য
* ৩৯৭ বার পঠিত,


পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ৭ জনের ভাল লাগেনি



১. ১৯ শে জুন, ২০১০ ভোর ৪:০৫

রাজসোহান বলেছেন: হুহ
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে জুন, ২০১০ ভোর ৪:০৬

লেখক বলেছেন: :(:(:(:(
মুছে ফেলুন


২. ১৯ শে জুন, ২০১০ ভোর ৪:০৮

বিডি আইডল বলেছেন: আফনারে খোদা ব্ক্স ক্ষুদা টাইটেল দেওয়া হইলো
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে জুন, ২০১০ ভোর ৪:১৩

লেখক বলেছেন: আপনাকে জাপুরুল্লাহ শারাপাত:):)
মুছে ফেলুন


৩. ১৯ শে জুন, ২০১০ ভোর ৫:৩৪

মএসএইসভূইয়া বলেছেন: baler analysis
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৪. ১৯ শে জুন, ২০১০ ভোর ৫:৩৬

ধ্রুব তারা বলেছেন: মএসএইসভূইয়া এর সাথে সহমত
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৫. ১৯ শে জুন, ২০১০ ভোর ৬:১৮

ঢাকাইয়া টোকাই বলেছেন: জার্মানি আজকে যে খেলা দেখাইলো...

এইটা দিয়া ফাইনালে যাবে তো দুরের কথা, সেকেন্ড রাউন্ডে যায় কিনা সন্দেহ আছে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৬. ১৯ শে জুন, ২০১০ ভোর ৬:২৩

হাসান মাহবুব বলেছেন: মাইনাচ
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৩ শে জুন, ২০১০ সকাল ১০:১২

লেখক বলেছেন: If I am not wrong, you are a poet, whose conduct is expected to be different than that of others. What a general public can do, a poet cannot. A poet's prime most asset is his patriotism. World cup's sensation, where our beloved Bangladesh is not playing, should give you pleasure with excitement, but it in no way should make you such a mad from which we can derive that you probably belong to any of those countries. There are no other nation and people in the world, who display such a disgraceful conduct that humiliates his motherland. We, the Bengalis, are very peculiar, perhaps. Even Brazilians and Argentinians are not engaged in this sort of nasty attacks towards each other, the way we do.


And dear, above all, a poet cannot behave childish; he should show his maturity in his works and speeches.

Love your country, grow mature and stay fine always.

Regards.
মুছে ফেলুন


৭. ১৯ শে জুন, ২০১০ ভোর ৬:৪২

আশিকুর রহমান অমিত বলেছেন: স্বপ্ন দেখেন ভাই
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৮. ১৯ শে জুন, ২০১০ সকাল ৭:২০

রিফাত হোসেন বলেছেন: উরুগুয়ের সাথে ঘানা জিতবে না । :)

আর আর্জেন্টিনা বিশ্বকাপ ঘরে তুলবে ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৯. ১৯ শে জুন, ২০১০ সকাল ৯:২৬

খুশবো বলেছেন: মনের নাটক ভালই সাজিয়েছেন ? স্বপ্ন দেখেন জেগে জেগে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১০. ১৯ শে জুন, ২০১০ সকাল ৯:৪৬

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: তোমার এই হাস্যকর স্বপ্ন কখনোই বাস্তব হবে না। আর জার্মানী চ্যাম্পিয়ান ও হবে না। তোমার এই দিবা স্বপ্ন আষাঢ়ে গল্পের ভোজবাজীর মতন ভেল্কী দেখিয়ে উধাউ হয়ে যাবে।

আর আমরা হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়বো।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১১. ১৯ শে জুন, ২০১০ সকাল ১০:০৩

নক্ষত্রপথ বলেছেন: হে হে হে , হস্যকর
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১২. ২১ শে জুন, ২০১০ বিকাল ৩:০১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: বিশ্বকাপ এমন একটা টুর্নামেন্ট সেটা নিয়ে আগাম কথা বলা মুশকিল। নাহলে যে সুইজারল্যান্ড গত ৮০ বছরে স্পেনের সাথে জেতেনি তারাই কিনা বিশ্বকাপে জিতেছে। ইতালি যে ২ ম্যাচ ড্র করবে সেটা ইতালির ঘোর শত্রুও কল্পনা করেনি। আফ্রিকার বিভিন্ন দলের এমন দুর্গতি হবে আফ্রিকার মাটিতে সেটাও কেউ ভাবেনি। এশিয়ার এমন দুরন্ত ফলাফলের কথাই কে ভেবেছিলেন ?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৩. ২৫ শে জুন, ২০১০ বিকাল ৩:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রিফাত হোসেন, আপনার অভদ্রজনোচিত ও শিষ্টাচারবিবর্জিত মন্তব্যটি ডিলিট করেছি এবং আপনাকে আমার ব্লগে ব্লক করেছি। আশা করি আগে ভদ্রতা শিখবেন, তারপর কমেন্ট লেখা শিখবেন।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৪. ২৭ শে জুন, ২০১০ রাত ১০:৫৭

রণক্লান্ত বলেছেন: মিললোনা যা যা, তার কারেকশান করে ফুটনোট দেন। নতুন প্রেডিকশন সাজান। ধন্যবাদ। মাইনাস দিলাম না। :)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৭ শে জুন, ২০১০ রাত ১১:২৩

লেখক বলেছেন: মাইনাস দিলেন না? হাহাহাহাহাহা:):) এটা স্রেফ একটা প্রেডিকশন, অতো সিরিয়াসলি নেবার কিছুই নেই। আমাদের দেশ যদি খেলতো, সিরিয়াসলি না নেবার কোনো কারণ থাকতো না অবশ্য:) আর, এটা এমনই থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য কতোভাগ প্রেডিকশন মিলে গেলো। রাউন্ড অব ১৬'র ১৬টি দলের মধ্যে দেখতেই পাচ্ছেন ১৩টিই মিলে গেছে (ইটালি, সুইজারল্যান্ড ও আইভরি কোস্ট)। এ বিশ্বকাপে ১৩টি মিলে যাওয়াই অত্যশ্চর্য ঘটনা। ২য় রাউন্ডে এখন পর্যন্ত হওয়া ৩টি খেলার ৩টিতেই প্রেডিকশন মিলে গেছে। শতভাগ প্রেডিকশন মিলে যাবে তা আমিও আশা করি না কিন্তু, আর কারো মিলেও না।

আর প্লাস-মাইনাস ছেলেমানুষি থেকে আমাদের বেরিয়ে আসাই কি সমীচীন না?:):)

ভালো থাকুন।
মুছে ফেলুন




Link to Somewhereinblog

শনিবার, ২৬ জুন, ২০১০

তিনি আমার ছড়াকবিতার ব্যাপারে জ্ঞানগর্ভ যা যা বললেন : রম্য ও কুইজ

তিনি আমার ছড়াকবিতার ব্যাপারে জ্ঞানগর্ভ যা যা বললেন : রম্য ও কুইজ

২২ শে জুন, ২০১০ বিকাল ৩:৩৬

শেয়ার করুন: Facebook


আমি: তুই কোথায়? অনেক দিন ধরে এ্যাবসেন্ট। মরার আগে প্লিজ জানাবি, কারণ, আই কেয়ার...
তিনি : থ্যাঙ্কস এ লট। হোয়াট হ্যাপেনস ইফ আই ডোন্ট ডাই সুন? হোয়াট ইফ আই ডোন্ট রিয়ালাইজ আই এ্যাম ডাইং বিফর ডাই? থ্যাঙ্কস ফর ইয়োর কেয়ার। সো নাইস অফ ইয়্যু।
আমি : If you don't die soon, say if you live for another 12 decades, I shall vanish and re-appear once after twelve years to see you only, then again disappear. What if it doesn't strike you.
তিনি : বাংলা কী?
আমি: বাংলা কী মানে? মনে নেই, সেদিন বলেছিলাম:
ভুলে যাবি তুই? যা না!
দুই যুগ পরে হঠাৎ এসে তোর বুকে দেব হানা!
তখন করবি কী তুই-
আবার যদি যাই হারিয়ে ফেলে এ বিশ্ব-বিভূঁই?

তিনি : আপনি যে কী বলেন, আমি বুঝি না। আপনার ভাষা না নদীর মতো, না বাতাসের মতো, না রৌদ্রের মতো... বুঝবো কী করে? আপনি কি নেহাল?
আমি : আমার ভাষা কি খুবই হিব্রু? Greek and Latin?
তিনি : না, না, তা বলছি না। বলছি নেহালের ভাষা এমন শিশুতোষ... বালক বালক।
আমি :
আমার ভাষা করাতের মতো যদি হতো, তোর বুকের অন্তর্গত
করে দিতাম এক লক্ষ ক্ষত।

তিনি : ভাবগুলো আমাদের ঢাকার বাসার দারোয়ান আর বুয়াদের মতো। ওরা খুব তুই-তোকারি করে নিজেদের মধ্যে কথা বলতো।
আমি : দারোয়ান আর বুয়ারাই করে সবচেয়ে বেশি সুখ, কারণ ওদের রোমান্স করার কৌশলটা সবচেয়ে খাঁটি ও মূলক।
তিনি : তাই, না?
আমি : That's, coz, they get closest to each other's heart than others can do.
আমি : জানি না তো... মেলাচ্ছি কেবল আপনার ভাষা ও ভাব আমার পরিচিত কার কার সাথে মেলে... এটা একটা তুলনামূলক স্টাডি।
আমি : Please go ahead with your study.
তিনি : আপনি কি অনেক জানেন, নাকি আন্দাজে-অনুমানে বলে যাচ্ছেন?
আমি : Question is not clear. অনেক কী জানি আপনার ব্যাপারে?
তিনি : দারোয়ান সাহেবদের সব কথোপকথন শুনতে পাই নি, শোনা উচিতও নয়... তাই না?
আমি : একটা কবিতার লাইন শুনুন।
তিনি : বলুন।
আমি :
মুঠোফোনে তুই আজ ফুটালি যে ফুল-,
নয়নে জাগালো নেশা, রক্তে হুলস্থূল।

তিনি : নেহালমার্কা ছড়া। কবিতা কি হলো?
আমি :
কাল রাতে যা দিয়েছিলি, আজ সকালেই তা শেষ।
মুঠোফোনের অভিসারে
দিনে কি আর পাবো তারে, রাত হলো যার শেষ?

তিনি : খুব বালক। আপনার বয়স কতো?
আমি :
ঠিক কোথায় তুই আঘাত পেলি, বল্,
আমি তো তোর আনন্দ-কুসুম, কবিতা, চোখের জল।
আমি তোর বক্ষে দিব ব্যাধি,
তোর বক্ষ-সুধা আমার অমৃত ঔষধি।

তিনি : অনেক সময় নষ্ট হলো। ইউজলেস। গল্প লিখুন বরং।
আমি : তোমার বয়স যতো তার চেয়ে অন্তত সাতটি মাস আগে আমার জন্ম হয়। Better you be my teacher for literature. Age is no factor. সময় তো আমার নষ্ট হয় নি এক দণ্ডও।
তিনি : না এটা সনেট, না কবিতা... ছড়ার আবেদনও নেই... ছড়া কাটার জন্য স্বভাবটাও বালক হলে ভালো।
আমি : গুণ সাহেবের কবিতা পড়ে মনে হয় ও-বেটা পুরো জীবনটাই নষ্ট করেছেন কবিতা লেখার চেষ্টা করে। কিন্তু হায়, কিছুই হয় নি, না কবিতা, না সনেট, না ছড়া। বেচারা!
তিনি : কী? কার কথা বললেন?
আমি : কবি গুণ। নির্মলেন্দু গুণ।
তিনি : উনার কোন্ কোন্ কবিতা আপনার কাছে ছড়ার মতো মনে হয় তা লিখে পাঠাবেন কাইন্ডলি... ই-মেইল করলে ভালো।
আমি : এখানে তো কয়েকটা বললাম, ছড়াগুলো কি কিছু হয়েছে? কী মনে হয় আপনার?
তিনি : ভালো লাগে নি আমার... খুব সম্ভবত আমি অন্য মুডে আছি। যাক গে, যান, পড়াশুনা করুন, অথবা ইয়াং মেয়েদের সাথে গল্প করুন... আপনার ক্রিয়েটিভিতে বসন্ত আসবে।
আমি : হুম, আপনি খুব অভিজাত ঘরানার ভাবনার অধিকারী।
তিনি : ‘অভিজাত ঘরানার’ মানে?
আমি : অর্থাৎ আপনি রবিঠাকুর আর আমি আপনার শরৎ বাবু, আপনি আমার জন্য লিখুন, আমি ওটাকে ট্রান্সলেট করে পাবলিকের জন্য লিখবো। যেমন জসীম উদ্‌দীন করতেন। আর যেমন করছেন হুমায়ূন আহমেদ।
তিনি : কী করতেন?
আমি : এই দেখেন না, কতো সহজ করে ফেলেছেন তিনি বাংলা সাহিত্য।
তিনি : তাই?
আমি : তবে কথা হলো, ‘সহজ করে যায় না বলা সহজে।’ তাই অনেকে জেলাস হয়ে ওঠেন।
তিনি : (আবারো) তাই?
আমি : Are you cooking and messaging? Or something else is cooking in your head?
তিনি : আমার আজ রান্না নাই!
আমি : আজ তবে কে রাঁধিবে, রাধে?
তিনি : হুমায়ূন আহমেদকে হিংসা কেন করে লোকে? উনি তো বাংলাদেশের পাঠকদের ধরে রেখেছেন দেশে। অনেক প্রকাশনা উনার কারণে গজিয়েছে। আর মানুষ তো উনার অবদান স্বীকার করেন।
আমি : Never utter in front of our scholars (?). আমার এক ফ্রেন্ড লুকিয়ে হুমায়ূন আহমেদের বই পড়ে, পাছে লোকে বলে, ও ক্লাসিক বইয়ের টেস্টই বোঝে না, এই ভয়ে।
তিনি : কেন বলবো না? উনি অনেক হালকা লেখাও লিখেছেন, তাতে অনেকে মনক্ষুন্ন, কিন্তু চাইলে উনি উনার মতো করে আবার গভীর লেখা লিখতে পারেন। আমার বোধে যেটা সত্য, যতোটুকু বুঝি ও দেখি, বলবো না?
আমি : I am really enjoying chatting with you. Although we have a little contradictions in our thoughts and opinions, still it's pleasurable. You can attract people by your intellects.
তিনি : বাংলাদেশে ফুলটাইম লেখক হয়ে বাঁচা যায়, উনিই একমাত্র তা প্রমাণ করেছেন... কিন্তু উনার পারসোনাল লাইফ নিয়ে অনেকে বিব্রত বোধ করেন। এটা যার যার ব্যাপার।
আমি : হু ইজ মিস্টার নেহাল?
তিনি : জানি না... তবে লেখার ঢং আর ভাবের জোয়ার দেখে বুঝি কে কোন্‌টা। আমার কাছে তো সবাই মাছের পোনা।
আমি : What is it? মাছের পোনা জিনিসটা কী?
তিনি : সবাই একরকম। কে যে কী জাত আপাত দৃষ্টিতে বোঝা যায় না... ইলিশের পোনা আর রুইয়ের পোনা আর কইয়ের পোনা আর ব্যাঙাচির পোনা... মিলেমিশে উপস্থিত হলে আমি কাউকে আলাদা করে চিনি না।

উপরের কনভারসেশনে নির্মলেন্দু গুণের কিছু ছড়া-কবিতার উল্লেখ রয়েছে, তিনি’র মতে যা কিছুই হয় নি। কেউ কি পারবেন ওগুলো আলাদা করতে?


প্রকাশ করা হয়েছে: কবিতা, ধাঁধা ও কুইজ বিভাগে ।


  • ১০ টি মন্তব্য
  • ৬৫ বার পঠিত,
আপনি রেটিং দিতে পারবেন না
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২২ শে জুন, ২০১০ বিকাল ৪:০৭

সাদিক সাদাত বলেছেন: যদিও কবিতায় আমার বিশেষ আসক্তি নাই এবং কবিতা সম্পর্কে আমার জ্ঞান স্কুল জীবনের পাঠ্য পুস্তকের বাইরে প্রায় শূণ্যের কাছাকাছি তবুও আপনার সাবলীল লেখা ভালো লাগল ।

২২ শে জুন, ২০১০ বিকাল ৪:১২

লেখক বলেছেন: আপনার কমপ্লিমেন্টের জন্য অনেক ধন্যবাদ।

উপরের কনভারসেশনে নির্মলেন্দু গুণের কিছু ছড়া-কবিতার উল্লেখ রয়েছে, তিনি’র মতে যা কিছুই হয় নি। আপনি কি পারবেন ওগুলো আলাদা করতে?
:):):)



২২ শে জুন, ২০১০ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ :):)



২২ শে জুন, ২০১০ বিকাল ৪:৪২

লেখক বলেছেন: আপনি পারবেন না তা কখনো হয় না:):)



২২ শে জুন, ২০১০ বিকাল ৫:০৪

লেখক বলেছেন: অভিনন্দন!!!!!!!!!!



২২ শে জুন, ২০১০ বিকাল ৫:১১

লেখক বলেছেন: একজন অতি কাছের মানুষ আমাকে যতোবারই কল করে মোবাইলে, তার প্রতি আমার প্রথম দুটি প্রশ্ন থাকে কমন : কে তুই? তোর পরিচয় কী? প্রশ্ন শুনে সে হেসে কুটি কুটি হয়; আর ওর এমন নির্মল কুটিকুটির জন্যই আমি এ প্রশ্ন দুটি করে থাকি। ও কয়েকদিন আগে বললো, আমার এ প্রশ্ন দুটিই নাকি ওর কাছে সবচেয়ে মজার প্রশ্ন, এবং প্রশ্ন শুনবার জন্যই আমাকে সে মোবাইলে ফোন করে থাকে:):):):)


কীসের মধ্যে কী বলে ফেললাম
:):) যাই হোক, আপনার 'পুত্তুম পিলাচ' এখন অন্যের দখলে কেন, স্যার?
:)
:):):)



Link




একটা কবিতার গোড়াপত্তন

১৩ ই জুন, ২০১০ রাত ১:৩৫

শেয়ার করুন: Facebook

আমাদের ছোটবেলায় পদ্মা নদী খুব উত্তাল, বিশাল ও ভয়াবহ ছিল। নদীপাড়ে দাঁড়িয়ে বাবাকে জিজ্ঞাসা করতাম, ‘বাবা, গাঙের কি ঐ পাড় নাই?’ বাবা হেসে জবাব দিতেন, ‘আছে। অনেক দূরে। দেহা যায় না।’
আমি তখন গাঙের বুকে পালতোলা নাওয়ের দিকে চেয়ে চেয়ে ভাবতাম, আহা, একদিন যদি ঐ পাড়ে যাইবার পারতাম!
কলেজবেলায় গ্রামে গিয়ে মাঝে মাঝে পদ্মাপাড়ে যেতাম বন্ধুদের সাথে বেড়াতে। পদ্মা ডুবে গেছে চরের বালুতে। কলাপাতায় সবুজের ঢেউ দেখি, আর শুকনো তীরে দাঁড়িয়ে দেখি পদ্মার বুকে সাদা বালু খাঁ-খাঁ করছে। চিকন খালের মতো মরা নদী বুড়ির মতো ধুঁকে ধুঁকে হেঁটে যাচ্ছে যেন।

অনেকদিন পর দেখা।


গুলিস্তান থেকে শুরু। বাবু বাজার ব্রিজ কিংবা পোস্তগোলার চীনমৈত্রী সেতু পার হয়ে ঢাকা-মাওয়া সড়ক ধরে চলতে থাকুন।

শ্রীনগর।
সদর পার হয়ে কামারগাঁও ছাড়িয়ে শাইনপুকুর।
দোহার উপজেলা শুরু।
কিছুদূর গিয়ে নারিশা। ছোটবেলায় এখানে অনেক এসেছি। ছোট চোখে নদীর ঐ পাড় ধু-ধু করতো। কলেজবেলায় এখানে ধু-ধু বালুচর।

আজ।

নারিশা গ্রাম ভেঙে ডুবে যাচ্ছে নদীগর্ভে। গ্রামবাসীর প্রাণান্ত চেষ্টা তা প্রতিরোধে।

গাড়ি থামিয়ে নেমে পড়ি। পাড়ে দাঁড়িয়ে দেখি ওপাড়ে সূর্য পাটের উপরে, স্রোতোময়ী পদ্মার শরীরে ঢেউয়ের ভাঁজে ভেঙে পড়া রোদ চিকচিক করছে।


এই পথে, একটু দূরে প্রমীলাদের বাড়ি। স্কুলজীবনে শুধু প্রমীলার সাথে কাকতালে দেখা হবার সম্ভাব্যতায় এখানে ঘোরাঘুরি করতাম। আর আছে সায়ন্তনীদের বাসা। ওর মতো সুন্দরী মেয়ে আমার চোখে আর একটাও পড়ে নি আজও। মিনাদের বাড়ি আর ইমরানদের বাড়ি পাশাপাশি। মিনার সাথে মাঝে মাঝে কথা হয়। ইমরান বাবা হয়েছে বছর দুই আগে, ও এ-খবর দিয়ে হাওয়া হয়ে গেছে।


আর সোহানা? রাতুলের ছোট ফুফু সোহানা। আমরা এক ক্লাসে পড়ি। স্কুলজীবনের পর ওর সাথে আর দেখাই হলো না। প্রমীলা বলে, ‘সোহানার দিনে দিনে বয়স কমে।’ শামীম ওর সাথে প্রেম করতো। ওদের দু পরিবারে অহিনকুল পরিস্থিতি সারাজীবন। ও-বাড়ির মেয়ে এ-বাড়িতে? এ-বাড়ির ছেলে ও-বাড়িতে? পৃথিবী উলটে গেলেও না। এসএসসির পর পর ওর বিয়ে হলো এক মনোবিজ্ঞানীর সাথে। রাতুলের সাথে দেখা করতে গেছি; এগিয়ে এলো ভুবনমোহিনী সোহানা ওর হৃদয়হরা হাসির ঝিলিক ছড়িয়ে।

‘তুই না খুব চিকন আছিলি? মাত্র কয় মাসেই এতো মোটা হইয়া গেছস?’ আমার কথা শেষ হবার আগেই, ‘স্টুপিড!’ বলে এক ঝামটায় আমার গাল টেনে দিয়ে পৃথিবীকাঁপানো একটা হাসি হেসে ঘাড় বাঁকিয়ে বেণি দুলিয়ে চলে গেলো সোহানা। ওর সেই হাসি চোখের সামনে ভাসে, ওর কথা মনে হলেই।
আমাকে ভর্ৎসনা করে রাতুল বলেছিল, ‘তুমি এতো বোকা কেন? ও প্রেগন্যান্ট হইছে বোঝো না?’

আরো অনেকে। শাপলা। ঝিনুক।


একেকটা মেয়ে একেকটা অনবদ্য কবিতা, ভিন্ন ভিন্ন রস ও স্বাদের। এই দেখুন, কোনো ছেলের নামই মাথায় আসছে না এখন। আমরা মেয়েদের কথা বেশি মনে রাখি; ওরা আমাদের নিয়ে কী ভাবে তা জানতে খুউব খুউব সাধ হয়। আমার মতো সবগুলো ছেলেই হয়তো এমন করেই সবগুলো মেয়ের কথা ভাবে। আর মেয়েগুলো? ওরা মনে হয় আমাদের আর মনে রাখে না। আমরা যেমন বউয়ের চোখের দিকে তাকিয়ে আর তার বুকের উপর শুয়ে একবার হলেও ওদের প্রত্যেকের কথা ভাবি, ওরা কি স্বামীর বুকে মাথা রেখে একটি মুহূর্তের জন্যও মনে করেছে আমাদের কথা? আমার কথা? ওরা খুব স্বার্থপর। ওরা স্বামীদের সাথে বেইমানি করে না, আমরা যেমন বউদের সাথে করি। ওরা নয় প্রেমিকা, নয় বান্ধবী। ওরা আমাদের কেউ না।


একদিন আমাকে অবাক করে দিয়ে প্রমীলা বলেছিল, ‘তোরা এতো নিষ্ঠুর কেন রে? তোদের কথা ভেবে ভেবে মরি... ।’ তারপর ওর কণ্ঠ গলে যেতে থাকে, করুণ ফিসফিসে স্বরে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ‘তোর কথা কতো ভাবতাম... খুব নিষ্ঠুর রে তুই!’

আমি যখন পদ্মার গভীর থেকে স্কুলবান্ধবীদের ছিনিয়ে নিয়ে আসছিলাম, দেখি আমার সরলা বউ আর সন্তানেরা উজ্জ্বল ঢেউয়ের দিকে তাকিয়ে আনন্দে ঝলমল করছে।

এখানে একটা কবিতার ভাব জাগে। সর্বপ্রথম যে শব্দটা মাথায় টোকা বা উঁকি দিল, সেটা হলো- ‘দিধিষু’। কবে কোথায় এই শব্দটা পড়েছিলাম মনে নেই। অর্থটাও ততো পরিষ্কার নয়। কিন্তু ‘দিধিষু’ দিয়েই কবিতা শুরু করি।


দিধিষু শরীর নদীর বিভায় ঘুমিয়ে পড়ে পাখিদের অগোচরে। জলের জোনাকিরা কোমল বাতাসে ভেঙে ভেঙে মাছের সারিতে মিশে যায়।


এই হলো কবিতা। এর কী অর্থ দাঁড়ায় তা জানি না। আদতে এর কোনো অর্থ নেইও। সব কবিতার অর্থ থাকে না।


অহনার সাথে যদি আবার আরেকদিন, কালের স্রোতে ভাসতে ভাসতে কোনো এক চরের কন্দলীবনের হরিৎ ছায়ায় অলৌকিকভাবে দেখা হয়ে যায়, এ দু চরণ কবিতা ওকে শোনাবো। এ কবিতা শুনে সে যারপরনাই খুশি হবে; খুশির ঘোরে বহুক্ষণ কেটে যাবে, তারপর যথাস্বভাবে বলবে, ‘এবার এর অর্থটা আমাকে বুঝিয়ে বল্।’

আমি অহনাকে অতি চমৎকারভাবে কবিতাটার অর্থ বুঝিয়ে দেবো। সে বিস্ময়ে ডগমগ হয়ে শুধু এ কথাটাই বলবে, ‘তোর মতো কবি হয় না রে পাগল; তুই একদিন অনেক বড় কবি!’

২৩ এপ্রিল ২০০৯

প্রকাশ করা হয়েছে: যা কিছু আমার বিভাগে ।


  • ১২ টি মন্তব্য
  • ৮৬ বার পঠিত,
আপনি রেটিং দিতে পারবেন না
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১৩ ই জুন, ২০১০ সকাল ১১:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ।



১৩ ই জুন, ২০১০ সকাল ১১:০৭

লেখক বলেছেন: চোখের পানি মুছে ফেলুন:)



৩. ১৪ ই জুন, ২০১০ রাত ৯:৩৪
১৫ ই জুন, ২০১০ রাত ১০:৫৫

লেখক বলেছেন: আপনার মুখে ফুলচন্দন:):)



৪. ১৮ ই জুন, ২০১০ দুপুর ১২:১৭

মেহবুবা বলেছেন: আশ্চর্য সুন্দর ।
পুরোটাই কবিতা ।

মিথ্যা - সত্য মাখামাখি যেমন " ওরা খুব স্বার্থপর। ওরা স্বামীদের সাথে বেইমানি করে না, আমরা যেমন বউদের সাথে করি। ওরা নয় প্রেমিকা, নয় বান্ধবী। ওরা আমাদের কেউ না। " আবার সত্যি হতে পারে যেমন " ওরা আমাদের কেউ না " ।

অনেক কিছু লিখতে ইচ্ছে করছে । পরে লিখব ।


১৮ ই জুন, ২০১০ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: হ্যালো নানী, কেমন আছেন?:):):) আপনার মন্তব্যে উচ্ছ্বসিত ও অনুপ্রাণিত হলাম খুব। সত্যমিথ্যা মাঝে মাঝে একাকার হয়ে যেতে পারে, মানলাম। পরে লিখবেন বললেন- আশায় থাকলাম।



৫. ১৮ ই জুন, ২০১০ দুপুর ১২:৪৭

মেহবুবা বলেছেন: দোহার জয় পাড়া পদ্মা নদী ইছামতী বান্দুরা নষ্টালজিক করে দিয়েছো নাতি ।
অটপিক -- মোর্শেদ স্যার কি বেঁচে আছেন ?


১৮ ই জুন, ২০১০ বিকাল ৩:০২

লেখক বলেছেন: নানী, আপনার বাড়িও কি ওদিকে? নাকি ওদিকে বেড়ানোর অভিজ্ঞতা আছে?

মোর্শেদ স্যারের খবরটা অবশ্য জানা নেই। আল্লাহ্‌র কাছে প্রার্থনা করি, তিনি বেঁচে আছেন এ খবরটাই যেন পাই।



১৯ শে জুন, ২০১০ ভোর ৪:১৫

লেখক বলেছেন: খবর ভালোই। খেলা দেখছিলাম আর কী:):)





Link