রবিবার, ২৭ জুন, ২০১০

বিশ্বকাপ ফুটবলে এ পর্যন্ত অর্জিত ফলাফল ও দলগুলোর অবস্থান; শেষ ১৬-তে সম্ভাব্য দলগুলো, এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন দলটি

বিশ্বকাপ ফুটবলে এ পর্যন্ত অর্জিত ফলাফল ও দলগুলোর অবস্থান; শেষ ১৬-তে সম্ভাব্য দলগুলো, এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন দলটি
১৯ শে জুন, ২০১০ ভোর ৪:০২


আজ পর্যন্ত খেলার ফলাফলের ভিত্তিতে দলগুলোর অবস্থান নিম্নরূপ :

গ্রুপ এ

উরুগুয়ে খেলা ২ জয় ১ হার ০ ড্র ১ পয়েন্ট ৪
মেক্সিকো খেলা ২ জয় ১ হার ০ ড্র ১ পয়েন্ট ৪
ফ্রান্স খেলা ২ জয় ০ ড্র ১ হার ১ পয়েন্ট ১
সাউথ আফ্রিকা খেলা ২ জয় ০ ড্র ১ হার ১ পয়েন্ট

এই গ্রুপে উরুগুয়ে-মেক্সিকো এবং ফ্রান্স-সাউথ আফ্রিকার খেলা বাকি আছে। উরুগুয়ে-মেক্সিকো খেলা ড্র হলে এ দু দলই পরের রাউন্ডে যাবে। এ ম্যাচের পরাজিত দল, আর সাউথ আফ্রিকা-ফ্রান্সের খেলায় ফ্রান্স বিজয়ী হলে দু দলের পয়েন্ট সমান হবে। কিন্তু গোল ব্যবধানে ফ্রান্স অনেক পিছিয়ে আছে; সাউথ আফ্রিকার অবস্থাও এমনই। সব বিবেচনায় পরের রাউন্ডে উরুগুয়ে আর মেক্সিকো যাবে বলে আমার ধারণা।


গ্রুপ বি

আর্জেন্টিনা খেলা ২ জয় ২ ড্র ০ হার ০ পয়েন্ট ৬
দঃ কোরিয়া খেলা ২ জয় ১ ড্র ০ হার ১ পয়েন্ট ৩
গ্রিস খেলা ২ জয় ১ ড্র ০ হার ১ পয়েন্ট ৩
নাইজেরিয়া খেলা ২ জয় ০ ড্র ০ হার ০ পয়েন্ট ০

আর্জেন্টিনা-গ্রিসের খেলায় আর্জেন্টিনা জিতলে, দঃ কোরিয়া-নাইজেরিয়ার খেলায় নাইজেরিয়া জিতলে, দঃ কোরিয়া, গ্রিস আর নাইজেরিয়ার পয়েন্ট সমান হবে। গোল ব্যবধানে নাইজেরিয়া সবার পেছনে; এশিয়ার দঃ কোরিয়া নাইজেরিয়াকে হারানো গ্রিসকে পরাজিত করবে বলে আমার ধারণা। পরের রাউন্ডে আর্জেন্টিনার সাথে দঃ কোরিয়াই যাচ্ছে।


গ্রুপ সি

স্লোভেনিয়া খেলা ২ জয় ১ ড্র ১ হার ০ পয়েন্ট ৪
ইউএসএ খেলা ২ জয় ০ ড্র ২ হার ০ পয়েন্ট ২
ইংল্যান্ড খেলা ২ জয় ০ ড্র ২ হার ০ পয়েন্ট ২
আলজেরিয়া খেলা ২ জয় ০ ড্র ১ হার ১ পয়েন্ট ১

ইংল্যান্ড স্লোভেনিয়াকে এবং ইউএসএ আলজেরিয়াকে হারিয়ে ইংল্যান্ড ও ইউএসএ পরের রাউন্ডে যাবে। ২ গোলে পিছিয়ে থেকেও সমতা অর্জন আমেরিকাকে উজ্জীবিত রাখবে পরের ম্যাচে জেতার জন্য।


গ্রুপ ডি

জার্মানি খেলা ২ জয় ১ ড্র ০ হার ১ পয়েন্ট ৩
ঘনা খেলা ২ জয় ১ ড্র ০ হার ১ পয়েন্ট ৩
সার্বিয়া খেলা ২ জয় ১ ড্র ০ হার ১ পয়েন্ট ৩
অস্ট্রেলিয়া খেলা ১ জয় ০ ড্র ০ হার ১ পয়েন্ট ০

ঘানা এই গ্রুপের দুর্বলতম দল অস্ট্রেলিয়ার কাছে জিতবে, জার্মানির সাথে হারলেও ঘানার পয়েন্ট হবে ৬। সার্বিয়াও অস্ট্রেলিয়াকে হারিয়ে ৬ পয়েন্ট অর্জন করবে। ঘানা ও সার্বিয়ার পয়েন্ট সমান হলে গোল ব্যবধান ভূমিকা নেবে; ঘানা এগিয়ে। আমার ধারণা জার্মানি আর ঘানাই পরের রাউন্ডে যাবে।


গ্রুপ ই

নেদরাল্যান্ড খেলা ১ জয় ১ ড্র ০ হার ০ পয়েন্ট ৩
জাপান খেলা ১ জয় ১ ড্র ০ হার ০ পয়েন্ট ৩
ক্যামেরুন খেলা ১ জয় ০ ড্র ০ হার ১ পয়েন্ট ০
ডেনমার্ক খেলা ১ জয় ০ ড্র ০ হার ১ পয়েন্ট ০

এখনো সবার ২টি করে খেলা বাকি। তবে মনে হচ্ছে নেদারল্যান্ড আর জাপান পরের রাউন্ডে যাবে।


গ্রুপ এফ
প্যারাগুয়ে খেলা ১ জয় ০ ড্র ১ হার ০ পয়েন্ট ১
ইটালি খেলা ১ জয় ০ ড্র ১ হার ০ পয়েন্ট ১
নিউজিল্যান্ড খেলা ১ জয় ০ ড্র ১ হার ০ পয়েন্ট ১
স্লোভাকিয়া খেলা ১ জয় ০ ড্র ১ হার ০ পয়েন্ট ১

এখানেও সবার ২টি করে খেলা বাকি। মনে হচ্ছে ইটালি আর প্যারাগুয়ে পরের রাউন্ডে যাবে।


গ্রুপ জি
ব্রাজিল খেলা ১ জয় ১ ড্র ০ হার ০ পয়েন্ট ৩
আইভরি কোস্ট খেলা ১ জয় ০ ড্র ১ হার ০ পয়েন্ট ১
পর্তুগাল খেলা ১ জয় ০ ড্র ১ হার ০ পয়েন্ট ১
উঃ কোরিয়া খেলা ১ জয় ০ ড্র ০ হার ১ পয়েন্ট ০

ব্রাজিল আর আইভরি কোস্টের জন্য আমার ভোট থাকলো।


গ্রুপ এইচ
চিলি খেলা ১ জয় ১ ড্র ০ হার ০ পয়েন্ট ৩
সুইজারল্যান্ড খেলা ১ জয় ১ ড্র ০ হার ০ পয়েন্ট ৩
হন্ডুরাস খেলা ১ জয় ০ ড্র ০ হার ১ পয়েন্ট ০
স্পেন খেলা ১ জয় ০ ড্র ০ হার ১ পয়েন্ট ০


অঘটন সত্ত্বেও স্পেন শেষ পর্যন্ত পরের রাউন্ডে যাবে, আর যাবে সুইজারল্যান্ড।



২য় রাউন্ডে সম্ভাব্য মুখোমুখি


উরুগুয়ে-দঃ কোরিয়া

ইউএসএ-ঘানা

নেদারল্যান্ড-প্যারাগুয়ে

ব্রাজিল-স্পেন

আর্জেন্টিনা-মেক্সিকো

ইংল্যান্ড-জার্মানি

ইটালি-জাপান

সুইজারল্যান্ড-আইভরি কোস্ট


সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল

উরুগুয়ে-ঘানা

আর্জেন্টিনা-জার্মানি

নেদারল্যান্ড-ব্রাজিল

ইটালি-আইভরি কোস্ট


সম্ভাব্য সেমিফাইনাল

জার্মানি-ঘানা

ব্রাজিল-ইটালি


তাহলে ফাইনালে

ইটালি-জার্মানি


চ্যাম্পিয়ন : জার্মানি





প্রকাশ করা হয়েছে: খেলাধুলা বিভাগে । সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১০ ভোর ৪:০২


* ১৮ টি মন্তব্য
* ৩৯৭ বার পঠিত,


পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ৭ জনের ভাল লাগেনি



১. ১৯ শে জুন, ২০১০ ভোর ৪:০৫

রাজসোহান বলেছেন: হুহ
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে জুন, ২০১০ ভোর ৪:০৬

লেখক বলেছেন: :(:(:(:(
মুছে ফেলুন


২. ১৯ শে জুন, ২০১০ ভোর ৪:০৮

বিডি আইডল বলেছেন: আফনারে খোদা ব্ক্স ক্ষুদা টাইটেল দেওয়া হইলো
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৯ শে জুন, ২০১০ ভোর ৪:১৩

লেখক বলেছেন: আপনাকে জাপুরুল্লাহ শারাপাত:):)
মুছে ফেলুন


৩. ১৯ শে জুন, ২০১০ ভোর ৫:৩৪

মএসএইসভূইয়া বলেছেন: baler analysis
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৪. ১৯ শে জুন, ২০১০ ভোর ৫:৩৬

ধ্রুব তারা বলেছেন: মএসএইসভূইয়া এর সাথে সহমত
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৫. ১৯ শে জুন, ২০১০ ভোর ৬:১৮

ঢাকাইয়া টোকাই বলেছেন: জার্মানি আজকে যে খেলা দেখাইলো...

এইটা দিয়া ফাইনালে যাবে তো দুরের কথা, সেকেন্ড রাউন্ডে যায় কিনা সন্দেহ আছে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৬. ১৯ শে জুন, ২০১০ ভোর ৬:২৩

হাসান মাহবুব বলেছেন: মাইনাচ
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৩ শে জুন, ২০১০ সকাল ১০:১২

লেখক বলেছেন: If I am not wrong, you are a poet, whose conduct is expected to be different than that of others. What a general public can do, a poet cannot. A poet's prime most asset is his patriotism. World cup's sensation, where our beloved Bangladesh is not playing, should give you pleasure with excitement, but it in no way should make you such a mad from which we can derive that you probably belong to any of those countries. There are no other nation and people in the world, who display such a disgraceful conduct that humiliates his motherland. We, the Bengalis, are very peculiar, perhaps. Even Brazilians and Argentinians are not engaged in this sort of nasty attacks towards each other, the way we do.


And dear, above all, a poet cannot behave childish; he should show his maturity in his works and speeches.

Love your country, grow mature and stay fine always.

Regards.
মুছে ফেলুন


৭. ১৯ শে জুন, ২০১০ ভোর ৬:৪২

আশিকুর রহমান অমিত বলেছেন: স্বপ্ন দেখেন ভাই
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৮. ১৯ শে জুন, ২০১০ সকাল ৭:২০

রিফাত হোসেন বলেছেন: উরুগুয়ের সাথে ঘানা জিতবে না । :)

আর আর্জেন্টিনা বিশ্বকাপ ঘরে তুলবে ।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



৯. ১৯ শে জুন, ২০১০ সকাল ৯:২৬

খুশবো বলেছেন: মনের নাটক ভালই সাজিয়েছেন ? স্বপ্ন দেখেন জেগে জেগে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১০. ১৯ শে জুন, ২০১০ সকাল ৯:৪৬

মেঘলা আকাশ ও বিষন্ন মন বলেছেন: তোমার এই হাস্যকর স্বপ্ন কখনোই বাস্তব হবে না। আর জার্মানী চ্যাম্পিয়ান ও হবে না। তোমার এই দিবা স্বপ্ন আষাঢ়ে গল্পের ভোজবাজীর মতন ভেল্কী দেখিয়ে উধাউ হয়ে যাবে।

আর আমরা হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়বো।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১১. ১৯ শে জুন, ২০১০ সকাল ১০:০৩

নক্ষত্রপথ বলেছেন: হে হে হে , হস্যকর
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১২. ২১ শে জুন, ২০১০ বিকাল ৩:০১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: বিশ্বকাপ এমন একটা টুর্নামেন্ট সেটা নিয়ে আগাম কথা বলা মুশকিল। নাহলে যে সুইজারল্যান্ড গত ৮০ বছরে স্পেনের সাথে জেতেনি তারাই কিনা বিশ্বকাপে জিতেছে। ইতালি যে ২ ম্যাচ ড্র করবে সেটা ইতালির ঘোর শত্রুও কল্পনা করেনি। আফ্রিকার বিভিন্ন দলের এমন দুর্গতি হবে আফ্রিকার মাটিতে সেটাও কেউ ভাবেনি। এশিয়ার এমন দুরন্ত ফলাফলের কথাই কে ভেবেছিলেন ?
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৩. ২৫ শে জুন, ২০১০ বিকাল ৩:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রিফাত হোসেন, আপনার অভদ্রজনোচিত ও শিষ্টাচারবিবর্জিত মন্তব্যটি ডিলিট করেছি এবং আপনাকে আমার ব্লগে ব্লক করেছি। আশা করি আগে ভদ্রতা শিখবেন, তারপর কমেন্ট লেখা শিখবেন।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



১৪. ২৭ শে জুন, ২০১০ রাত ১০:৫৭

রণক্লান্ত বলেছেন: মিললোনা যা যা, তার কারেকশান করে ফুটনোট দেন। নতুন প্রেডিকশন সাজান। ধন্যবাদ। মাইনাস দিলাম না। :)
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন


আপনার জবাবটি লিখুন



২৭ শে জুন, ২০১০ রাত ১১:২৩

লেখক বলেছেন: মাইনাস দিলেন না? হাহাহাহাহাহা:):) এটা স্রেফ একটা প্রেডিকশন, অতো সিরিয়াসলি নেবার কিছুই নেই। আমাদের দেশ যদি খেলতো, সিরিয়াসলি না নেবার কোনো কারণ থাকতো না অবশ্য:) আর, এটা এমনই থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য কতোভাগ প্রেডিকশন মিলে গেলো। রাউন্ড অব ১৬'র ১৬টি দলের মধ্যে দেখতেই পাচ্ছেন ১৩টিই মিলে গেছে (ইটালি, সুইজারল্যান্ড ও আইভরি কোস্ট)। এ বিশ্বকাপে ১৩টি মিলে যাওয়াই অত্যশ্চর্য ঘটনা। ২য় রাউন্ডে এখন পর্যন্ত হওয়া ৩টি খেলার ৩টিতেই প্রেডিকশন মিলে গেছে। শতভাগ প্রেডিকশন মিলে যাবে তা আমিও আশা করি না কিন্তু, আর কারো মিলেও না।

আর প্লাস-মাইনাস ছেলেমানুষি থেকে আমাদের বেরিয়ে আসাই কি সমীচীন না?:):)

ভালো থাকুন।
মুছে ফেলুন




Link to Somewhereinblog

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন