রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১০

বাংলা বারো মাসের দিনতারিখ ইংরেজি বারো মাসের সাথে এ্যাডজাস্ট করা কি সম্ভব?

বাংলা বারো মাসের দিনতারিখ ইংরেজি বারো মাসের সাথে এ্যাডজাস্ট করা কি সম্ভব?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৩৯

শেয়ার করুন: Facebook


এটা একটা প্রস্তাবনা। ভেবে দেখুন।

আমরা বাঙালি হলেও বাংলা দিনতারিখ আমরা খুব কমই মনে রাখি, বা মনে রাখতে পারি। অথচ এটা ভুলে যাওয়া বা মুছে ফেলা অসম্ভব। অন্যদিকে ইংরেজি দিনতারিখের হিসেবে সারা বিশ্বের কর্মসূচি পরিকল্পিত ও পরিচালিত হয়। আমরা যাতে সহজে বাংলা দিনতারিখ মনে রাখতে পারি, সেজন্য ইংরেজি দিনতারিখের সাথে এটা মিলিয়ে দিলে কেমন হয়?

১ম বছরের সমীকরণটা এ রকম হবে :

১ মাঘ> ১ জানুয়ারি (মাঘ মাস ৩১ দিনের হবে)
১ ফাল্গুন> ১ ফেব্রুয়ারি (ফাল্গুন মাস ২৮ দিনে হবে। লিপইয়ারের বছরে ২৯ দিন)
১ চৈত্র> ১ মার্চ
১ বৈশাখ> ১ এপ্রিল
১ জ্যৈষ্ঠ> ১ মে
১ আষাঢ়> ১ জুন
১ শ্রাবণ> ১ জুলাই
১ ভাদ্র> ১ আগস্ট
১ আশ্বিন> ১ সেপ্টেম্বর
১ কার্তিক> ১ অক্টোবর
১ অগ্রহায়ন> ১ নভেম্বর
১ পৌষ> ১ ডিসেম্বর

অর্থাৎ, বাংলা মাসের দিনসংখ্যা উহার করেসপন্ডিনং ইংরেজি মাসের দিনসংখ্যার সমান হবে। মাস এ্যাডজাস্ট করার সময় সনও এ্যাডজাস্ট করা হবে। উদাহরণ স্বরূপ, ১ এপ্রিলে বাংলা সনতারিখ এ্যাডজাস্ট করা হবে; ৩১ মার্চ পর্যন্ত বাংলা সনতারিখ বর্তমান নিয়মেই চলতে থাকবে, ১ এপ্রিলে গিয়ে ওটা হয়ে যাবে ১৪১৬ সনের ১ বৈশাখ। ইতিহাসে বাংলা সন ৮/১০ দিন এগিয়ে যাবে, এই আর কী! আগে বাংলা সনে কোনো লিপইয়ার ছিল না, কয়েক বছর আগে বাংলায় লিপইয়ার চালু করা হয়েছে। ডিজিটালি যদি সময় আগেপিছে নেয়া যায়, ৮/১০ দিনের একটা পার্থক্যও ঘুচিয়ে ফেলা সম্ভব।

এ ব্যাপারে ইতিহাসবিদদের মতামত পেলে জ্ঞানবান হতাম।

প্রকাশ করা হয়েছে: যা কিছু আমার বিভাগে ।


  • ৪ টি মন্তব্য
  • ৭১ বার পঠিত,
আপনি রেটিং দিতে পারবেন না
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ৫ জনের ভাল লাগেনি
১. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৫৬
comment by: পাপী ০০৭ বলেছেন: ঘুরায়া কৈলেন আর কি!!

৬০ রে ৬৫ বানায়া নিতে........করা যায়।না করলেও নাই।

২. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:১৮
৩. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:৪১
comment by: মৌ-মাছি বলেছেন: আগে বাংলা সনে কোনো লিপইয়ার ছিল না, কয়েক বছর আগে বাংলায় লিপইয়ার চালু করা হয়েছে।

সরকারী ভাবে এটি সত্যি। কিন্তু সরকারী ভাবে বাংলামাসের দিনসংখ্যা নির্ধারনের আগে আমি নিজে আগের সনাতন ধরনের পঞ্জিকা অনুযায়ী বছর গুলির দিনসংখ্যা গননা করেছিলাম। আমার উৎসাহ জেগেছিল এই কারনে যে তখনও প্রতিবছর ১৪/১৫ই এপ্রিল বাংলা নববর্ষ পড়ত। অধিবর্ষের বিষয়টি যদি না বাংলা সনাতন পঞ্জিকায় না থাকতো তা হলে এটি হওয়া সম্ভব ছিলনা। প্রতি চার বছরে নববর্ষ একদিন করে পিছিয়ে যেত -- হিজরী সনের মত। যাই হোক আমি বেশ কিছু বছরের দিন গননা করে দেখেছিলাম প্রতি চার বছর পরে পরে চৈত্রমাসে একদিন করে বেশি ধরতে।

৪. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:৪৩ comment by: মৌ-মাছি বলেছেন:
তবে ঘড়ির সময় একঘন্টা এদিক সেদিক নিয়ে আমাদের লোকজন যে ভাবে রাজনীতি করছে, তাতে বছরের এই বিষয়টি উলটপালট অবস্থার সৃষ্টি করতে পারে। জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন